সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫ ০৬:২৬ পিএম
সীতাকুণ্ডে মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন
সীতাকুণ্ডের ৭নং কুমিরা ইউনিয়ন ৭নং ওয়ার্ড নিউ রাজাপুরস্থ কুমিরা ইলমে ওহি মাদ্রাসার শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২ ঘটিকায় মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সাইনবোর্ড ও সীমানার ঘেরাবেড়া ভাংচূর‘সহ নামজারী খতিয়ানভূক্ত ভূমি জবর-দখল প্রচেষ্টার বিরুদ্ধে শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে।
শিক্ষার্থীদের এ মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিরা ইলমে ওহি মাদ্রাসার সভাপতি টেরিয়াইল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সামসুল আলম, সিনিয়র সহ-সভাপতি এ.টি.এম নাসির উদ্দিন, সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি গাজী মোঃ সুলতান, সহ-সভাপতি বড় দারোগারহাট এ. আর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক গাজী মোস্তফা কামাল বাবর, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক জহুর মিয়া চৌধুরী, মাদ্রাসার সুপার মাওলানা মাহমুদুল করিম, নিউ রাজাপুর জামে মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ দেলোয়ার হোসেন স্টার, মাদ্রাসা কমিটির সদস্য বিএনপি নেতা জগলুল হোসেন নয়ন, অভিভাবক সদস্য জামায়াত নেতা মোঃ শাহজাহান, নিউ রাজাপুর জামে মসজিদ কমিটির সদস্য বিএনপি নেতা মোঃ মামুন, জামায়াত নেতা মোঃ নুর উদ্দিন, মাদ্রাসার জমি দাতা ও অভিভাবক সদস্য মোঃ সেলিম উদ্দিন ও জমি দাতা মোঃ রিগান‘সহ মাদ্রাসার ৭ শতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন কুমিরা ইলমে ওহি মাদ্রাসাটি এলাকার গৌরব। এলাকাবাসীর সার্বিক সহায়তায় সম্পূর্ণ বেসরকারী অর্থায়নে পরিচালিত প্রতিষ্ঠানটির উন্নয়নে একটি মহল শুরু থেকেই ষড়যন্ত্রে মেতে ওঠে। মানববন্ধনে শিক্ষার্থীরা কুচক্রীমহলটির জবর দখল প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসন, এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন।
ভোরের আকাশ/এসআই