ছবি: সংগৃহীত
টোকিও লিফট অব চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পুরস্কার জিতলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌফিক এলাহির ছবি ‘নীলপদ্ম’। রুনা খান অভিনীত ছবিটি এই আন্তর্জাতিক উৎসবে ‘বেস্ট ফিচার ফিল্ম’-এর পুরস্কার অর্জন করে।
পুরস্কার প্রাপ্তির পর নির্মাতা তৌফিক এলাহি বলেন, টোকিও লিফট অব ফেস্টিভালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিলো, জুরিরা সিনেমাটিকে নানানভাবে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সমস্ত আপডেটই ইমেইল যোগে পাচ্ছিলাম। কিন্তু সিনেমাটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটা ভাবিনি।
উচ্ছ্বাস প্রকাশ করে এলাহি বলেন, নীলপদ্ম আমার গবেষণাধর্মী নির্মাণ। ছবিটি সম্প্রতি টোকিও লিফট অব উৎসবে পুরস্কৃত হয়েছে, উৎসব কর্তৃপক্ষ আমাকে ইমেইল যোগে আগেই বিষয়টি জানিয়েছেন, কিন্তু ইমেইল চেক করতে দেরী হলো বলে আজ বিষয়টি জানতে পারি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এটি শুধু আমার একার প্রাপ্তি নয়; এই ছবির আর্টিস্ট, কলাকুশলী এবং ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।
‘নীলপদ্ম’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু। আরও আছেন রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ।
দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ‘নীলপদ্ম’র, চলতি বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হয় ছবিটি।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ তার দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান ও সম্পর্কের পরিণয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত বছরের ডিসেম্বরে বাগদানের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেন তারা, এবং নয় মাস পর এক ছাদের তলায় বসে বিয়ে সেরে নেন।রোববার (২৮ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে সেলেনা গোমেজ নিজেই বিয়ের খবর নিশ্চিত করেন। সেই পোস্টে নবদম্পতির কিছু যুগলবন্দি ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে উল্লেখ করা হয়েছে বিশেষ তারিখ ‘৯-২৭-২৫’, অর্থাৎ গত শনিবার (২৭ সেপ্টেম্বর) তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।ছবিগুলোতে নবদম্পতিকে চুম্বন ও আলিঙ্গন করতে দেখা যায়। পোস্টে বেনি ব্লাঙ্কো মন্তব্য করেন, আমার সত্যিকারের স্ত্রী।বিয়ের দিনে সেলেনা গোমেজ পরেছিলেন রাল্ফ লরেন কাস্টম-মেড সাদা পোশাক, যার ফুলের কারুকাজ নজর কাড়েছে। অন্যদিকে, বেনি ব্লাঙ্কো পরেছিলেন রাল্ফ লরেনের কালো টাক্সিডো ও বো টাই।সংগৃহীত ছবিসেলেনার এই পোস্টে মাত্র তিন ঘণ্টায় ৭ মিলিয়নেরও বেশি প্রতিক্রিয়া আসে। ভক্ত ও সহকর্মীরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভরে দিয়েছেন।সেলেনা গোমেজের ব্যক্তিগত জীবন বহু বছর ধরে অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে তার সম্পর্ক অনেকবার শিরোনামে এসেছে। তবে ২০১৮ সালে জাস্টিন হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে নেওয়ার পর সেলেনা বেশ আঘাত পান।এরপর সেলেনা নিজেকে কাজ ও সঙ্গীতের মধ্যে নিমগ্ন রাখেন। ২০১৯ সালে তিনি বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন। ২০২৩ সালের ডিসেম্বরে তারা প্রকাশ্যে নিজেদের প্রেমের কথা ঘোষণা করেন। অবশেষে পাঁচ বছরের সম্পর্কের মধ্য দিয়ে এই প্রেমের গল্প পূর্ণতা পেয়েছে।ভোরের আকাশ/তা.কা
৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। এটি বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এই ঘোষণা দেয়; সেখানে এই ছবিটির নাম ঘোষণা করেন অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম।জানা গেছে, বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে উক্ত সিনেমাকে মনোনয়ন দেওয়া হয়। ১৬ সেপ্টেম্বর ছিল ছবি জমা দেওয়ার শেষ তারিখ।জমা পড়া অন্য সিনেমাগুলো হলো— মাকসুদ হোসাইনের ‘সাবা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ এবং মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’।ভোরের আকাশ/তা.কা
ঢাকাই ছবির মেগাস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয় দশ বছরে পা দিল। ছেলে জয়ের জন্মদিনে বাবা-মা দুজনই আলাদাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টা বাজতেই ছেলে জয়ের জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেশের বাইরে একটি পার্কে বাবা-ছেলের খুনসুটি ও আনন্দঘন মুহূর্ত ফুটে ওঠে।ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন,শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন একজন সৎ, সাহসী এবং দয়ালু মানুষ হয়ে ওঠো। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, তোমার জীবনে যেন সবসময় সুখ, শান্তি এবং সফলতার পথ খোলা থাকে। মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি।শাকিবের এই পোস্ট দেখে ভক্তরা আবেগ, ভালোবাসা প্রকাশ করেন; জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপরই ছেলেকে নিয়ে জন্মদিনের বিশেষ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।সংগৃহীত ছবিঅপু তার ফেসবুক আইডি থেকে জয়ের জন্মদিনের দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে মা-ছেলেকে একসঙ্গে সোফায় বসে থাকতে দেখা যায়, অন্যটিতে জন্মদিনের কেক দেখা যায়। ছবিগুলোর সাথে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন। দীর্ঘ সময় গোপন রাখার পর ২০১৬ সালে জয়ের জন্মের পর তাদের বিয়ের খবর প্রকাশ পায়। এরপর ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে তাদের।ভোরের আকাশ/তা.কা
ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ যেন নিজের মৃত্যুর আভাস আগেই পেয়েছিলেন। জীবিত থাকতেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার মৃত্যুর পর পুরো আসাম রাজ্য থমকে যাবে অন্তত সাত দিনের জন্য।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুবিনের মৃত্যুতে তার সেই কথা প্রায় সত্যি হয়েছে। মৃত্যুর পর তিন দিন রাজ্যজুড়ে সরকারি শোকপালন হয়েছে, এখনও সেই শোক কাটেনি আসামের মানুষের মনে।শেষ সাক্ষাৎকারে জুবিন জানিয়েছিলেন কেন তিনি মুম্বাই ছেড়ে আসামে থেকে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি ১২ বছর মুম্বাইয়ে ছিলাম। শহুরে জীবন খুব একঘেয়ে লাগত। অনেকে জিজ্ঞেস করতেন কেন মুম্বাইয়ে থাকি না। একজন রাজার নিজের রাজত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। মুম্বাইয়ে কোনো রাজা নেই। লতা মঙ্গেশকর বা রাজেশ খান্না মারা গেলে খবর ছাপা হয়, কিন্তু রাজ্য থেমে থাকে না। কিন্তু আমি যদি আসামে মারা যাই, পুরো রাজ্য সাত দিনের জন্য থমকে যাবে।মুম্বাইয়ের বড় বড় সংগীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতাদের ডাকও ফিরিয়ে দিয়েছিলেন জুবিন। রোহিত শেঠির এক গানে গাইতে অস্বীকার করেছিলেন তিনি। সংগীত পরিচালক প্রীতম তখন বলেছিলেন, ও এমনই, সত্যিই রাজার মতো।জুবিনের শেষ ইচ্ছাও ছিল মৃত্যুর পর আসামের মাটিতেই থাকার। গুয়াহাটির প্রিয় জায়গা ‘মহাবহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার’ বা ‘তিল্লা’ নিয়ে তিনি বলেছিলেন, এটা পৃথিবীর সেরা জায়গাগুলোর একটি। এখানেই থাকতে চাই, এখানেই মরতে চাই। তিল্লাতেই যেন আমার সৎকার হয়, অথবা আমাকে ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া হয়। আমি একজন সৈনিক।ভোরের আকাশ/তা.কা