দৈনিক ভোরের আকাশে সংবাদ প্রকাশের পর
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ মে ২০২৫ ০৪:৪২ পিএম
হোসেনপুরের সড়কে ফসল না শুকানোর প্রচারণা
দৈনিক ভোরের আকাশসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনা রোধ ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যানবাহন চলাচলের রাস্তায় ধান, ভুট্টা ও অন্যান্য ফসল শুকানোর বিরুদ্ধে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে।
রোববার (১১ মে) দুপুরে উপজেলার পুমদী ইউনিয়নে সরজমিনে দেখা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভার উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকা ও বাজারে মাইকিং করে ঘোষণা দেওয়া হচ্ছে। এই প্রচারণার মাধ্যমে জনগণকে জানানো হচ্ছে, সড়ক বা মহাসড়কে ফসল শুকানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং পথচারী ও চালকদের জন্য এটি বিপজ্জনক। স্থানীয় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় এ কার্যক্রম চালানো হচ্ছে।
ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, এই প্রচারণার উদ্দেশ্য হলো জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং সড়ক দুর্ঘটনা কমানো।
তিনি কৃষকদের রাস্তায় ফসল শুকানোর পরিবর্তে নিরাপদ স্থানে তা শুকানোর আহবান করেন।
এ আগে শুক্রবার (৯ মে) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় চলছে ভুট্টা ও বোরো ধান কাটা-মাড়াইয়ের কাজ। বর্তমানে কৃষকরা মাড়াইয়ের পাশাপাশি ধানের খড় ও ভুট্টা শুকাতে ব্যস্ত সময় পার করছেন। আর এসব ভুট্টা, ধান ও ধানের খড় শুকাতে দেওয়া হচ্ছে রাস্তার ওপর। এসবের ওপর দিয়ে আতঙ্কে চলাচল করছেন পথচারীসহ ছোট-বড় যানবাহন। ফলে সৃষ্টি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা। এমন একটি সংবাদ প্রচার হয় দৈনিক ভোরের অকাশসহ বিভিন্ন গণমাধ্যমে।
ভোরের আকাশ/এসআই