ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৫ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুরে দুই মাদকাসক্ত ব্যক্তিকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নেশার টাকার জন্য বউ বিক্রির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
উপজেলার তেলিহাটি ইউনিয়নে এক যুবক এবং তার সহযোগীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদের নেতৃত্বে গঠিত আদালত এ সাজা প্রদান করে।
অভিযোগ রয়েছে, মাদকাসক্ত স্বামী নিজের স্ত্রীকে ইয়াবা কেনার টাকার বিনিময়ে অজ্ঞাত চারজনের কাছে 'বিক্রি' করেন। পরে ওই চার ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে চেষ্টা করলে ভুক্তভোগী স্ত্রী থানায় অভিযোগ দায়ের করে। গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
এঘটনায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে অভিযুক্ত স্বামী কামাল উদ্দিনকে (৩০) ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (৩৬)/৫ ধারায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন।
একই মামলায় কামালের সহযোগী তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া চৌড়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ জামাল উদ্দিনের ছেলে মানিককে ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
ভোরের আকাশ/মো.আ.