নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫ ০৫:২০ পিএম
ওয়াটসনে ফেডারেল লিবারেল পার্টির প্রার্থী জাকির আলমের নির্বাচনী প্রচারণা শুরু
অস্ট্রেলিয়ান জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী জাকির আলম আনুষ্ঠানিকভাকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল বুধবার সিডনির রিভারউডের কনকাডি ওরো ফাংশন সেন্টারে ওয়াটসন কেন্দ্র থেকে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ওই প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে লিবারেল পার্টির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লিবারেল পার্টির প্রবীণ নেতা অনারেবল সাংস্কৃতিক শেডো মিনিষ্টারফিলিপ রাডউক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিকাচারাল ও ইন্ডাটিয়াল ফর ওয়াক বিষয়ক শেডো মিনিষ্টারমার্ক কুউরে (এমপি) মনিকা টুডহোপ (এমপি) কাউন্সিলর জর্জ জাকিয়া এবং ইডি নাদের। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিবারেল পার্টির ওয়াটসন শাখার সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু। তিনি তার বক্তব্যে কর্মব্যস্ত দিনে এত মানুষের উপস্থিতিকে স্বাগত জানান এবং সকলকে জাকির আলমের পক্ষে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার উপল আমিন। প্রধান অতিথি ফিলিপ রাডউক তার বক্তব্যে বলেন, জাকির একজন কর্মঠ এবং প্রতিশ্রুতিশীল নেতা। তিনি ওয়াটসনকে একটি আধুনিক ও পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।
বিশেষ অতিথি এমপি মার্ক কুউরে বলেন, জাকির ওয়াটসনের সামাজিক কর্মকাণ্ডে সবসময় সক্রিয়। তিনি এখানকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাই লিবারেল পার্টি আশাবাদী, এখানকার ভোটাররা তাকেই নির্বাচিত করবেন।
এমপি মনিকা টুডহোপ বলেন, লেবার পার্টির ব্যর্থতার কারণে জনগণ এইবার পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা বিশ্বাস করি, জাকির ওয়াটসন থেকে জয়ী হবেন।
নিজের বক্তব্যে জাকির আলম বলেন, ওয়াটসন দীর্ঘদিন ধরে লেবার পার্টির দখলে থাকলেও এখানে তেমন উন্নয়ন হয়নি। এলাকাটি আজও অপরিকল্পিত ও অবহেলিত। আমি একটি আধুনিক ও সমন্বিত ওয়াটসন গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। তিনি কমিউনিটির সকলের প্রতি ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর জর্জ জাকিয়া, ইডি নাদেরসহ অনেক গণ্যমান্য ব্যক্তি। অতিথিদের মধ্যে ছিলেন সাবেক কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, সোহেল মাহমুদ, আরিফুল হক, মোসলে উদ্দিন আরিফ, আশরাফুল আলম রনি, সোলেমান দেওয়ান, ইঞ্জিনিয়ার ইলিয়াছ হোসেন, ডা. সাখাওয়াত, মাসুম নোমান, সাবিনা ভূঁইয়া, মাহফুজুল, তাহমিনা বিনা, মোবাশ্বের মিকন, ফয়েজ, লিয়াকত আলী, মিতা কাদেরী, তিশা তানিয়া, আমিনুল হক (সিএ), হাছান মামুন, আজিজুর রহমান, লাভু, সামাদ শিবলু ও রাসেল মালিকসহ সোসাইটির আরও অনেকে। অনুষ্ঠানে গান পরিবেশ করেন মাষ্টার সামিন ইয়াসির।
জাকির আলম একমাত্র বাংলাদেশি হিসেবে অস্টেলিয়ার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। বহু প্রতিভার অধিকারী জাকির আলমের জন্ম জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়।
ভোরের আকাশ/এসএইচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২ দিন আগে
আপডেট : ২ দিন আগে
ওয়াটসনে ফেডারেল লিবারেল পার্টির প্রার্থী জাকির আলমের নির্বাচনী প্রচারণা শুরু
অস্ট্রেলিয়ান জাতীয় সংসদ নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী জাকির আলম আনুষ্ঠানিকভাকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। গতকাল বুধবার সিডনির রিভারউডের কনকাডি ওরো ফাংশন সেন্টারে ওয়াটসন কেন্দ্র থেকে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে ওই প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে লিবারেল পার্টির বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লিবারেল পার্টির প্রবীণ নেতা অনারেবল সাংস্কৃতিক শেডো মিনিষ্টারফিলিপ রাডউক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিকাচারাল ও ইন্ডাটিয়াল ফর ওয়াক বিষয়ক শেডো মিনিষ্টারমার্ক কুউরে (এমপি) মনিকা টুডহোপ (এমপি) কাউন্সিলর জর্জ জাকিয়া এবং ইডি নাদের। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিবারেল পার্টির ওয়াটসন শাখার সভাপতি ও সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু। তিনি তার বক্তব্যে কর্মব্যস্ত দিনে এত মানুষের উপস্থিতিকে স্বাগত জানান এবং সকলকে জাকির আলমের পক্ষে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যারিস্টার উপল আমিন। প্রধান অতিথি ফিলিপ রাডউক তার বক্তব্যে বলেন, জাকির একজন কর্মঠ এবং প্রতিশ্রুতিশীল নেতা। তিনি ওয়াটসনকে একটি আধুনিক ও পরিকল্পিত এলাকা হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।
বিশেষ অতিথি এমপি মার্ক কুউরে বলেন, জাকির ওয়াটসনের সামাজিক কর্মকাণ্ডে সবসময় সক্রিয়। তিনি এখানকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। তাই লিবারেল পার্টি আশাবাদী, এখানকার ভোটাররা তাকেই নির্বাচিত করবেন।
এমপি মনিকা টুডহোপ বলেন, লেবার পার্টির ব্যর্থতার কারণে জনগণ এইবার পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা বিশ্বাস করি, জাকির ওয়াটসন থেকে জয়ী হবেন।
নিজের বক্তব্যে জাকির আলম বলেন, ওয়াটসন দীর্ঘদিন ধরে লেবার পার্টির দখলে থাকলেও এখানে তেমন উন্নয়ন হয়নি। এলাকাটি আজও অপরিকল্পিত ও অবহেলিত। আমি একটি আধুনিক ও সমন্বিত ওয়াটসন গড়ার লক্ষ্যে কাজ করতে চাই। তিনি কমিউনিটির সকলের প্রতি ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর জর্জ জাকিয়া, ইডি নাদেরসহ অনেক গণ্যমান্য ব্যক্তি। অতিথিদের মধ্যে ছিলেন সাবেক কাউন্সিলর সাজেদা আক্তার সানজিদা, সোহেল মাহমুদ, আরিফুল হক, মোসলে উদ্দিন আরিফ, আশরাফুল আলম রনি, সোলেমান দেওয়ান, ইঞ্জিনিয়ার ইলিয়াছ হোসেন, ডা. সাখাওয়াত, মাসুম নোমান, সাবিনা ভূঁইয়া, মাহফুজুল, তাহমিনা বিনা, মোবাশ্বের মিকন, ফয়েজ, লিয়াকত আলী, মিতা কাদেরী, তিশা তানিয়া, আমিনুল হক (সিএ), হাছান মামুন, আজিজুর রহমান, লাভু, সামাদ শিবলু ও রাসেল মালিকসহ সোসাইটির আরও অনেকে। অনুষ্ঠানে গান পরিবেশ করেন মাষ্টার সামিন ইয়াসির।
জাকির আলম একমাত্র বাংলাদেশি হিসেবে অস্টেলিয়ার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন। বহু প্রতিভার অধিকারী জাকির আলমের জন্ম জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়।
ভোরের আকাশ/এসএইচ