গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৫ ০৭:৪৬ পিএম
কালিয়াকৈরের সফিপুরে বিএনপির লিফলেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে কালিয়াকৈর পৌর বিএনপি ।
শনিবার (১০ মে) দুপুর ১২টায় এ কর্মসূচির আয়োজন করেন কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দীন আহাম্মেদ। কর্মসূচিতে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন এবং সাধারণ জনগণের মাঝে ৩১ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।
লিফলেট বিতরণকালে সাইজুদ্দীন আহাম্মেদ বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি গণমুখী রূপান্তরের রূপরেখা। জনগণের অধিকার, সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এই কর্মসূচি বাস্তবায়ন সময়ের দাবি।
এ সময় উপস্থিত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এই কর্মসূচির কোনো বিকল্প নেই।
উল্লেখ্য, বিএনপি সম্প্রতি রাষ্ট্রীয় কাঠামোর সংস্কারের লক্ষ্যে একটি ৩১ দফা রূপরেখা ঘোষণা করে, যা সারাদেশে প্রচারের লক্ষ্যে বিভিন্ন স্থানে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে।
ভোরের আকাশ/আমর