স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ০১:৪৪ এএম
সাকিব-তামিমের প্রশংসা করে হামজা চৌধুরীর আবেগঘন বার্তা
বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের অংশগ্রহণে নতুন এক জোয়ার বইছে। সেই স্রোতের কেন্দ্রবিন্দুতে আছেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। লাল-সবুজের জার্সিতে খেলার পর থেকে দেশজুড়ে তার প্রতি ভক্তদের ভালোবাসা এবং আগ্রহ অনেক গুণ বেড়েছে। সেই উন্মাদনার মাঝেই দেশের দুই ক্রিকেট আইকন সাকিব আল হাসান ও তামিম ইকবালের প্রশংসা করেছেন এই তারকা ফুটবলার।
লেস্টার সিটির অফিসিয়াল মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা বলেন, “সাকিব একজন সত্যিকারের আইকন। তামিম ইকবালের সঙ্গে মিলে তিনি বহু বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তামিম একজন মেগাস্টার।”
তবে এখনই তাদের সঙ্গে নিজের তুলনায় যেতে নারাজ ২৭ বছর বয়সী এই ফুটবলার।
সাক্ষাৎকারে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরেন হামজা। বলেন, “প্রথমবার বাংলাদেশে গেলে আমি আমার গ্রামে ফিরে যাই। সেটা একেবারেই গ্রামীণ পরিবেশ। আমার শৈশবের বড় একটি অংশ কেটেছে সেখানে। যেভাবে মানুষ আমাকে স্বাগত জানিয়েছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
তিনি আরও যোগ করেন, “সেই সফর এখনো আমার সতীর্থদের আলোচনার বিষয়। তারা বলে, এমন ভালোবাসা কল্পনাতীত। এটা কখনোই স্বাভাবিক মনে হয় না।”
হামজা মনে করেন, বাংলাদেশের মানুষের ভালোবাসার তুলনা হয় না। বলেন, “ফুটবলার হিসেবে যুক্তরাজ্যে আমরা অনেক মনোযোগ পাই ঠিকই, তবে বাংলাদেশে যেটা পেয়েছি, তার সঙ্গে কোনো দেশের তুলনা চলে না। অনেকে বলবে এটা বাড়াবাড়ি বা ভীতিকর, কিন্তু আমার কাছে এটা হৃদয় ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা।”
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। অভিষেক ম্যাচেই তার করা গোলে ভারত ম্যাচ ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। এরপর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে পরাজিত হয় বাংলাদেশ। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন এই মিডফিল্ডার, প্রস্তুত হচ্ছেন লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরুর জন্য।
ভোরের আকাশ//হ.র