বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ১১:৩৬ এএম
ক্যারিয়ারে দুর্দিন, ভক্তদের মতামত চাইলেন সালমান খান
সময়টা ভালো যাচ্ছে না বলিউড মেগাস্টার সালমান খানের। ঈদ উপলক্ষে সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমা বড় পর্দায় মুক্তি পায়। দীর্ঘ প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে ভক্তদের ভিতর ছিল আকাশছোয়া প্রত্যাশা।একের পর এক সিনেমা ব্যর্থ হচ্ছে বক্স অফিসে। দর্শকদের মাঝেও ফেলতে পারছে না সাড়া। বক্স অফিসে প্রবল সম্ভাবনা থাকলেও দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
ক্যারিয়ারের এমন অবস্থায় বর্তমান প্রেক্ষাপট ও পরবর্তী সিনেমা নিয়ে যথেষ্ট দোলাচলে বলিউড সুপারস্টার। তাইতো সামনের পথচলাকে মসৃণ করতে দর্শক ও ভক্তদের শরণাপন্ন হলেন এই তারকা। ৫ এপ্রিল মুম্বাইয়ের এক অনুষ্ঠানে একদল ভক্তের সঙ্গে দেখা করেন সালমান। সেখানেই দর্শক-অনুরাগীদের সঙ্গে নিজের সাম্প্রতিক কাজ, ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা করেন তিনি। আর সেই বৈঠকে ‘সিকান্দার’ নিয়ে ভক্তরা খোলামেলা মতামত দিয়েছেন। জানিয়েছেন এই সিনেমা থেকে কী কী মিসিং মনে হয়েছে তাদের।
একটি সূত্র থেকে জানা গেছে, অনুরাগীদের থেকে সালমান সরাসরি জানতে চান, তাকে নিয়ে তাদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা ঠিক কী? সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’কে নিয়ে নিজেদের মতামত দিয়েছেন ভক্তরাও। অনুরাগীদের এই ভালোবাসা ও উদ্বেগ সালমানের মনে গভীর প্রভাব ফেলেছে।
শোনা যাচ্ছে, আগামীতে তিনি দর্শকের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখেই ছবি নির্বাচন করবেন। দর্শক-অনুরাগীদের প্রত্যাশা সকল সমালোচনার যোগ্য জবাব দিয়েই আবার নিজ কক্ষপথে ফিরে আসবেন তাদের প্রিয় তারকা। ভাইজান খ্যাত এই অভিনেতা ভবিষ্যতে কতটুকু সফল হবে সেটাই এখন দেখার বিষয়।
ভোরের আকাশ/বিব
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১ সপ্তাহ আগে
আপডেট : ১ সপ্তাহ আগে
ক্যারিয়ারে দুর্দিন, ভক্তদের মতামত চাইলেন সালমান খান
সময়টা ভালো যাচ্ছে না বলিউড মেগাস্টার সালমান খানের। ঈদ উপলক্ষে সালমান খান অভিনীত ‘সিকান্দার’ সিনেমা বড় পর্দায় মুক্তি পায়। দীর্ঘ প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে ভক্তদের ভিতর ছিল আকাশছোয়া প্রত্যাশা।একের পর এক সিনেমা ব্যর্থ হচ্ছে বক্স অফিসে। দর্শকদের মাঝেও ফেলতে পারছে না সাড়া। বক্স অফিসে প্রবল সম্ভাবনা থাকলেও দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি।
ক্যারিয়ারের এমন অবস্থায় বর্তমান প্রেক্ষাপট ও পরবর্তী সিনেমা নিয়ে যথেষ্ট দোলাচলে বলিউড সুপারস্টার। তাইতো সামনের পথচলাকে মসৃণ করতে দর্শক ও ভক্তদের শরণাপন্ন হলেন এই তারকা। ৫ এপ্রিল মুম্বাইয়ের এক অনুষ্ঠানে একদল ভক্তের সঙ্গে দেখা করেন সালমান। সেখানেই দর্শক-অনুরাগীদের সঙ্গে নিজের সাম্প্রতিক কাজ, ক্যারিয়ার, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু নিয়েই খোলামেলা আলোচনা করেন তিনি। আর সেই বৈঠকে ‘সিকান্দার’ নিয়ে ভক্তরা খোলামেলা মতামত দিয়েছেন। জানিয়েছেন এই সিনেমা থেকে কী কী মিসিং মনে হয়েছে তাদের।
একটি সূত্র থেকে জানা গেছে, অনুরাগীদের থেকে সালমান সরাসরি জানতে চান, তাকে নিয়ে তাদের প্রতিক্রিয়া ও প্রত্যাশা ঠিক কী? সর্বশেষ সিনেমা ‘সিকান্দার’কে নিয়ে নিজেদের মতামত দিয়েছেন ভক্তরাও। অনুরাগীদের এই ভালোবাসা ও উদ্বেগ সালমানের মনে গভীর প্রভাব ফেলেছে।
শোনা যাচ্ছে, আগামীতে তিনি দর্শকের পছন্দ ও চাহিদার কথা মাথায় রেখেই ছবি নির্বাচন করবেন। দর্শক-অনুরাগীদের প্রত্যাশা সকল সমালোচনার যোগ্য জবাব দিয়েই আবার নিজ কক্ষপথে ফিরে আসবেন তাদের প্রিয় তারকা। ভাইজান খ্যাত এই অভিনেতা ভবিষ্যতে কতটুকু সফল হবে সেটাই এখন দেখার বিষয়।
ভোরের আকাশ/বিব