আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ০১:৩৪ এএম
ট্রাম্পকে নতুন পারমাণবিক বাস্তবতা মেনে নিতে হবে: উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া জানিয়েছে, অতীতের সম্মেলনগুলোর সময়কার বাস্তবতা এখন আর প্রযোজ্য নয় এবং ভবিষ্যতে কোনো আলোচনাই দেশটির পারমাণবিক কর্মসূচি থামাতে পারবে না। এই পরিবর্তিত বাস্তবতা যুক্তরাষ্ট্রকে অবশ্যই মেনে নিতে হবে—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে পিয়ংইয়ং।
মঙ্গলবার (২৯ জুলাই) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদন অনুসারে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভাইয়ের ব্যক্তিগত সম্পর্ক ‘খারাপ নয়’। তবে ওয়াশিংটন যদি এই সম্পর্ককে পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি বন্ধে কৌশল হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে সেটিকে কেবল ‘উপহাস’ হিসেবেই দেখা হবে।
তিনি আরও বলেন, "যুক্তরাষ্ট্র যদি এখনও সেই পুরনো, ব্যর্থ কৌশল নিয়ে এগিয়ে যেতে চায়, তাহলে উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক তাদের জন্য শুধু এক অপূর্ণ বাসনা হিসেবেই রয়ে যাবে।"
কিম ইয়ো জং বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদে অনুষ্ঠিত তিন দফা শীর্ষ বৈঠকের পর উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা ও ভূরাজনৈতিক অবস্থান ব্যাপক পরিবর্তন ঘটেছে। ফলে উত্তর কোরিয়ার পারমাণবিক রাষ্ট্রের মর্যাদাকে অস্বীকার করার যেকোনো প্রয়াস ‘পূর্ণভাবে প্রত্যাখ্যাত’ হবে।
এদিকে, কেসিএনএর আরেক প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে জোরদার হচ্ছে। সেই ধারাবাহিকতায় সোমবার দীর্ঘ সময় পর পিয়ংইয়ং-মস্কো রুটে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চালু করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে সিঙ্গাপুরে কিম ও ট্রাম্পের প্রথম বৈঠকে কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়ে চুক্তি হয়েছিল। তবে ২০১৯ সালে ভিয়েতনামের হ্যানয়ে দ্বিতীয় বৈঠক মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে মতবিরোধের কারণে ভেস্তে যায়।
ট্রাম্প বরাবরই দাবি করেছেন, কিমের সঙ্গে তার সম্পর্ক ‘চমৎকার’। হোয়াইট হাউসও ইঙ্গিত দিয়েছে, রহস্যময় উত্তর কোরীয় নেতার সঙ্গে ট্রাম্পের ভবিষ্যৎ যোগাযোগে আগ্রহ রয়েছে।
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ//হ.র