ইন্টারনেট ও মোবাইল সেবার খরচ কমছে
অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটে ইন্টারনেট সেবা এবং মোবাইল অপারেটরদের জন্য কর কমানোর ঘোষণা এসেছে। ফলে খরচ কমবে ইন্টারনেট ব্যবহারকারীদের। এছাড়াও ডিজিটাল খাত ও টেলিযোগাযোগ সেবা সহজলভ্য ও সাশ্রয়ী করতে বাজেটে কর কাঠামোয় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
সোমবার (২ জুন) বিকেলে দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিতে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে এ ঘোষণা দিয়েছেন তিনি।
প্রস্তাবিত এই বাজেটে ইন্টারনেট সেবার ওপর উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এছাড়া মোবাইল অপারেটরদের টার্নওভার কর ২ শতাংশ থেকে কমিয়ে ১.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। নতুন অর্থবছরে নেওয়া এসব সিদ্ধান্তের কারণে ডিজিটাল সংযোগ বিস্তার, বিনিয়োগ বৃদ্ধি এবং গ্রাহকদের জন্য সেবা আরও সাশ্রয়ী করতে সহায়ক হবে বলে মনে করছে সরকার।
অর্থ উপদেষ্টা বলেন, এখন থেকে ইন্টারনেট সেবা থেকে উৎসে কর কর্তনের হার ১০ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ হবে। অর্থাৎ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে অর্ধেক কম কর দিতে হবে। এর ফলে তাদের ওপর আর্থিক চাপ কমবে, যা সরাসরি গ্রাহকদের জন্য ইন্টারনেট খরচ কমানোর সুযোগ তৈরি করতে পারে। ইন্টারনেট আরও সাশ্রয়ী হয়ে উঠলে সবার জন্য এর ব্যবহার সহজ হবে।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মোবাইল অপারেটরদের টার্নওভার করের পরিমাণ ২ শতাংশ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হচ্ছে। মোবাইল কোম্পানিগুলো এখন থেকে তাদের মোট আয়ের ওপর কম কর দেবে। এতে তাদের আর্থিক সক্ষমতা বাড়বে এবং তারা সেবার মান উন্নয়ন ও নতুন নতুন প্রযুক্তিতে আরও বেশি বিনিয়োগ করতে পারবে। এই পদক্ষেপ মোবাইল গ্রাহকদের উন্নত সেবা এবং আরও সাশ্রয়ী কলরেট ও ডেটা প্যাকেজ পাওয়ার পথ খুলে দেবে বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান রোববার (১৫ জুন) জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত ২৫ (পঁচিশ) দিন ব্যাপী ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচ ০৫/২০২৫) শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন।প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের ৫০ জন সিনিয়র অফিসার অংশগ্রহণ করেন।উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ডিজিএম-স্টাফ কলেজ ইনচার্জসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও সহজে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে গত মঙ্গলবার মোবাইল অ্যাপ ‘শাহ্জালালটাচপে’ চালু করল। ব্যাংকের গ্রাহকরা এখন থেকে আইওএস ও অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মে অ্যাপসটি ডাউনলোড করে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করতে পারবেন।আগামী ৪ আগস্ট ২০২৫ তারিখ থেকে সব গ্রাহক এই অ্যাপসটি গুগল প্লে স্টোর/অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এবং ব্যাংকের কোনো শাখায় না গিয়ে ঘরে বসে বিশ্বের যেকোন জায়গা থেকে তার সব ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ কে আজাদ প্রধান অতিথি থেকে মোবাইল অ্যাপ শাহ্জালালটাচপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ সভাপতিত্ব করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে, ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ফকির আখতারুজ্জামান, মো. মশিউর রহমান চমক, জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো. রিয়াজুল করিম উপস্থিত ছিলেন।এ ছাড়া অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম, ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, সিএফও মো. জাফর ছাদেক, এফসিএ এবং আইটি বিভাগের প্রধান ও সিটিও খন্দকার বেদৌরা মাহবুব উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সকলের অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক বগুড়া, টাঙ্গাইল, গাজীপুর, রাজবাড়ী, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা ও ফেনীতে ১১ টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।সাউথইস্ট ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), আবিদুর রহমান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত থেকে একযোগে ১১ টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং ১১ টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীগণও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং “স্বাগতম” থেকে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি ‘তিজারাহ’ ইসলামিক ব্যাংকিং এর সকল আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা সমূহও প্রদান করা হবে। এছাড়াও গ্রাহকগন সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা “স্বাগতম” এর মাধ্যমে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বি. ই. এফ. টি. এন, আর. টি. জি. এস এর মাধ্যমে যে কোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর, বৈদেশিক রেমিটেন্স সেবা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং, বি ও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধা, ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণে জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল, সরকারী ভাতা, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়াও গ্রাহকগণ এজেন্ট আউটলেটে স্থাপিত রিসাইক্লার এটিএম এর মাধ্যমে ২৪ ঘন্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।ভোরের আকাশ/এসএইচ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির খুলনা ও যশোর জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ব্যাংকের খুলনা জোনাল অফিসের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) ব্যাংকটি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ সাঈদ উল্লাহ।যশোর জোনপ্রধান মো. শফিউল আজমের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে ধন্যবাদ জানান খুলনা জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী। সম্মেলনে খুলনা ও যশোর জোনের অধীনস্থ শাখাসমূহের প্রধান, নির্বাহী এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্স পর্যালোচনার পাশাপাশি আগামী ছয় মাসের ব্যবসায়িক কৌশল ও লক্ষ্যমাত্রা নির্ধারণ বিষয়ে আলোচনা হয়। বক্তারা সময়োপযোগী সেবা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং গ্রাহক সন্তুষ্টি বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।ভোরের আকাশ/এসএইচ