ক্লাব বিশ্বকাপে ফের মেসি ম্যাজিকের অপেক্ষা, রোববারই মাঠে নামছে ইন্টার মায়ামি
ক্লাব ও জাতীয় দলের হয়ে সম্ভাব্য সব শিরোপা জয়ের পর এবার নতুন মঞ্চে নিজের জাদু দেখাতে প্রস্তুত আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে এবার ক্লাব বিশ্বকাপে মাঠে নামছেন এই ফুটবল গ্রেট। এর আগে বার্সেলোনার জার্সিতে তিনবার এই শিরোপা জেতার অভিজ্ঞতা রয়েছে তার। তবে এবার ভিন্ন দলে হলেও টুর্নামেন্টটি নিয়ে আগ্রহে এতটুকু ঘাটতি নেই ৩৭ বছর বয়সী ফরোয়ার্ডের।
ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব বিশ্বকাপ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন মেসি। বলেন, “এটা একটি দারুণ প্রতিযোগিতা। এতে অংশ নেওয়াটা রোমাঞ্চকর। আমি যখন অন্য দলে খেলতাম, তখন আমার প্রত্যাশা ছিল ভিন্ন। তবে আমি উচ্ছ্বসিত এবং বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে খেলার অপেক্ষায় আছি।”
বিশ্বের বিভিন্ন অঞ্চলের শীর্ষ ক্লাবগুলোকে এক মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা—এটি খেলোয়াড় ও দর্শক সবার জন্যই অসাধারণ এক অভিজ্ঞতা বলে মনে করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। মেসির ভাষায়, “তাদের বিপক্ষে খেলাটা দারুণ সুযোগ ও দুর্দান্ত অভিজ্ঞতা। খেলোয়াড়দের জন্য মাঠে আর দর্শকদের জন্য গ্যালারিতে; সবার জন্যই এটা চমৎকার একটা অভিজ্ঞতা।”
বাংলাদেশ সময় রোববার (১৫ জুন) সকালে পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের ২১তম আসরের। এবার ৩২টি ক্লাব অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মেসির ইন্টার মায়ামি। নিজেদের ঘরের মাঠ হার্ড রক স্টেডিয়ামে সকাল ৬টায় তাদের প্রতিপক্ষ আফ্রিকান চ্যাম্পিয়ন মিসরের আল আহলি।
ভোরের আকাশ।। হ, র
সংশ্লিষ্ট
৩৭ বছর পর আবারও ইংলিশ চ্যানেলের বিশাল জলরাশি জয় করলেন দুই বাংলাদেশি সাঁতারু—মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।মঙ্গলবার (স্থানীয় সময়) এই দুরূহ চ্যালেঞ্জে অংশ নিয়ে সফলভাবে ৩৩.৪ কিলোমিটার দীর্ঘ ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তারা।বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন জানিয়েছিলেন, দুজনই এক ফ্লাইটে লন্ডন যাচ্ছেন। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে যুক্তরাজ্য গিয়ে অন্তত ১০ দিন অনুশীলন করবেন এই দুই সাঁতারু।এর আগে বাংলাদেশের তিনজন সাঁতারু ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম এশীয় সাঁতারু ব্রজেন দাস। ১৯৫৮ থেকে ১৯৬১ সালের মধ্যে মোট ছয়বার চ্যানেলটি অতিক্রম করেন তিনি। তখন এই চ্যানেল সবচেয়ে কম সময়ে সাঁতরে পার হওয়ার রেকর্ডও গড়েছিলেন তিনি।এরপর ১৯৬৫ সালে আবদুল মালেক ও ১৯৮৭ সালে মোশাররফ হোসেন ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ইংলিশ চ্যানেলের পানির তাপমাত্রা ১৫ থেকে ১৯ ডিগ্রির মতো থাকে। সেখানে সাঁতরানো যেকোনো সাঁতারুর জন্যই চ্যালেঞ্জিং।ভোরের আকাশ/এসএইচ
পুরুষ ফুটবলে যেখানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা দল হতে পারেনি, সেখানে নারীরা এখন এই অঞ্চল পেরিয়ে এশিয়ার উঠতি শক্তি। তার প্রমাণ, তারা এশিয়া কাপের মূলপর্বে উঠতে সক্ষম হয়েছে। চলতি বছরের এশিয়া কাপ ফুটবলে বাংলাদেশ রয়েছে দক্ষিণ কোরিয়া ও চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে একই গ্রুপে। ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপের ২১তম আসর।মঙ্গলবার (২৯ জুলাই) সিডনির এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতার ড্র। ১২টি দল নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল।ড্র অনুযায়ী, ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার অন্যতম সেরা দুই দল দক্ষিণ কোরিয়া ও চীন, সঙ্গে রয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ উজবেকিস্তান। এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার দরজা খুলে যেতে পারে বাংলাদেশের জন্য। তাই এই টুর্নামেন্ট ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা।অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইন। ‘সি’ গ্রুপে খেলবে ভারত, জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে।ভোরের আকাশ/এসএইচ
সম্প্রতি বন্ধুকে মারধরের অভিযোগে আলোচনায় এসেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন, তবুও বিষয়টি নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট অঙ্গনে। এরই মধ্যে ক্রিকেটারদের পেশাদার আচরণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে আগস্ট মাসে একটি কর্মশালার আয়োজন করছে বোর্ড। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই কর্মশালায় তুলে ধরা হবে, একজন পেশাদার ক্রীড়াবিদের কী করা উচিত এবং কী নয়।তিনি বলেন, "জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আমরা আগস্টে একটি ছোট ওয়ার্কশপ করার পরিকল্পনা করছি। সেখানে তাদের মনে করিয়ে দেওয়া হবে—তারা কী করতে পারবে আর কী পারবে না। কারণ তারা বহু তরুণের আইডল, তাদের প্রতি ভক্তদেরও অনেক প্রত্যাশা থাকে।"তাসকিন ইস্যুতে সরাসরি কোনো ব্যবস্থা নিচ্ছে না বিসিবি। মিঠু বলেন,"আগে দেখতে হবে তাসকিনকে নিয়ে অভিযোগ কতটা সত্য। যেহেতু আইনি অভিযোগ হয়েছে এবং তা নিয়ে তদন্ত চলছে, তাই এটি এখন ক্রিকেট বোর্ডের বাইরের বিষয়। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"এর আগে সোমবার মিরপুর মডেল থানায় তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারই বন্ধু সিফাতুর রহমান সৈকত।তবে এ বিষয়ে তাসকিন ঢাকা পোস্টকে বলেন, "এটা ভিত্তিহীন অভিযোগ। আমার এক বন্ধুর সঙ্গে আরেক বন্ধুর ঝগড়া হয়েছিল। তারা দুজনেই আমার বন্ধু। আমার কোনো সংশ্লিষ্টতা নেই, শুধুমাত্র আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে।"পরবর্তীতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তাসকিন লেখেন, "গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার এবং বন্ধুর জন্য অসম্মানজনক। যে ঘটনা ঘটেছে তা নিয়ে আমাদের মধ্যে ইতোমধ্যেই কথা হয়েছে। এটা যেভাবে প্রচার হচ্ছে তা বাস্তবতা থেকে অনেক দূরে, সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।"তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিসিবি বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে সামগ্রিকভাবে ক্রিকেটারদের শৃঙ্খলার দিক বিবেচনায় নিয়ে এগিয়ে আসছে বোর্ড, যা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।ভোরের আকাশ//হ.র
তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগও করেছেন। অবশ্য মারধরের ঘটনা অস্বীকার করেছেন তাসকিন।ঢাকা পোস্টকে টাইগার পেসার বলেন, 'এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সাথে কোনো ঝগড়াই হয়নি ওর।'তাসকিন বিসিবিকে কি জানিয়েছেন এ প্রসঙ্গে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু ঢাকা পোস্টকে বলেন, 'সে (তাসকিন) জানিয়েছে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। তার বন্ধুদের মধ্যে দুই গ্রুপের মারামারি হয়েছে। এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নয় বলে জানিয়েছে তাসকিন।’পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা পোস্টকে তিনি বলেছেন, 'আমি যতটুকু জানি তাসকিন এখানে যুক্ত ছিল না। আমরা ক্রিকেটার ও পুলিশের সাথে কথা বলেছি। আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে দেখাতে পারেন।’এদিকে, মিরপুর মডেল থানা পুলিশ অভিযোগের বিষয়টি স্বীকার করলেও সেটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়নি বলে জানিয়েছে। তারা বলছে এ বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। সত্যতা মিললে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন ঢাকা পোস্টকে বলেন, তাসকিনের বাল্যবন্ধু একটা অভিযোগ করেছেন। তারা একে অপরের পরিচিত। স্পেসিফিকভাবে মারধর করার কথা লেখেননি। আজকে ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারার অভিযোগ করেছেন। আমরা বিষয়টি জিডি হিসেবে নয়, অভিযোগ হিসেবে গ্রহণ করে সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান করছি। সত্যতা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।তিনি বলেন, ‘যিনি অভিযোগ করেছেন তিনি নিজেই আবার থানায় আসছেন। দেখি তিনি আবার কী বলতে চান।’ভোরের আকাশ//হ.র