সংগৃহীত ছবি
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ২০২৫ সালের ইবতেদায়ি (৫ম শ্রেণি) ও দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষার বিষয় ও মানবণ্টন প্রকাশ করেছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত নীতিমালার আলোকে এ মানবণ্টন চূড়ান্ত করা হয়েছে।
সম্প্রতি প্রকাশিত বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে বোর্ড অনুমোদিত প্রশ্নকাঠামো অনুসারে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আর এতে ইবতেদায়ি (৫ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় চারটি বিষয় থাকবে- কুরআন মাজিদ ও তাজভিদ (পূর্ণমান ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০= ১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০= ১০০), এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০= ১০০)। সর্বমোট পূর্ণমান ৪০০।
অন্যদিকে, দাখিল (৮ম শ্রেণি) বৃত্তি পরীক্ষায় থাকবে কুরআন মাজিদ ও তাজভিদ এবং আকাইদ ও ফিকহ (৫০+৫০= ১০০), আরবি ১ম ও ২য় পত্র (৫০+৫০= ১০০), বাংলা ও ইংরেজি (৫০+৫০= ১০০) এবং গণিত ও বিজ্ঞান (৬০+৪০= ১০০)। মোট পূর্ণমান ৪০০।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর আগে প্রকাশিত প্রশ্নকাঠামো, মানবণ্টন ও নমুনা প্রশ্ন সংক্রান্ত বোর্ডের ১ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বরের দুটি নির্দেশনা বাতিল করা হয়েছে।
ভোরের আকাশ/তা.কা
সংশ্লিষ্ট
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, এখন থেকে শিক্ষার্থীদের নিয়মিত পড়ালেখা করতে হবে, না হলে পরীক্ষায় পাস করা যাবে না।সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এ এইচএসসি পরীক্ষা ২০২৫-এর ফলাফল বিশ্লেষণ ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।শিক্ষা উপদেষ্টা বলেন, শোনা যাচ্ছে এইচএসসি পরীক্ষার পর লাইব্রেরিতে স্টেশনারি ও শিক্ষা উপকরণের বিক্রি বেড়েছে। যদিও এর কোনো প্রামাণ্য তথ্য নেই তবে বিষয়টি বাস্তবসম্মত।তিনি বলেন, গত এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল আমাদের শিক্ষাঙ্গনে ব্যাপক নাড়া দিয়েছে কারণ, এখন আর আগের মতো শুধু পরীক্ষায় অংশ নিলেই পাস করা যাবে না। পড়াশোনা করতে হবে।উপদেষ্টা আরও জানান, এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনই আমরা বলেছিলাম, ফলাফল মূল্যায়ন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে একটি সভা করব। সেই সভাটি সবাইকে নিয়ে আয়োজন করা হলো, সভা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদও জানান।সভায় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভিন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবেদ চৌধুরী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. মনজুর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইয়ার বিভাগের অধ্যাপক শাহ শামীম আহমেদ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত নয় জন এডিসি (শিক্ষা), নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং এইচএসসি পরীক্ষায় ভালো ও খারাপ ফলাফল করা ১৮টি করে স্কুলের শিক্ষকবৃন্দ। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।সভায় অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকায় ভালো ফলাফল করা সম্ভব হয়নি।অন্যদিকে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ভালো ফল করেছে তাদের শিক্ষকরা জানান, নিয়মিত ক্লাস, উপস্থিতি এবং পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখায় শিক্ষার্থীরা ভালো ফল করেছে।অনেক শিক্ষক বলেন, গত কয়েক বছর ধরে শিক্ষার্থীদের মধ্যে একটি ধারনা ছিল-পরীক্ষায় অংশ নিলেই পাস করা যাবে। এই মনোভাব নিয়ে এবছরও অনেকে পরীক্ষা দিয়েছে, যার ফলে তাদের একটি বড় অংশ খারাপ ফল করেছে।ভোরের আকাশ/তা.কা
রাজধানীর ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে কয়েকমাস আগে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার ঘোষণা দেয় সরকার। আর প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণার ৮ মাস পার হলেও এখনো পূর্ণাঙ্গ আইন ও অধ্যাদেশ জারি করা হয়নি। নতুন শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম পরিচালনা, পুরাতন শিক্ষার্থীদের একাডেমিক ভবিষ্যৎ এবং প্রশাসনিক কাঠামো নিয়ে তৈরি হয়েছে সংকট। ফলে দিন দিন প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়ভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘হতাশা’ বাড়ছে।এদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে কিছুদিন আগে। এখন স্নাতক পর্যায়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন নতুন শিক্ষার্থীরা, আর এখন নতুন শিক্ষাবর্ষও শুরু হচ্ছে এবং দেশের সরকারি বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর প্রস্ততিও চলছে। তবে, রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এখনো গত শিক্ষাবর্ষের ক্লাসই শুরু করতে পারেননি। অর্থাৎ, অন্য বিশ্ববিদ্যালয়গুলো যখন ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তখন সাত কলেজে এখনো ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হয়নি। এ অবস্থায় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ আর হতাশা বিরাজ করছে। সাত কলেজের বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হওয়া প্রায় ১১ হাজার শিক্ষার্থী ক্লাস শুরুর আশায় দিন গুনছেন বলে অনুসন্ধানে জানা গেছে।এদিকে, শিক্ষাবিদদের অভিমত, ‘শিক্ষা’-বিশেষ করে ‘উচ্চ শিক্ষা’ কোনো ‘পরীক্ষাগার’ নয়। সাত কলেজকে পরীক্ষামূলক ‘বিশ্ববিদ্যালয়ের মডেল’ বানানো দেশের উচ্চশিক্ষার জন্য এক ‘ভয়াবহ দৃষ্টান্ত’ হতে পারে। এছাড়া সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করায়, এসব কলেজের নিজস্ব স্বতন্ত্রতা, ঐতিহ্য ও শিক্ষার ধারা নষ্ট হওয়ারও আশঙ্কা করছেন তারা। অন্যদিকে, ইডেন ও বদরুন্নেসা কলেজের মতো নারী শিক্ষার জন্য ঐতিহ্যবাহী কলেজে শিক্ষা সংকুচিত হওয়া এবং জাতীয়ভাবে পশ্চাদপদতা সৃষ্টিরও আশংকা করছেন তারা।এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক অধ্যাপক ভোরের আকাশ’কে বলেন, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের খসড়ায় আমরা শিক্ষকেরা কোনোভাবেই নিজেদের ভবিষ্যৎ বা শিক্ষার্থীদের কল্যাণ দেখতে পাচ্ছি না। সাতটি ঐতিহ্যবাহী কলেজকে একই ছাতার নিচে এনে বিশ্ববিদ্যালয় বানানোর পরিবর্তে রাজধানীতে নতুন কোনো প্রয়োজনে একাধিক সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা বেশি যৌক্তিক ছিল।তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছি না, কিন্তু সেটি নতুন স্থানে এবং নতুন অবকাঠোমো নিয়ে প্রতিষ্ঠা করা উচিত। এছাড়া বিদ্যমান ঐতিহ্যবাহী কলেজের স্থাবর সম্পত্তি, লোগো ও নাম বিশ্ববিদ্যালয়ের নামে হস্তান্তর করা হলে তা আইনি ও নৈতিক দিক থেকেও অগ্রহণযোগ্য হবে বলে উল্লেখ করেন তিনি।স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ও নেই স্বস্তিপ্রচলিত শিক্ষার মানোন্নয়নে ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাত থেকে নিয়ে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজকে এ অধিভুক্তির আওতায় আনা হয়। অধিভুক্তির পর থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ভর্তি, পরীক্ষা, ফলাফল প্রকাশ ও সার্টিফিকেট প্রদানসহ শিক্ষা সম্পর্কিত সব কার্যক্রম পরিচালনা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়।জানা গেছে, অধিভুক্তির শুরু থেকেই এসব কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার মুখে পড়েন। সেশনজট, দেরিতে ফলাফল প্রকাশ, ভুল ফলাফল, গণহারে ফেলসহ নানা অভিযোগ নিয়ে কলেজগুলোতে বারবার আন্দোলন হয়। এ অবস্থায় ২০২৪ সালের সেপ্টেম্বরে শিক্ষার্থীরা ঢাকা ‘বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি’ বাতিল করে ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন শুরু করেন। সমসময় তারা সড়ক অবরোধ, মিছিল ও বিভিন্ন কর্মসূচি পালন করেন। দীর্ঘ আন্দোলনের পর ২০২৪-এর ডিসেম্বরে সরকারের পক্ষ থেকে সাত কলেজকে আলাদা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই এবং রূপরেখা প্রণয়নের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। তিন মাসেরও বেশি সময় ধরে কমিটি ক্যাম্পাস পরিদর্শন, শিক্ষক-শিক্ষার্থী বৈঠক এবং সম্ভাব্য ব্যবস্থার বিষয়ে পর্যালোচনা করেন। এ বছরের ১৮ ফেব্রুয়ারি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব আহ্বান করে ইউজিসি। এরপর ১৬ মার্চ সাত কলেজের সমন্বয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ হিসেবে বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করা হয় । এরপর ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয় প্রস্তাবিত এ সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরুর অনুমোদন দেয়। ২৪ জুলাই ভর্তি সংক্রান্ত কমিটি ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২২ ও ২৩ আগস্ট। তিন ইউনিটে মোট ১১ হাজার ১৫০ আসনের বিপরীতে ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেন। ২৬ আগস্ট ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। বলা হয়, ১৫ সেপ্টেম্বর থেকে বিষয় ও কলেজ পছন্দ কার্যক্রম শুরু হবে। আর ভর্তি শেষ হবে ৩০ অক্টোবর। তবে ক্লাস শুরুর সঠিক সময় এখনও জানানো হয়নি।সেশনজট ঠেকাতে দ্রুত পদক্ষেপ চান শিক্ষার্থীরাএদিকে, বিশ্ববিদ্যালয় হিসেবে শুরুর প্রথম ব্যাচ থেকে শুরু হতে যাওয়া সম্ভাব্য সেশনজট নিয়ে উদ্বেগ জানিয়েছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, আমরা ভর্তি পরীক্ষা দিয়েছি, উত্তীর্ণ হয়েছি, কিন্তু এখনো ক্লাস শুরু হয়নি- যা হতাশাজনক। আবার নতুন বিশ্ববিদ্যালয়ের আইন ও অধ্যাদেশ এখনও সম্পন্ন হয়নি। ফলে, একাডেমিক ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তাও তৈরি হয়েছে তাদের মধ্যে।মুহসিন ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, আর কোনো বিকল্প নেই। অন্য বিশ্ববিদ্যালয়ে যুক্ত হওয়ার সুযোগও এখন আর নেই, আমরা সবাই এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর অপেক্ষায় রয়েছি। আমরা চাই দ্রুত কার্যকর আইন, স্পষ্ট সিলেবাস ও একাডেমিক কাঠামো প্রণয়ন করা হোক। যাতে আমাদের পড়াশোনায় ক্ষতি না হয়।হাবিব আশরাফ নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা এ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর জন্য অপেক্ষা করছি। আর তা না হলে দ্বিতীয়বারের মতো আমাদেও আবার ভর্তির প্রস্তুতি নিতে হবে।তবে অনেকের সে সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, কোনো বিকল্প না থাকায় অধিকাংশ শিক্ষার্থীর দাবি দ্রুত প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর উদ্যোগ নিতে হবে।অধ্যাদেশের খসড়া নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ‘পরস্পরবিরোধী’ অবস্থানএদিকে, গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে। তবে, খসড়া নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র মতভেদ দেখা দিয়েছে। এক পক্ষ দ্রুত নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার পক্ষে হলেও অন্য পক্ষ পুরোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কাঠামো বজায় রাখার দাবি জানাচ্ছেন।আর অধ্যাদেশে বলা হয়েছে, ২০২৩-২৪ ও ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরাই ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র সনদ পাবেন, এর আগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে চলমান সেশনগুলোর শিক্ষার্থীরা অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, খসড়াটি বৈষম্যমূলক ও বাস্তবতাবিবর্জিত। সব বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, ঢাকার সাত কলেজের স্বাতন্ত্র্য নষ্ট হচ্ছে- এমন অভিযোগে বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পাল্টা অবস্থান নিয়েছেন।তারা বলেছেন, প্রস্তাবিত কাঠামোয় কলেজগুলোর স্বতন্ত্র বৈশিষ্ট্য, ঐতিহ্য ও নারী শিক্ষার পরিসর সংকুচিত হবে। তাদের দাবি, নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে তা অবশ্যই পূর্বাচল বা ঢাকার বাইরে নতুন কোনো ক্যাম্পাসে পৃথক স্থানে করতে হবে। এছাড়া পুরোনো কলেজগুলোর সম্পত্তি ও লোগো নিজ নিজ প্রতিষ্ঠানের নামে অক্ষুন্ন রাখতে হবে। বিশেষ করে ইডেন ও বদরুন্নেসা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছেন, এই পরিবর্তনে নারী শিক্ষা মারাত্বক ক্ষতি হতে পারে। তবে, আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, শিক্ষকদের আপত্তি ‘ষড়যন্ত্রমূলক’ এবং তারা দ্রুত অধ্যাদেশ জারি না হলে রাজপথে নেমে কঠোর আন্দোলনেরও হুমকি দিয়েছেন। অন্যদিকে, আবার বিশ্ববিদ্যালয় কাঠামোর বিপক্ষে অবস্থান নিয়ে সম্প্রতি ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরাও পাল্টা কর্মসূচি পালন করেছেন।ঢাকা কলেজের শিক্ষার্থী আবিদুর রহমান বলেন, আমরা চাই দ্রুত অধ্যাদেশ জারি হোক। বছরের পর বছর ঢাবি’র অধীনে থেকে শুধু সেশনজট, প্রশাসনিক জটিলতা আর ভোগান্তিই আমরা দেখেছি। এখন সরকার আমাদের নিজস্ব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে, আর কিছু সংখ্যক শিক্ষক এখন তার বিরোধিতা করছেন।বিষয়টিকে এক ধরনের ‘ষড়যন্ত্র’ উল্লেখ করে তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের কথা তারা ভাবছেন না। শিক্ষা মন্ত্রণালয় দ্রুত এ বিষয়ে অধ্যাদেশ জারি না করলে আমরা রাজধানীতে কঠোর আন্দোলন শুরু করব।বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী তাসমিমা আহমেদ বলেন, আমাদের কলেজের জায়গা, ক্লাসরুম আর সময় ভাগ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ চালু করা হবে বলে শুনেছি। এতে নারী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে। বিকেলের দিকে যদি বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলে, তাহলে আমাদের নিরাপত্তা, ক্লাসের সময় ও পড়াশোনার পরিবেশ নষ্ট হবে। আমাদের কলেজ বহু বছর ধরে নারী শিক্ষার একটি প্রতীক। এটি সংকুচিত করে নতুন বিশ্ববিদ্যালয় চালু করলে মেয়েদের জন্য শিক্ষা আরও কঠিন হয়ে উঠবে।ক্লাস শুরুর সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে মন্ত্রণালয়ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানিয়েছেন, সাত কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।তিনি বলেন, সাত কলেজের অধ্যক্ষরা মিলে আমরা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি আরও বলেন, নতুন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তির বিষয়টি তাদের ক্লাস শুরুর ওপর নির্ভর করবে। নভেম্বরের ৩০ তারিখের মধ্যে সব প্রক্রিয়া শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ‘পরস্পরবিরোধী” অবস্থানের বিষয়ে তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। সব শিক্ষার্থী যাতে নিরাপদ ও নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে, সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।ক্লাস শুরু করতে না পারাটা উদ্বেগের -ড. তানজীমউদ্দিন খানএদিকে, সাত কলেজের চলমান সেশনজট ও শিক্ষাবর্ষ শুরু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য ড. তানজীমউদ্দিন খান।তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আমাদের কাছে খুব অপ্রত্যাশিত। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস এখনও শুরু হয়নি। নতুন কাঠামোর অধীনে শিক্ষাবর্ষ পরিচালনার বিষয়ে মন্ত্রণালয় ও অন্তর্বর্তী প্রশাসকের সঙ্গে আলোচনা করা হবে।তিনি আরও বলেন, অন্তর্বর্তী প্রশাসক মূল দায়িত্ব পালন করবেন এবং আমরা সময়ে সময়ে পরামর্শ দেবো।ড. তানজিম আরও বলেন, বর্তমান সেশনজট নিরসনে মন্ত্রণালয় ও প্রশাসনের যৌথ পদক্ষেপ জরুরি।এছাড়া প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নির্বিঘ্নে চালানোর জন্য শিক্ষক ও শিক্ষার্থী উভয় পক্ষের সহযোগিতা ও আন্তরিকতা জরুরি বলে উল্লেখ করেন তিনি। ভোরের আকাশ/এসএইচ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অনুজীব বিজ্ঞান বিভাগের এক নারী শিক্ষার্থীকে শ্লীলতাহানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এই সময় দোষীদের সুষ্ঠু তদন্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান তারা।রোববার (২৬ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে ধূপখোলা মাঠ প্রদক্ষিণ করে এ প্রতিবাদ মিছিল করেন শিক্ষার্থীরা।এ সময় জবি শাখা জাতীয় ছাত্রশক্তির (সাবেক বাগছাস) সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, ৫ আগস্টের পর বিচার হীনতার সংস্কৃতি তৈরি হয়েছে। একজন অপরাধী যখন বিচার না হয় তখন তার আশেপাশের মানুষ ভাবে ওর তো বিচার হয়নি দোষ করলে আমারও বিচার হবে না। এভাবে বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে লাঞ্ছনা করা হয়।পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী ও আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের মেসে বাসা ভাড়া করে থাকতে হয়। এছাড়াও টিউশনি করাতে হয়। কিন্তু সেই টিউশনি এসেও নারী শিক্ষার্থীরা নিরাপদ নয়। তাদের নিপীড়নের শিকার হতে হচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই এই নিপীড়কদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার এবং শাস্তি নিশ্চিত করতে হবে।শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি ইভান তাহসিব বলেন, ‘আমরা ২০ বছর পার করতে চলেছি, কিন্তু এরকম ঘটনার সম্মুখীন হতে হয় নি। কিন্তু ইদানীং শিক্ষার্থীদের সাথে হেনস্তার ঘটনা বেড়েছে। আজ একজন নারী শিক্ষার্থীকে লাঞ্ছনা করা হয়েছে। জুলাই পরবর্তীতে শিক্ষার্থীদেরকে স্থানীয়দের সঙ্গে মুখোমুখি করার পাঁয়তারা চলছে। শিক্ষার্থীদের অনিরাপত্তায় রাখার মধ্যে দিয়ে দমন করার চেষ্টা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে আজকের এই ঘটনা হতে পারে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুততম সময়ের মধ্যে সেই লাঞ্ছনাকারীকে আটক করতে হবে।’শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘যেখানে আমাদের মা বোনদেরকে নিপীড়ন করা হবে, আমরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হবো। এবং সেই কালো হাতকে আমরা ভেঙে দেবো। আজকের সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি নিশ্চিত করে, জবিয়ানদের নিরাপত্তার স্বার্থে আমরা ঐক্যবদ্ধ। আমরা বলতে চাই, সকল নিপীড়করা ভালো হয়ে যাও, নাহলে জেলে পঁচে মরবে।উল্লেখ্য, রোববার সন্ধ্যার ৮টার দিকে টিউশন করাতে গিয়ে গেন্ডারিয়া থানাধীন ডিস্টিলারি রোড ফজলুর রহমান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট এলাকায় জবির এক নারী শিক্ষার্থী শ্লীলতাহানির শিকার হন। এঘটনায় রাত পৌনে ১১টার দিকে গেন্ডারিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়।ভোরের আকাশ/তা.কা
২০২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি আবেদন শুরু আগামী ১৬ নভেম্বর। এবং ১০ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।শনিবার (২৫ অক্টোবর) বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সন্ধ্যায় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, ১৬ নভেম্বর থেকে আমরা আবেদন নেয়া শুরু করব। এটা তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময় চলতে পারে। আবেদনের সময়সীমা নির্ধারণ করে শিগগিরই পত্রিকা ও ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদন শেষে ১০ জানুয়ারি ভর্তি পরীক্ষা নেয়া হবে।তিনি বলেন, এবার দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে না। একটি ধাপেই পরীক্ষা সম্পন্ন হবে। অর্থাৎ কেবল লিখিত পরীক্ষা হবে। পরীক্ষার অন্যান্য বিষয় অপরিবর্তত থাকছে।এবার ফলাফল খারাপ হয়েছে। এক্ষেত্রে আবেদনের জিপিএ নম্বর কমানো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ফলাফল খারাপ হয়নি। এবার প্রকৃত রেজাল্ট হয়েছে। যারা প্রকৃত মেধাবী তারা জিপিএ-৫ পেয়েছেন। আমাদের আবেদন যোগ্যতায় কোন পরিবর্তন আসছে না। জিপিএ-৫ ই লাগবে। পদার্থ-রসায়ন এবং গণিতে পৃথকভাবে জিপিএ-৫ পেতে হবে। যেটি আগেও ছিল।জানা গেছে, বুয়েট প্রশাসন ভর্তি প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন করে। প্রথম ধাপে ভর্তি কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়। পরের ধাপে ভর্তি সংক্রান্ত পুরো প্রক্রিয়া ভর্তি কমিটি এগিয়ে নেবে। এ প্রক্রিয়ায় অংশ হিসেবে মিটিংয়ের মাধ্যমে প্রস্তাবিত তারিখ ঠিক করবেন, যা অ্যাকাডেমিক কাউন্সিলে উপস্থাপন করবেন তারা। কাউন্সিল সে তারিখ অনুমোদন করতে পারে কিংবা নতুন তারিখ নির্ধারণ করতে পারে।ভোরের আকাশ/তা.কা