সংগৃহীত ছবি
৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। এটি বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এই ঘোষণা দেয়; সেখানে এই ছবিটির নাম ঘোষণা করেন অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম।
জানা গেছে, বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে উক্ত সিনেমাকে মনোনয়ন দেওয়া হয়। ১৬ সেপ্টেম্বর ছিল ছবি জমা দেওয়ার শেষ তারিখ।
জমা পড়া অন্য সিনেমাগুলো হলো— মাকসুদ হোসাইনের ‘সাবা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ এবং মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’।
ভোরের আকাশ/তা.কা
সংশ্লিষ্ট
৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)-এর আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র ‘বাড়ির নাম শাহানা’। এটি বিদেশি ভাষার চলচ্চিত্র হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে।শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘অস্কার বাংলাদেশ কমিটি’ এই ঘোষণা দেয়; সেখানে এই ছবিটির নাম ঘোষণা করেন অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি জহিরুল ইসলাম।জানা গেছে, বাংলাদেশ থেকে অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে পাঠানোর জন্য জমা পড়া পাঁচটি সিনেমাকে বিচার-বিশ্লেষণ করে অস্কারের জন্য সর্বসম্মতিক্রমে উক্ত সিনেমাকে মনোনয়ন দেওয়া হয়। ১৬ সেপ্টেম্বর ছিল ছবি জমা দেওয়ার শেষ তারিখ।জমা পড়া অন্য সিনেমাগুলো হলো— মাকসুদ হোসাইনের ‘সাবা’, আকরাম খানের ‘নকশিকাঁথার জমিন’, শঙ্খ দাশগুপ্তের ‘প্রিয় মালতী’ এবং মনজুরুল ইসলাম মেঘের ‘ময়না’।ভোরের আকাশ/তা.কা
ঢাকাই ছবির মেগাস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয় দশ বছরে পা দিল। ছেলে জয়ের জন্মদিনে বাবা-মা দুজনই আলাদাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টা বাজতেই ছেলে জয়ের জন্মদিনের শুভেচ্ছা জানান শাকিব খান। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে দেশের বাইরে একটি পার্কে বাবা-ছেলের খুনসুটি ও আনন্দঘন মুহূর্ত ফুটে ওঠে।ভিডিওর ক্যাপশনে শাকিব লিখেছেন,শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন একজন সৎ, সাহসী এবং দয়ালু মানুষ হয়ে ওঠো। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা, তোমার জীবনে যেন সবসময় সুখ, শান্তি এবং সফলতার পথ খোলা থাকে। মনে রেখো, আমি সবসময় তোমার পাশে আছি।শাকিবের এই পোস্ট দেখে ভক্তরা আবেগ, ভালোবাসা প্রকাশ করেন; জয়কে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপরই ছেলেকে নিয়ে জন্মদিনের বিশেষ পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।সংগৃহীত ছবিঅপু তার ফেসবুক আইডি থেকে জয়ের জন্মদিনের দুটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে মা-ছেলেকে একসঙ্গে সোফায় বসে থাকতে দেখা যায়, অন্যটিতে জন্মদিনের কেক দেখা যায়। ছবিগুলোর সাথে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন। দীর্ঘ সময় গোপন রাখার পর ২০১৬ সালে জয়ের জন্মের পর তাদের বিয়ের খবর প্রকাশ পায়। এরপর ২০১৮ সালে বিচ্ছেদ ঘটে তাদের।ভোরের আকাশ/তা.কা
ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ যেন নিজের মৃত্যুর আভাস আগেই পেয়েছিলেন। জীবিত থাকতেই তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার মৃত্যুর পর পুরো আসাম রাজ্য থমকে যাবে অন্তত সাত দিনের জন্য।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুবিনের মৃত্যুতে তার সেই কথা প্রায় সত্যি হয়েছে। মৃত্যুর পর তিন দিন রাজ্যজুড়ে সরকারি শোকপালন হয়েছে, এখনও সেই শোক কাটেনি আসামের মানুষের মনে।শেষ সাক্ষাৎকারে জুবিন জানিয়েছিলেন কেন তিনি মুম্বাই ছেড়ে আসামে থেকে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি ১২ বছর মুম্বাইয়ে ছিলাম। শহুরে জীবন খুব একঘেয়ে লাগত। অনেকে জিজ্ঞেস করতেন কেন মুম্বাইয়ে থাকি না। একজন রাজার নিজের রাজত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। মুম্বাইয়ে কোনো রাজা নেই। লতা মঙ্গেশকর বা রাজেশ খান্না মারা গেলে খবর ছাপা হয়, কিন্তু রাজ্য থেমে থাকে না। কিন্তু আমি যদি আসামে মারা যাই, পুরো রাজ্য সাত দিনের জন্য থমকে যাবে।মুম্বাইয়ের বড় বড় সংগীত পরিচালক ও চলচ্চিত্র নির্মাতাদের ডাকও ফিরিয়ে দিয়েছিলেন জুবিন। রোহিত শেঠির এক গানে গাইতে অস্বীকার করেছিলেন তিনি। সংগীত পরিচালক প্রীতম তখন বলেছিলেন, ও এমনই, সত্যিই রাজার মতো।জুবিনের শেষ ইচ্ছাও ছিল মৃত্যুর পর আসামের মাটিতেই থাকার। গুয়াহাটির প্রিয় জায়গা ‘মহাবহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার’ বা ‘তিল্লা’ নিয়ে তিনি বলেছিলেন, এটা পৃথিবীর সেরা জায়গাগুলোর একটি। এখানেই থাকতে চাই, এখানেই মরতে চাই। তিল্লাতেই যেন আমার সৎকার হয়, অথবা আমাকে ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া হয়। আমি একজন সৈনিক।ভোরের আকাশ/তা.কা
বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ব্যাডস অফ বলিউড ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সিরিজে দেখানো এক চরিত্রকে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)-এর সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে’র সঙ্গে মিলে গেছে বলে অভিযোগ উঠেছে।এই প্রেক্ষাপটে সমীর ওয়াংখেড়ে শাহরুখ ও আরিয়ানের বিরুদ্ধে ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করেছেন।ওয়াংখেড়ে’র অভিযোগ, সিরিজের ওই চরিত্রটি ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে ব্যবহার করা হয়েছে। এতে শুধু তাঁকেই নয়, আইন প্রয়োগকারী সংস্থাকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আবেদনপত্রে উল্লেখ করেছেন— সিরিজটি “মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর”।প্রসঙ্গত, ২০২১ সালে মুম্বাইয়ের এক ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। তখন সমীর ওয়াংখেড়ে এনসিবি কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। কয়েক সপ্তাহ কারাগারে কাটানোর পর ওই মামলায় অব্যাহতি পান আরিয়ান।আরিয়ানের প্রথম নির্মিত এই সিরিজে বলিউডের অন্দরকাহিনি ও বিতর্কিত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা সিংহসহ আরও অনেকে।ভোরের আকাশ/হ.র