ছবি: সংগৃহীত
রাজধানীর একটি বাসার গ্যারেজ থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিকেতন এলাকার একটি বাসার নিরাপত্তারক্ষী সাপটি দেখতে পান।
পরে বাসার মালিককে জানালে তিনি নিকেতন সোসাইটিকে খবর দেন। তারা (সোসাইটি) ৯৯৯-এর মাধ্যমে বনবিভাগকে বিষয়টি অবহিত করে।
পরে বনবিভাগ নির্দেশনায়, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার্থে নিয়োজিত স্বেচ্ছাসেবী দল সেভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার-সোয়ান সাপটি উদ্ধার করে।
উদ্ধারকর্মী আদনান বলেন, এটি বিষাক্ত গোখরা সাপ। আমার ধারণা, পাশের খাল থেকে এটি আসতে পারে। উদ্ধার সাপটিকে বনবিভাগের নির্দেশনায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
রাজধানীর একটি বাসার গ্যারেজ থেকে বিষধর গোখরা সাপ উদ্ধার হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিকেতন এলাকার একটি বাসার নিরাপত্তারক্ষী সাপটি দেখতে পান।পরে বাসার মালিককে জানালে তিনি নিকেতন সোসাইটিকে খবর দেন। তারা (সোসাইটি) ৯৯৯-এর মাধ্যমে বনবিভাগকে বিষয়টি অবহিত করে।পরে বনবিভাগ নির্দেশনায়, বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার্থে নিয়োজিত স্বেচ্ছাসেবী দল সেভ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার-সোয়ান সাপটি উদ্ধার করে।উদ্ধারকর্মী আদনান বলেন, এটি বিষাক্ত গোখরা সাপ। আমার ধারণা, পাশের খাল থেকে এটি আসতে পারে। উদ্ধার সাপটিকে বনবিভাগের নির্দেশনায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে।ভোরের আকাশ/মো.আ.
রাজধানীর আজিমপুরের দায়রাশরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবন ঘিরে রেখেছে যৌথবাহিনী।রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।সূত্র জানিয়েছে, ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি ছিল। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।তবে তাৎক্ষণিক বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।ভোরের আকাশ/এসএইচ
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫১২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।এছাড়াও অভিযানকালে ৩৩৬ টি গাড়ি ডাম্পিং ও ১৪৭ টি গাড়ি রেকার করা হয়েছে।গত শনিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/তা.কা
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ বিরাজ করতে পারে।রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে ঢাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।এছাড়া আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।অন্যদিকে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।ভোরের আকাশ/মো.আ.