স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন রেকর্ড

স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন রেকর্ড

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ ঘন্টা আগে

আপডেট : ২৩ ঘন্টা আগে

স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন রেকর্ড

স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন রেকর্ড

বিশ্ববাজারে স্বর্ণের দাম আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম উঠেছে ৩,১৪৮ ডলার। যা এ যাবতকালের সর্বোচ্চ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণার আগে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের দাম বেড়েছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক আরোপ করবেন; অর্থাৎ প্রতিটি দেশের জন্য পৃথকভাবে শুল্ক আরোপের ঘোষণা দেবেন।

এদিকে, মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকস সম্প্রতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মন্দার আশঙ্কা ৩৫ শতাংশে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছে, যা আগে ছিল ২০ শতাংশ। তারা আরও জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমাতে পারে, যা স্বর্ণের চাহিদাকে আরও বৃদ্ধি করবে।

গোল্ডম্যান স্যাকস স্বর্ণের দাম নিয়ে তার পূর্বাভাস আবার সংশোধন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৫ সালের শেষ নাগাদ স্বর্ণের গড় দাম আউন্সপ্রতি ৩ হাজার ৩০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে, যা আগের পূর্বাভাসের চেয়ে বেশি। পূর্বাভাস অনুযায়ী, স্বর্ণের দাম ৩ হাজার ২৫০ থেকে ৩ হাজার ৫২০ ডলার পর্যন্ত হতে পারে।

এছাড়া, এশিয়ার কেন্দ্রীয় ব্যাংকগুলো আগামী তিন থেকে ছয় বছর পর্যন্ত প্রতি মাসে ৭০ টন স্বর্ণ আমদানি করবে, যা আগের পূর্বাভাসের চেয়ে বেশি। এসব ব্যাংক তাদের স্বর্ণ রিজার্ভের লক্ষ্যমাত্রা অর্জন করতে এই ক্রয় অব্যাহত রাখবে।

ভূরাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে স্বর্ণের দাম বাড়তে থাকায় আপৎকালীন বিনিয়োগকারীদের জন্য এটি একটি নিরাপদ পণ্য হিসেবে পরিণত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে, স্বর্ণের দাম আরও ঊর্ধ্বমুখী হতে পারে এবং এর বাজার ভবিষ্যতে আরও উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন রেকর্ড

স্বর্ণের দামে বিশ্ববাজারে নতুন রেকর্ড

বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড

বিশ্ববাজারে স্বর্ণের দামে রেকর্ড

যেসব এলাকায় ব্যাংক খোলা আজ

যেসব এলাকায় ব্যাংক খোলা আজ

ঈদের আগে স্বর্ণের দামে নতুন রেকর্ড

ঈদের আগে স্বর্ণের দামে নতুন রেকর্ড

মন্তব্য করুন