ছবি : সংগৃহীত
ঢালিউডে তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষাসহ ৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেতা ও এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলিল, তার স্ত্রী নায়িকা আফিয়া নুসরাত বর্ষাসহ পাঁচজনের বিরুদ্ধে এই মামলা হয়েছে।
গত ২০ আগস্ট সাভার মডেল থানায় রাব্বি টেক্সটাইলের কর্ণধার ইলিয়াস মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। মামলার অন্য আসামিরা হলেন অনন্ত জলিলের এবি অ্যাপ্যারেলস লিমিটেডের মার্চেন্ডাইজার আকরাম, মুনির ও কামরুল।
আদালত সূত্রে জানা গেছে, সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম মহিউদ্দিনের আদালতে আসামি আকরাম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে গত ১৬ সেপ্টেম্বর মুনির জামিন পান। তবে অনন্ত জলিল ও বর্ষা এখনো জামিন আবেদন করেননি।
মামলার নথিতে বলা হয়েছে, ২০১৯ সালের ৪ আগস্ট বুকিংয়ের মাধ্যমে রাব্বি টেক্সটাইল থেকে ২০ হাজার গজ কাপড় নেন আকরাম, মুনির ও কামরুল। এর দাম ১০ লাখ টাকা। কিন্তু এলসি না খুলে বারবার তারিখ পরিবর্তন করে টালবাহানা করতে থাকেন তারা।
পরে অনন্ত জলিলের নির্দেশে প্রতিষ্ঠানের অডিটর আব্দুর রহিম রাব্বি টেক্সটাইলের দেওয়া চালানের মূল কপি জোর করে রেখে দেন। চালান ফেরত চাইতে গেলে নানা অজুহাত দেখিয়ে দিতে অস্বীকৃতি জানান এবং টেক্সটাইলের প্রতিনিধিদের অফিসে প্রবেশে বাধা দেন। এমনকি মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ভোরের আকাশ/এসএাইচ
সংশ্লিষ্ট
বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ব্যাডস অফ বলিউড ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সিরিজে দেখানো এক চরিত্রকে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)-এর সাবেক কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে’র সঙ্গে মিলে গেছে বলে অভিযোগ উঠেছে।এই প্রেক্ষাপটে সমীর ওয়াংখেড়ে শাহরুখ ও আরিয়ানের বিরুদ্ধে ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা দায়ের করেছেন।ওয়াংখেড়ে’র অভিযোগ, সিরিজের ওই চরিত্রটি ইচ্ছাকৃতভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট করতে ব্যবহার করা হয়েছে। এতে শুধু তাঁকেই নয়, আইন প্রয়োগকারী সংস্থাকেও নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আবেদনপত্রে উল্লেখ করেছেন— সিরিজটি “মিথ্যা, বিদ্বেষপূর্ণ ও মানহানিকর”।প্রসঙ্গত, ২০২১ সালে মুম্বাইয়ের এক ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন আরিয়ান খান। তখন সমীর ওয়াংখেড়ে এনসিবি কর্মকর্তা হিসেবে দায়িত্বে ছিলেন। কয়েক সপ্তাহ কারাগারে কাটানোর পর ওই মামলায় অব্যাহতি পান আরিয়ান।আরিয়ানের প্রথম নির্মিত এই সিরিজে বলিউডের অন্দরকাহিনি ও বিতর্কিত বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা সিংহসহ আরও অনেকে।ভোরের আকাশ/হ.র
দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেয়েছে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত নতুন সিনেমা ‘রঘু ডাকাত’।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের শতাধিক সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে মুক্তি পায় ছবিটি। সিনেমা মুক্তির প্রথম দিনেই ভক্তদের ভালোবাসা পেয়েছেন দেব। হাউসফুল গেছে বেশ কয়েকটি শো। তবে এই ছবির সাথেই সম্পর্কিত একটি স্থিরচিত্রের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষের শিকারও হয়েছেন এ অভিনেতা।মূলত, বাংলা চলচ্চিত্রের অভিনেতার পাশাপাশি দেবের আরও একটি পরিচয় হলো, তিনি একজন জনপ্রতিনিধি। পশ্চিমবঙ্গের ঘাটাল লোকসভা আসন থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দেব।‘রঘু ডাকাত’ সিনেমার প্রমোশনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন দেব। পোস্ট করা ছবিতে দেখা গেছে, এক বুক পানিতে চোখ বন্ধ করে হাত জোর করে ‘রঘু ডাকাত’-এর বেশে দাঁড়িয়ে দেব।ছবিটি প্রকাশের আগের রাতে পাঁচ ঘণ্টা টানা প্রবল বৃষ্টির পানি জমে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের জনজীবন দারুণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। আর সেই সময় এই ছবি দেখে নেটিজেনরা নানা ভাবে কটাক্ষ করেন দেবকে।এক মন্তব্যকারী ঘাটালের বন্যার প্রসঙ্গ টেনে দেবকে কটাক্ষ করে লেখেন, ‘ঘাটালের জলে ভেসে উঠল কুমির।’ আর একজন লেখেন, ‘ঠিক দিনে ঠিক জিনিস দিয়েছে।’ আরেকজন লেখেন, ‘ঠিক সময় পোস্টটা। একদম ভালো দিনে পোস্টটা হয়েছে। কলকাতা নামক ভেনিস শহরে গা ভেজালেন রঘু ডাকাত।’অপর এক নেটিজেন লেখেন, ‘রঘু ডাকাত কলকাতার বর্তমান পরিস্থিতিতে একটু স্নান করে নিচ্ছে।’ আর নেটিজেন বেশ বিরক্ত হয়ে লেখেন, ‘কতটা ইন্সেনসিটিভ মর্কট হলে কেউ এই ছবি শেয়ার করতে পারে।’উল্লেখ্য, ধ্রুব ব্যানার্জীর পরিচালনায় নির্মিত এ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল, সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্যসহ আরও অনেকে।ভোরের আকাশ/হ.র
মার্কিন পপ তারকা রিহানা এবং র্যাপার এএসএপি রকি দম্পতির ঘরে এসেছে কন্যাসন্তান, যার নাম রাখা হয়েছে রকি আইরিশ মেয়ার্স। এটি তাদের তৃতীয় সন্তান। খবর : ফক্স ১০৩৭ বছর বয়সী রিহানা বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সুখবরটি জানান। পোস্টে নবজাতককে কোলে নেওয়া তার একটি ছবি এবং শিশুদের জুতার আরেকটি ছবি শেয়ার করেন তিনি। এরপর ক্যাপশনে লেখা হয় রকির নাম, জন্মতারিখ (১৩ সেপ্টেম্বর) এবং দেওয়া হয় একটি ফিতার ইমোজি।এই দম্পতি ২০২৪ সালের মে মাসে মেট গালা অনুষ্ঠানে প্রথমবার জানান তারা নতুন অতিথির অপেক্ষায় আছেন। সে সময় রিহানা এসেছিলেন পিনস্ট্রাইপ পোশাক ও বড় টুপি পরে। রকি, যিনি অনুষ্ঠানের সহ-সভাপতি ছিলেন।এর আগে ২০২৩ সালের সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় রিহানা দ্বিতীয় সন্তানের খবর দেন। ওই বছরই জন্ম নেয় তাদের কন্যাসন্তান রায়ট রোজ। প্রথম সন্তান আরজেডএ জন্ম নেয় ২০২২ সালের মে মাসে।রিহানা ও রকি ২০২০ সালে তাদের সম্পর্ক প্রকাশ্যে আনেন। এরপর থেকে ক্যারিয়ারের পাশাপাশি পরিবারকেও সময় দিচ্ছেন তারা। নয়বারের গ্র্যামি বিজয়ী রিহানার রয়েছে বিলবোর্ড হট ১০০ তালিকায় ১৪টি নাম্বার ওয়ান সিঙ্গেল। পাশাপাশি ২০১৭ সালে তিনি চালু করেন তার জনপ্রিয় বিউটি ব্র্যান্ড ফেন্টি বিউটি।অন্যদিকে রকি ২০১১ সালে এএসএপি মবের মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন। ২০১৩ সালে তার প্রথম অ্যালবাম বিলবোর্ড ২০০ চার্টে এক নম্বরে ওঠে। তিনি দুটি গ্র্যামি মনোনয়ন পেয়েছেন এবং সম্প্রতি স্পাইক লির ‘হাইয়েস্ট টু লোয়েস্ট’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।তবে মেয়ের জন্ম নিয়ে অতিরিক্ত কোনো তথ্য এখনও শেয়ার করেননি এই দম্পতি। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন রিহানা ও রকিকে।ভোরের আকাশ/মো.আ.
প্রায় মাসখানেক আগে বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মাতৃত্বের কথা ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পর তিনি আর প্রকাশ্যে আসেননি। এবার নিজের ইউটিউব চ্যানেলে বেবি বাম্প নিয়ে নতুন ভিডিওতে দেখা দিলেন এ অভিনেত্রী। আট মাস আগে নিজের ইউটিউব চ্যানেলে শেষ ভিডিও শেয়ার করেছিলেন তিনি। এবার সেই চ্যানেলেই আবার নতুন ভিডিও নিয়ে এসে অনুরাগীদের চমকে দিলেন পরিণীতি।ভিডিওতে অভিনেত্রীর বেবিবাম্প স্পষ্ট বোঝা যাচ্ছে। এই প্রথমবার প্রকাশ্যে এল গর্ভাবস্থায় পরিণীতির চেহারা। এই ভিডিওতে পরিণীতি নিজেই বলেন, ‘আট মাস আগে আমি এই চ্যানেলটি শুরু করেছিলাম। তখন আমি নিজে সত্যিই জানতাম না যে আমি এই চ্যানেলে কী কি করবো। ঠিক কোন ধরনের ভিডিও দর্শককে দেবো। সেই চ্যানেলের আটমাস হয়ে গেলো। আমি আমার ব্যক্তিগত জীবনের সব কিছু এইরকম প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবো না। রান্নার ভিডিও করতেও পারবো না। তবে আমি যে ভিডিও পোস্ট করবো তা সকলের মনে ধরবে, ভালো লাগবে।আগস্ট মাসে ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের উপর একটি মিষ্টি পোস্ট করেন অভিনেত্রী। তাতে লেখা ছিল ১+১=৩। সঙ্গে ক্যাপশনে লেখেন, ‘আসছে আমাদের ছোট্ট পৃথিবী। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করতে পারবো না।’ এছাড়া দুজনের একসঙ্গে পথচলার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ওই মিষ্টি পোস্ট দেখে বেজায় খুশি হন অনুরাগীরা। শুভেচ্ছার জোয়ারে ভাসান হবু বাবা-মাকে। এখন বাবা-মা হিসেবে নতুন দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন তারা।ভোরের আকাশ/তা.কা