মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯ পিএম
ছবি : ভোরের আকাশ
মাগুরা বাস টার্মিনাল থেকে পুলিশ লাইন পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ চার লেন সড়কের ডিভাইডারের সৌন্দর্যবর্ধনে স্থাপিত লোহার গ্রীল ধারাবাহিকভাবে চুরি হয়ে যাচ্ছে। অথচ বিষয়টি এখনো প্রশাসনের নজরে আসেনি বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, পুরো সড়কজুড়ে অধিকাংশ স্থানে গ্রীল নেই। যেখানেই গ্রীল ছিল, সেখানেই এখন ফাঁকা জায়গা। কেউ বা কারা রাতের আঁধারে এই গ্রীলগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই এই চুরি চললেও এখনও কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
স্থানীয়রা বলছেন, এটি শুধু সৌন্দর্য নষ্ট করছে না, বরং সড়কের নিরাপত্তাও ঝুঁকির মুখে ফেলছে। চুরি হওয়া এসব লোহার গ্রীল কোটি টাকার সরকারি সম্পদ, যা জনগণের করের টাকায় নির্মিত হয়েছিল।
তারা আরও বলেন, দিনের পর দিন গ্রীল চুরি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সড়ক বিভাগের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
মাগুরা সড়ক বিভাগের সাথে যোগাযোগ করা হলে সহকারি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করেছি। এদিকে পুলিশের সদর থানা ওসি আইয়ুব আলী জানান বিষয়টা আমরা অবগত নয় এক প্রশ্নের জবাবে বলেন আমি বিতর্কে জড়াতে চাই না।
এ বিষয়ে দ্রুত তদন্ত ও গ্রীল চুরি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ সৌন্দর্য রক্ষণাবেক্ষণ জোর দাবি জানিয়েছেন সচেতন নাগরিক ও সড়ক ব্যবহারকারীরা।
ভোরের আকাশ/মো.আ.