কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?
বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রায়ই তার স্পষ্টভাষী মন্তব্য এবং সমসাময়িকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে থাকেন। তবে এবার প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুর খানের মতো জনপ্রিয় অভিনেত্রীদের ছাড়িয়ে কঙ্গনাকে "সেরা অভিনেত্রী" হিসেবে আখ্যা দিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণ।
সম্প্রতি তার নতুন সিনেমা ‘হরি হারা বীরা মল্লু’–এর প্রচারে অংশ নিতে গিয়ে এক সাক্ষাৎকারে পবন কল্যাণ কঙ্গনার প্রশংসায় ভাসান। তিনি বলেন, “কঙ্গনা একজন শক্তিশালী ও পরিপক্ব অভিনেত্রী। প্রিয়াঙ্কা ও কারিনার চেয়েও তিনি এগিয়ে।”
এই মন্তব্যের পর কঙ্গনা রানাওয়াত চুপ থাকেননি। তিনি তাৎক্ষণিকভাবে পবন কল্যাণের ওই বক্তব্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এবং হাতজোড় ও ভালোবাসার ইমোজি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকারে পবন কল্যাণ আরও জানান, তিনি ভবিষ্যতে কঙ্গনা বা কৃতি স্যাননের সঙ্গে কাজ করতে আগ্রহী।
প্রিয়াঙ্কা ও কঙ্গনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি নির্দ্বিধায় কঙ্গনার পক্ষেই রায় দেন।
তবে কঙ্গনা বনাম কারিনা— এমন প্রশ্নে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন পবন কল্যাণ। তবে শেষ পর্যন্ত তিনি বলেন, “‘ইমার্জেন্সি’ ছবিতে কঙ্গনাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখে আমি মুগ্ধ। এমন শক্তিশালী পারফরম্যান্স দেখার পর একজন পরিণত অভিনেত্রীকেই প্রাধান্য দেওয়া উচিত।”
‘ইমার্জেন্সি’ ছবির মাধ্যমে কঙ্গনা শুধু অভিনয়ই করেননি, বরং পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে, আর তারই মধ্যে এমন প্রশংসা কঙ্গনার অভিনয় দক্ষতার স্বীকৃতিকে আরও পোক্ত করল।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের মুক্তিকে সামনে রেখে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সরব ছিলেন পরিচালক ও অভিনয়শিল্পীরা।সুমন মুখার্জি পরিচালিত এই ছবিতে ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।আলোচনায় অংশগ্রহণ করেন ছবির পরিচালক সুমন মুখার্জি, অভিনেত্রী জয়া আহসান ছাড়াও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুমিত চক্রবর্তী এবং বাংলা বিভাগের অধ্যাপক সন্দীপকুমার মণ্ডল।ছবির নির্মাতা সুমন মুখার্জি বলেন, “উপন্যাসে ‘শরীর, শরীর, শরীর—তোমার মন নেই কুসুম’ এই সংলাপটি ঘিরে বহু আলোচনা হয়েছে। এটি শশীর কথা, না মানিকের নিজস্ব ভাবনা—সেটা উপন্যাসে পরিষ্কার না হলেও, আমাদের চিত্রনাট্যে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।”সভায় কুসুমের চরিত্রে নিজের উপলব্ধি প্রকাশ করতে গিয়ে জয়া আহসান বলেন, “বরাবর নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে উপস্থাপন করা হয়। অথচ কুসুম নিজেও একজন স্বকীয় ব্যক্তিত্ব যার নিজস্ব চাহিদা ও অনুভূতি রয়েছে, যা সে লুকায় না। কুসুম আসলে একটি খোলা বইয়ের মতো।”তিনি আরও বলেন, “কুসুমের মন, শরীর ও আত্মা একসঙ্গে কাজ করে। এখানেই সে শশীর চেয়ে আলাদা। কুসুম এমন একজন নারী, যে শশীর মতো পুরুষ চরিত্রকেও চ্যালেঞ্জ করতে পারে।”জয়ার ভাষায়, “আমাদের সমাজে নারীদের একটি 'লক্ষ্মণরেখা' দিয়ে ঘিরে রাখা হয়, কিন্তু কুসুম সেই রেখার বাইরের মানুষ। তার মধ্যে কোনো জড়তা নেই। সে সতেজ, স্বাধীনচেতা। এ কারণেই কুসুম এত আধুনিক। এমনকি আমি নিজেও তার মতো হতে পারব না।”গ্রামবাংলার বাউলদের উদাহরণ টেনে অভিনেত্রী বলেন,“বাউলরা যেমন দেহ, মন ও আত্মাকে একাকার করে দেখে, তেমনি কুসুমও নিজের অস্তিত্বকে একত্রে ধারণ করে। সে যা ভাঙে, তা-ই হয় নতুন করে গড়ার সূচনা।”চলচ্চিত্রটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, যেখানে দর্শকরা দেখতে পাবেন সাহসী, স্বাধীনচেতা এক নারীর ভিন্ন মাত্রার উপস্থাপনা।ভোরের আকাশ//হ.র
বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত প্রায়ই তার স্পষ্টভাষী মন্তব্য এবং সমসাময়িকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে থাকেন। তবে এবার প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুর খানের মতো জনপ্রিয় অভিনেত্রীদের ছাড়িয়ে কঙ্গনাকে "সেরা অভিনেত্রী" হিসেবে আখ্যা দিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণ।সম্প্রতি তার নতুন সিনেমা ‘হরি হারা বীরা মল্লু’–এর প্রচারে অংশ নিতে গিয়ে এক সাক্ষাৎকারে পবন কল্যাণ কঙ্গনার প্রশংসায় ভাসান। তিনি বলেন, “কঙ্গনা একজন শক্তিশালী ও পরিপক্ব অভিনেত্রী। প্রিয়াঙ্কা ও কারিনার চেয়েও তিনি এগিয়ে।”এই মন্তব্যের পর কঙ্গনা রানাওয়াত চুপ থাকেননি। তিনি তাৎক্ষণিকভাবে পবন কল্যাণের ওই বক্তব্য নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন এবং হাতজোড় ও ভালোবাসার ইমোজি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাক্ষাৎকারে পবন কল্যাণ আরও জানান, তিনি ভবিষ্যতে কঙ্গনা বা কৃতি স্যাননের সঙ্গে কাজ করতে আগ্রহী।প্রিয়াঙ্কা ও কঙ্গনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি নির্দ্বিধায় কঙ্গনার পক্ষেই রায় দেন।তবে কঙ্গনা বনাম কারিনা— এমন প্রশ্নে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন পবন কল্যাণ। তবে শেষ পর্যন্ত তিনি বলেন, “‘ইমার্জেন্সি’ ছবিতে কঙ্গনাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখে আমি মুগ্ধ। এমন শক্তিশালী পারফরম্যান্স দেখার পর একজন পরিণত অভিনেত্রীকেই প্রাধান্য দেওয়া উচিত।”‘ইমার্জেন্সি’ ছবির মাধ্যমে কঙ্গনা শুধু অভিনয়ই করেননি, বরং পরিচালনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে, আর তারই মধ্যে এমন প্রশংসা কঙ্গনার অভিনয় দক্ষতার স্বীকৃতিকে আরও পোক্ত করল।ভোরের আকাশ//হ.র
অবশেষে সকল প্রতীক্ষার পালা শেষ করে সিনেমাটির ট্রেলারের দিনক্ষণ ঘোষণা করল প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স। ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট। ট্রেলার প্রকাশ পাবে ২ আগস্ট।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেলারের ঘোষণা দেওয়ার পাশাপাশি প্রকাশিত হয়েছে একটি নতুন তারকাবহুল পোস্টার। সেখানে একসঙ্গে দেখা যাচ্ছে রজনীকান্ত, আমির খান, নাগার্জুনা আক্কিনেনি, উপেন্দ্র রাও এবং অন্যান্য তারকাদের।সান পিকচার্স তাদের এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছে, ‘অপেক্ষা শেষ হচ্ছে। ট্রেলার আসবে ২ আগস্ট। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পাবে ১৪ আগস্ট।’ছবির ট্রেলার প্রকাশ উপলক্ষে একটি বিশেষ আয়োজন রাখা হয়েছে ২ আগস্ট। চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে সেটি অনুষ্ঠিত হবে। সেখানে ছবির প্রধান অভিনেতা রজনীকান্ত নিজে উপস্থিত থাকবেন এবং বক্তব্যও রাখবেন।লোকেশ কানাগরাজ পরিচালিত ‘কুলি’ মূলত একজন বয়োজ্যেষ্ঠ সোনার চোরাকারবারিকে ঘিরে নির্মিত। তিনি নিজের পুরনো গ্যাংকে আবার একত্র করে চ্যালেঞ্জ জানাচ্ছেন এক বৃহৎ সোনা চোরাচালান সাম্রাজ্যকে। তারকাবহুল সিনেমাটিতে থালাইভার সঙ্গে আরও দেখা যাবে নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র রাও, শ্রুতি হাসান, সাবিন শাহির, সত্যরাজসহ আরও অনেককেই।এছাড়া ছবিতে একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সুন্দরী অভিনেত্রী পূজা হেগড়েকে।ভোরের আকাশ/জাআ
দীর্ঘ ৯ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে তাদের বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। ব্যক্তিগত জীবনের সম্পর্কের টানাপোড়েন এবং দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তারা।দেব-শুভশ্রী জুটি একসময় বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি হিসেবে পরিচিত ছিল। পর্দায় রসায়নের পাশাপাশি বাস্তব জীবনেও তাদের প্রেম ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। তবে সম্পর্কে ভাঙনের পর একসঙ্গে আর দেখা যায়নি এই জুটিকে। ‘ধূমকেতু’র কাজ অনেক আগেই শুরু হলেও নানা কারণে ছবির মুক্তি পিছিয়ে যায়।সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন,"এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব অনস্ক্রিন জুটি হিসেবে।"তার এই মন্তব্যে ভক্তদের মাঝে ব্যাপক সাড়া পড়ে গেছে, তৈরি হয়েছে পুরোনো দিনের নস্টালজিয়া।আবেগঘন কণ্ঠে দেব আরও বলেন,"একটা প্রজন্ম আমাদের সঙ্গে বড় হয়েছে। আজ তারা হয়তো বিদেশে চাকরি করছে। লন্ডনে শ্যুটিংয়ের সময় অনেক বাঙালি বলেছেন, ‘ধূমকেতু’ লন্ডনে দেখাতে হবে। তারা বিভিন্ন জায়গা থেকে এসে দেব-শুভশ্রীর সিনেমা দেখতেন।"দর্শকদের মাঝে এখন বাড়ছে প্রত্যাশা—‘ধূমকেতু’ কি পারবে সেই পুরোনো জাদু ফিরিয়ে আনতে? ৯ বছরের দীর্ঘ বিরতির পর পর্দায় দেব-শুভশ্রী জুটিকে আবারও দেখতে পাওয়ার উচ্ছ্বাসে মুখর ভক্তরা। সিনেমাটি ঘিরে টলিউডেও চলছে ব্যাপক আলোচনা।ভোরের আকাশ//হ.র