সংগৃহীত ছবি
আমির খানের বাড়িতে ২৫ আইপিএস অফিসার অভিযান চালিয়েছেন। ভারতীয় একাধিক গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। কারণ কী? সে নিয়ে আলোচনার শেষ নেই।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আমির খানের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে পুলিশের একটি ভ্যান ও একটি সরকারি বাস। ভিডিওটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তাতে শুরু হয় জল্পনা কী কারণে এমন তল্লাশি?
জানা গেছে, আমির খানের নামে রেজিস্টার্ড বিলাসবহুল রোলস রয়েস গাড়ি রাস্তায় চলাচল করছে। অথচ বছরখানেক আগেই এই তারকা নাকি গাড়িগুলো বিক্রি করে দিয়েছেন কর্ণাটকের প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী ইউসুফ শরিফের কাছে। আমিরের সঙ্গে যুক্ত হয়েছে বলিউডরে আরেক শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চনেরও নাম। তিনিও নাকি তার রোলস রয়েস গাড়িটি বিক্রি করেছেন।
তবে সমস্যা হলো- ইউসুফ এখনও নিজের নামে গাড়িগুলোর রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি। এমনকি পরিশোধ করেননি রোড ট্যাক্সও।
ফলে আইনি দিক দিয়ে এখনও গাড়িগুলোর মালিক হিসেবে আমির ও অমিতাভ বিবেচিত হচ্ছেন। এ পরিস্থিতিতে গাড়িগুলোর ব্যবহার ও কর ফাঁকির অভিযোগে তদন্তে নেমেছে প্রশাসন। সূত্র বলছে, এ মামলার প্রেক্ষিতেই আমির খানের বাড়িতে হানা দেয় প্রায় ২৫ জন পুলিশ কর্মকর্তা।
ঘটনায় নাম জড়ালেও এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি আমির খান বা অমিতাভ বচ্চন। তবে নেটিজেনদের একাংশের সন্দেহ, হয়তো বড়সড় বিপাকে পড়তে চলেছেন বলিউডের এ দুই মহারথী। এদিকে তদন্তের আওতায় আনা হয়েছে ইউসুফ শরিফকেও। ঘটনা কোন দিকে মোড় নেয়, তা এখন সময়ই বলে দেবে।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
জনপ্রিয় অভিনেতা ও সাংবাদিক হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে।প্রসঙ্গত, কর্মজীবনে হাসান মাসুদ ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৯২ সালে মাত্র ৭ বছরের মাথায় ক্যাপ্টেন পদ থেকে অবসর নেন। এরপর তিনি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০০৮ পর্যন্ত বিবিসির বাংলা বিভাগে কাজ করেছেন।সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে তাঁর পথচলা শুরু হয়। এরপর তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় অভিনয় করেন। সেই সঙ্গে টেলিভিশন নাটকে কাজ শুরু করেন।হাসান মাসুদের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘হাউসফুল’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘এফডিসি’, ‘বউ’, ‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘আমাদের সংসার’, ‘গণি সাহেবের শেষ কিছুদিন’, ‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।ভোরের আকাশ/এসএইচ
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’ আবারও ঢাকার মঞ্চ ও দর্শকদের মাতাতে আসছে। ব্যান্ডটির ভোকালিস্ট গওহর মমতাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় গওহর বলেন, ‘আমি গওহর মমতাজ। শিগগিরই ঢাকা আসছি।’ এরপর বাংলায় যোগ করেন, ‘দেখা হবে।’কনসার্টটি অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এ আয়োজনের টিকিট পার্টনার ‘গেট সেট রক’। তাদের পক্ষ থেকে কালবেলাকে জানানো হয়, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। টিকিটের মূল্য তিন ভাগে নির্ধারণ করা হবে আর্লি বার্ড ১০০০, রেগুলার ২৫০০ এবং ভিআইপি ৩৫০০ টাকা নির্ধারণ করা হতে পারে বলে জানানো হয়। তবে নিরাপত্তার কারণে কনসার্টের ভেন্যু ঢাকা অ্যারিনা।এদিন জাল ব্যান্ডের সঙ্গে মঞ্চে দেখা যাবে বাংলাদেশের ব্যান্ডগুলোও। তবে কারা থাকবে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ আয়োজনের শিরোনাম দেওয়া হয়েছে ‘সাউন্ড অব সোল’। এটি আয়োজনে থাকছে ‘স্টেজ কো’ ও ‘গেট সেট রক’। এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় মঞ্চে উঠতে যাচ্ছে জাল। সর্বশেষ ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ কনসার্টে অংশ নিয়েছিল ব্যান্ডটি। এর আগে ২০১০ সালে প্রথমবারের মতো ঢাকায় পারফর্ম করে তারা।ভোরের আকাশ/তা.কা
ভারতের জনপ্রিয় টেলিভিশন সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি ২’-এ বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটসকে। তিনি সিরিয়ালটিতে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন।২০ সেকেন্ডের প্রোমোতে দেখা যায়, তুলসী চরিত্রে অভিনয় করা স্মৃতি ইরানি বিল গেটসের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। প্রোমোটির শুরুতেই তুলসী বলেন, ‘জয় শ্রী কৃষ্ণ’, আর বিল গেটসও উষ্ণ জবাবে বলেন, ‘নমস্তে তুলসী জি, জয় শ্রী কৃষ্ণ।’তুলসী বলেন, ‘আমেরিকা থেকে আপনি সরাসরি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করছেন, এটা সত্যিই আনন্দের। গেটস জবাব দেন, ‘ধন্যবাদ, তুলসী জি।’এর আগে বিল গেটসকে দেখা গিয়েছিল জনপ্রিয় আমেরিকান সিটকম ‘দ্য বিগ ব্যাং থিওরি’-তে। তবে এবার ‘কিউকি সাস ভি কাভি বহু থি ২’-এ তার উপস্থিতি পুরোপুরি ভার্চুয়াল হবে।প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিল গেটসের এই অংশগ্রহণের মূল উদ্দেশ্য হলো মাতৃত্ব ও নবজাতকের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি। তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম সম্পর্কেও কথা বলবেন।অভিনেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘এটি ভারতীয় বিনোদনের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। নারী ও শিশুদের স্বাস্থ্য নিয়ে আলোচনাকে মূল ধারায় আনতে এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।তিনি আরও যোগ করেন, ‘বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে ভারতীয় টেলিভিশনের গল্পের সঙ্গে যুক্ত করা শুধু যুগান্তকারী পদক্ষেপ নয়, এটি সচেতনতা ও সহমর্মিতা বৃদ্ধির এক নতুন অধ্যায়।একতা কাপুরের বালাজি টেলিফিল্মস প্রযোজিত ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ ২০০০ সালে প্রচার শুরু হয় এবং ২০০৮ সাল পর্যন্ত ভারতের অন্যতম দীর্ঘস্থায়ী সিরিয়াল হিসেবে জনপ্রিয়তা পায়। দীর্ঘ ১৭ বছর পর সিরিয়ালটির সিক্যুয়েল ‘কিউকি সাস ভি কাভি বহু থি ২’ সম্প্রতি ফিরে এসেছে পর্দায়।সিরিয়ালটির সর্বশেষ পর্ব বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে স্টার প্লাসে প্রচারিত হবে এবং জিও হটস্টারেও দেখা যাবে।ভোরের আকাশ/তা.কা
ম্যাড্ডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের নতুন ছবি হলো ‘থামা’। দেওয়ালি উপলক্ষে মুক্তি পেয়েছে ছবিটি। আদিত্য সরপোতদার পরিচালিত ছবিতে ভূত-কমেডির মিশেলের মধ্যে রোমান্স আছে ভরপুর। ‘থামা’ ছবির রোমান্টিক জুটি আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। মুক্তির পর প্রথম চার দিনে ভালো ব্যবসা করেছে সিনেমাটি।ঘোষণার পর থেকেই দর্শকরা এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে প্রত্যাশাও ছিল অনেক বেশি। মুক্তির পর প্রথম চার দিনে ভালো ব্যবসা করেছে সিনেমাটি।ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, চার দিনে ছবিটি ৬৫ কোটি রুপিরও বেশি আয় করেছে। প্রথম দিনে ২৫ কোটি রুপি আয় করে দারুণ শুরু করেছিল এটি। সে তুলনায় চতুর্থ দিনের আয় ৯ দশমিক ৫৫ কোটি রুপি।ম্যাড্ডকের হরর কমেডি ইউনিভার্সের আগে সব ছবি হিট ও সুপারহিট হলেও ‘থামা’র চতুর্থ দিনের আয় শঙ্কার মুখে ফেলেছে। এখন সিনেমাটি ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই দেখার বিষয়।১৪৫ কোটি রুপি বাজেটে সিনেমাটি নির্মাণ করেছেন আদিত্য সরপোতদার। বর্তমানে ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবিতে এটির রেটিং ৬ দশমিক ৫।ভোরের আকাশ/তা.কা