ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৮ পিএম
ছবি- ভোরের আকাশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যুর পর অবৈধ লেভেল ক্রসিং বন্ধ করতে এসে তোপের মুখে পড়েন রেলওয়ে কর্তৃপক্ষ। পথ খোলা রাখার দাবি জানিয়ে এলাকাবাসী দুই ট্রেন আটকে দেয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে আখাউড়া রেলওয়ে জংশনের অদূরে উপজেলার মনিয়ন্দের দীঘিরজান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেল ক্রসিংটি অবৈধ হওয়ায় বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রেলওয়ের লোকজন সেটি বন্ধ করতে আসেন। এসময় এলাকার কিছু মানুষ তাতে বাধা দেন। একপর্যায়ে বেশকিছু লোক জড়ো হয়ে পথ বন্ধে বাধা দেন। সকাল পৌনে ১১টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ও ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস আটকে দেয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
পুলিশসহ সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে সমাধানের আশ্বাস দিলে প্রায় ১৫ মিনিট পর ট্রেন দুটি ছেড়ে যায়।
এর আগে, গত ১৫ সেপ্টেম্বর সিএনজিচালিত অটোরিকশা বৃষ্টির মধ্যে ট্রেন দেখতে না পেয়ে অবৈধ লেভেল ক্রসিংয়ের রেললাইনে তুলে দিলে বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই পপি আক্তার (২৩) ও সাদিক মিয়া (৩৭) নামের দুইজনের মৃত্যু হয়।
এদিকে ট্রেনের অনির্ধারিত যাত্রাবিরতির সময় লাঠিসোঁটা হাতে অনেক লোকজন দেখে যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক দেখা দেয়। যাত্রীদের ভাষ্যমতে, কেও ট্রেনে আক্রমণ করেনি। প্রায় ১৫ মিনিট পর ট্রেন ছেড়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, লেভেল ক্রসিংটি অবৈধ হওয়ায় কর্তৃপক্ষ সেটি বন্ধ করতে আসলে এলাকাবাসী এতে বাধা দেয়। এ অবস্থায় দুটি ট্রেন সামান্য সময়ের জন্য আটকা পড়ে। বিষয়টির সমাধান করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে।
উল্লেখ্য, লেভেল ক্রসিংটি অবৈধ হলেও গ্রামের শতশত মানুষ এখান দিয়ে যাতায়াত করে। তা না হলে বহুদূর ঘুরে তাদেরকে আসা-যাওয়া করতে হবে।
ভোরের আকাশ/জাআ