খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫৩ পিএম
ছবি: ভোরের আকাশ
খুলনায় হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে ঘটনার ছয় ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকা থেকে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে এক নারীসহ তিনজনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নবজাতককে ফিরে পেয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন তার বাবা-মা ও পরিবারের সদস্যরা। এর আগে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর রূপসা ট্রাফিক মোড় এলাকায় অবস্থিত ড্যাপস্ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের তৃতীয় তলা থেকে নবজাতকটি চুরি হয়।
শিশুটির পরিবার জানায়, মোংলা থেকে আসা সুজন ও ফারজানা দম্পতির চার দিন আগে ছেলে সন্তান জন্ম হয়। সোমবার দুপুরে তৃতীয় তলা থেকে ওই নবজাতককে অজ্ঞাত এক নারী চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরপরই হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দ্বিতীয় তলায় অবস্থানরত এক নারী তৃতীয় তলা থেকে একটি শিশুকে কাপড়ে জড়িয়ে নিয়ে যাচ্ছে। যদিও শিশুটি তাদের সন্তান কি না, তা ফুটেজে স্পষ্ট ছিল না। তবে পরিবারের সদস্যদের সন্দেহ ছিল ওই নারীর প্রতি।
ঘটনার পরপরই প্রশাসনের প্রতি শিশুটিকে দ্রুত উদ্ধারের দাবি জানায় নবজাতকের স্বজনরা। অবশেষে পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যায় নবজাতককে উদ্ধার করতে সক্ষম হয়।
ভোরের আকাশ/জাআ