সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ

সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১ সপ্তাহ আগে

আপডেট : ১ ঘন্টা আগে

সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ

সালমানের ‘সিকান্দার’র বিরুদ্ধে শাকিবের ‘প্রিয়তমা’ অনুকরণের অভিযোগ

আগামী ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’। ইতোমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম বুকিংও। কিন্তু তার আগেই বিতর্কে জড়ালেন ভাইজান। বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করার অভিযোগ উঠল তার বিরুদ্ধে! যে বিতর্কে উত্তাল নেটপাড়া।

বিতর্কের সূত্রপাত ‘সিকান্দার’ সিনেমার প্রযোজক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জোহরা যবিন’ গানটি শেয়ার করার পর থেকেই। সেই গান দেখে নেটিজেনদের অভিযোগ তোলেন সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে নকল করেছেন।

২০২৩ সালে মুক্তি পায় শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটি। সেই সিনেমায় ‘কুরবানি কুরবানি’ গানে শাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু অনুকরণ করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যধারণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে ভাইজানের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই ক্ষোভে ফেটে পড়েছেন অনেকেই।

এদিকে নেটিজেনের এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুগামীরাও। তাদের দাবি- পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’ অন্যদিকে আরেক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন ‘কী দিন এলো, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে! অপরজনের মন্তব্য, দারুণ বিষয়! ভাইজান প্রচুর বাংলাদেশি ছবি দেখছেন। কেউ লিখেছেন, ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না! এমনই সব তর্ক-বিতর্কে সরগরম নেটপাড়া।

উল্লেখ্য, গত দু’সপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। সমীর আর দানিশ সাবরি গানটি লিখেছেন। মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবির এই গানে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে ছবির নায়িকা রাশমিকা মান্দানাকেও।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

শাকিবের সঙ্গে আবেদনময়ী নুসরাতের ‘চাঁদ মামা’

শাকিবের সঙ্গে আবেদনময়ী নুসরাতের ‘চাঁদ মামা’

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?

শাকিবের জন্মদিনে কী বার্তা দিলেন অপু-বুবলী?

কয়েদির বেশে অনুষ্ঠানে আফরান নিশো

কয়েদির বেশে অনুষ্ঠানে আফরান নিশো

সড়ক দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি

সড়ক দুর্ঘটনার কবলে ঐশ্বরিয়ার গাড়ি

মন্তব্য করুন