স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ০২:২২ এএম
দিনে কতবার প্রস্রাব করা স্বাভাবিক? কখন সতর্ক হওয়া উচিত?
প্রস্রাব বা মূত্রত্যাগ হলো শরীর থেকে বর্জ্য তরল অপসারণের একটি প্রাকৃতিক প্রক্রিয়া। কিডনি রক্ত থেকে বর্জ্য ও অতিরিক্ত পানি ফিল্টার করে প্রস্রাব তৈরি করে, যা মূত্রাশয়ে জমা হয়। মূত্রাশয় পূর্ণ হলে মস্তিষ্ক সংকেত দেয় এবং প্রস্রাব হয়।
সুস্থ প্রাপ্তবয়স্কদের জন্য গড়ে দিনে ৬-৭ বার প্রস্রাব করা স্বাভাবিক। তবে দিনে ৪ থেকে ১০ বার প্রস্রাব করাও স্বাভাবিক ধরা হয়। রাতে ঘন ঘন প্রস্রাব করা স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে এবং এটি কোনো সমস্যার লক্ষণ হতে পারে।
প্রস্রাবের ফ্রিকোয়েন্সি প্রভাবিত করে এমন কারণগুলো হলো:
বয়স
মূত্রাশয়ের আকার
তরল গ্রহণের পরিমাণ
অ্যালকোহল ও ক্যাফিন সেবন
গর্ভাবস্থা
ডায়াবেটিস ও মূত্রনালী সংক্রমণ (ইউটিআই)
কিছু ওষুধ ও পরিপূরক
কখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে?
যদি দিনে ৪-১০ বার ছাড়িয়ে বেশি বা কম প্রস্রাবের প্রয়োজন হয় বা রাতে ঘুম ভেঙে একাধিকবার প্রস্রাব করতে হয়, তাহলে সতর্ক হওয়া জরুরি। নিচের লক্ষণগুলোর মধ্যে কোনোটি থাকলে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন—
প্রস্রাব ধরে রাখতে না পারা
ঘন ঘন বা জরুরি ভাবেই প্রস্রাবের প্রয়োজন
প্রস্রাবের রঙ ঘোলা বা রক্তাক্ত হওয়া
প্রস্রাবের আগে, সময় বা পরে ব্যথা বা জ্বালাপোড়া
প্রস্রাব শুরু করতে সমস্যা বা প্রবাহ দুর্বল হওয়া
মূত্রাশয় সম্পূর্ণ খালি করতে না পারা
নিজের শরীরের এই পরিবর্তনগুলো খেয়াল রাখা এবং প্রয়োজনমতো স্বাস্থ্য পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভোরের আকাশ//হ.র