ছবি: সংগৃহীত
ব্যাংককের একটি হাসপাতালে কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্র স্বাগতা। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। স্বাগতা তার মেয়ের নাম রেখেছেন মারিয়ম সর্বজয়া সানু আজাদ।
হাসপাতালের বিছানা থেকে মেয়ের সঙ্গে তোলা একটি ছবি ফেইসবুকে পোস্ট করে স্বাগতা লিখেছেন, ‘এই পৃথিবীতে তোমাকে স্বাগত মারিয়ম সর্বজয়া সানু আজাদ।’
স্বাগতাকে শুভেচ্ছা বার্তায় ভাসিয়ে দিয়েছেন তার সহকর্মীরা। অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘অভিননন্দন’।
গায়িকা দিলশাদ নাহার কণা লিখেছেন, ‘অভিনন্দন প্রিয়, তোমার জন্য অনেক খুশি লাগছে।’ আজমেরী হক বাঁধন, তমালিকা কর্মকার, বিজরী বরকতুল্লাহ, অপর্ণা ঘোষ, কোণালসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। ২০২৪ সালের জানুয়ারিতে প্রেমিক হাসান আজাদকে বিয়ে করেন স্বাগতা।
স্বাগতার স্বামী হাসান আজাদ লন্ডনপ্রবাসী বাংলাদেশি। তার জন্ম ও পড়াশোনা যুক্তরাজ্যে। কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা আজাদ পেশায় ব্যবসায়ী। তবে ব্যবসার বাইরে সংগীত জগতের সঙ্গে জড়িত আজাদ কেবল গান লেখেনই না, তাতে সুর করেন এবং মিউজিক কম্পোজও করেন। বড় হয়ে অভিনয়ে আসার আগে শিশুশিল্পী হিসেবে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়া গান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন স্বাগতা।
এরপর ২০০৫ সালে ‘ইউ গট দ্য লুক’ এর শীর্ষ বিজয়ী হয়ে স্বাগতা ছোটপর্দার পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০০৭ সালে মান্নার বিপরীতে ‘শত্রু শত্রু খেলা’ সিনেমা দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল।
এ ছাড়া ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদলেও আছেন স্বাগতা। অভিনেত্রীকে সবশেষ ‘দেয়ালের দেশ’ সিনেমায় দেখা গেছে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যুর ঘটনায় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়সহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে পুলিশ। এখন এই অভিনেতাকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । খবর এনডিটিভির।অপরদিকে হতাহতের এই ঘটনায় জনসাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হওয়ায় চেন্নাইয়ে বিজয়ের বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়েছে।জানা গেছে, সরকার অবসরপ্রাপ্ত বিচারক অরুণা জগদীশনকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করেছে, যা তামিলনাড়ুর কারুর জেলার এ ঘটনা তদন্ত করবে।এই ঘটনায় ধীরে ধীরে বিজয়কে গ্রেপ্তারের দাবি জোরালো হচ্ছে। অনেকে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের গ্রেপ্তারের উদাহরণ টেনেছেন। ‘পুষ্পা-২’ সিনেমা মুক্তির সময় হায়দরাবাদে পদদলিত হয়ে একাধিক প্রাণহানি ঘটেছিল। ওই ঘটনার পর তদন্ত কমিশন আল্লু অর্জুনকে তার দলের অব্যবস্থাপনার জন্য গ্রেপ্তার করেছিল।বর্তমান পরিস্থিতিতে বিজয়ও গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অভিযোগ উঠেছে, তিনি নিরাপত্তাসংক্রান্ত সতর্কতা অগ্রাহ্য করেছেন। র্যালিতে দুপুরে পৌঁছানোর কথা থাকলেও তিনি প্রায় সাত ঘণ্টা দেরিতে আসেন। ততক্ষণে সমাবেশস্থল গরমে অতিষ্ঠ ও জনসমাগমে গাদাগাদি হয়ে পড়ে। অনেকে অজ্ঞান হয়ে পড়তে শুরু করেন।ভোরের আকাশ/তা.কা
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি শোবিজ অঙ্গনে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে নায়িকা হিসেবে নয়, এবার তিনি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন প্রযোজক হিসেবে।সম্প্রতি এক গণমাধ্যমকে পপি জানান, তিনি অভিনয়ে আর ফিরবেন না। তবে কিছু অসমাপ্ত পুরোনো ছবির কাজ শেষ করার পর পুরোপুরি মনোযোগ দেবেন প্রযোজনায়। এর আগে পপি কিছু ছবি প্রযোজনা করেছিলেন। তিনি উল্লেখ করেন, মনোয়ার খোকন পরিচালিত এক ছবিতে ২০ লাখ টাকা লোকসান হয়, যা তিনি টিমের অসহযোগিতার কারণে হয়েছে বলে মনে করেন।পপি বলেন, “আমি সিনেমা প্রযোজনা করব, এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা আমি আগেও করেছি। এবার চাই ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে।”পপির শেষ অভিনয় শুটিং হয়েছিল ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ ছবিতে। এরপর পাঁচ বছর আড়াল জীবনযাপন শেষে তিনি এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন। জানা যায়, এই সময়ে তিনি বিবাহিত হয়েছেন এবং এক পুত্রসন্তানের মা।১৯৯৭ সালে ‘কুলি’ চলচ্চিত্রের মাধ্যমে পপির অভিনয় জীবন শুরু হয়। এরপর তিনি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেন। প্রযোজক হিসেবে পপির নতুন যাত্রা চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার বার্তা হিসেবে ধরা হচ্ছে।ভোরের আকাশ // হ.র
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান ২৫ বছর ধরে বাংলা চলচ্চিত্রে তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে একটি বিশেষ সম্মাননা অর্জন করেছেন। দেশের জনপ্রিয় এই নায়ক সম্প্রতি ‘দ্য ডেইলি স্টার’ এর পক্ষ থেকে দেওয়া ‘সিলভার জুবিলি অফ এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন।গত ৭ সেপ্টেম্বর ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এ সম্মাননা প্রদান করা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্র সফরের কারণে শাকিব Khan তখন উপস্থিত থাকতে পারেননি। দেশ ফিরে তিনি সম্প্রতি দ্য ডেইলি স্টারের কার্যালয়ে নিজ হাতে সম্মাননা গ্রহণ করেন।এই উপলক্ষে শাকিব খান ফেসবুকে লিখেছেন, “চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না। দ্য ডেইলি স্টারকে এই সম্মান দেওয়ার জন্য ধন্যবাদ।”শাকিবের এই অর্জন বাংলা চলচ্চিত্রের জন্য নতুন উদ্দীপনা হিসেবে বিবেচিত হচ্ছে, যা শিল্পী এবং দর্শকদের মধ্যে আত্মবিশ্বাস ও প্রেরণা বৃদ্ধি করবে।ভোরের আকাশ // হ.র
বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ তার দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান ও সম্পর্কের পরিণয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত বছরের ডিসেম্বরে বাগদানের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেন তারা, এবং নয় মাস পর এক ছাদের তলায় বসে বিয়ে সেরে নেন।রোববার (২৮ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে সেলেনা গোমেজ নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন। সেই পোস্টে নবদম্পতির কিছু যুগলবন্দি ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে উল্লেখ করা হয়েছে বিশেষ তারিখ ‘৯-২৭-২৫’, অর্থাৎ গত শনিবার (২৭ সেপ্টেম্বর) তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।ছবিগুলোতে নবদম্পতিকে চুম্বন ও আলিঙ্গন করতে দেখা যায়। পোস্টে বেনি ব্লাঙ্কো মন্তব্য করেন, আমার সত্যিকারের স্ত্রী।বিয়ের দিনে সেলেনা গোমেজ পরেছিলেন রাল্ফ লরেন কাস্টম-মেড সাদা পোশাক, যার ফুলের কারুকাজ নজর কাড়েছে। অন্যদিকে, বেনি ব্লাঙ্কো পরেছিলেন রাল্ফ লরেনের কালো টাক্সিডো ও বো টাই।সংগৃহীত ছবিসেলেনার এই পোস্টে মাত্র তিন ঘণ্টায় ৭ মিলিয়নেরও বেশি প্রতিক্রিয়া আসে। ভক্ত ও সহকর্মীরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভরে দিয়েছেন।সেলেনা গোমেজের ব্যক্তিগত জীবন বহু বছর ধরে অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে তার সম্পর্ক অনেকবার শিরোনামে এসেছে। তবে ২০১৮ সালে জাস্টিন হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে নেওয়ার পর সেলেনা বেশ আঘাত পান।এরপর সেলেনা নিজেকে কাজ ও সঙ্গীতের মধ্যে নিমগ্ন রাখেন। ২০১৯ সালে তিনি বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন। ২০২৩ সালের ডিসেম্বরে তারা প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা ঘোষণা করেন। অবশেষে পাঁচ বছরের সম্পর্কের মধ্য দিয়ে এই প্রেমের গল্প পূর্ণতা পেয়েছে।ভোরের আকাশ/তা.কা