আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫ ০২:১২ এএম
নিজ বাড়িতে ধর্ষণের শিকার হামাসের হাত থেকে মুক্ত ইসরায়েলি নারী
হামাসের কাছ থেকে মুক্তি পাওয়ার পর নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলি নারী মিয়া শেম। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হাতে অপহৃত হয়ে গাজায় বন্দী থাকা এই নারী সম্প্রতি তেল আবিবে এক প্রশিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন।
মিয়া জানান, অভিযুক্ত ব্যক্তি তাকে হলিউডের একজন প্রযোজকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে তার বাড়িতে একটি সাক্ষাতের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন আরও একজন পুরুষ, যিনি পরে জানা যায় হলিউড প্রযোজক নন। ঘটনার দিন মিয়া অসুস্থ বোধ করলে পরিবার বিষয়টি সন্দেহ করে এবং তাকে পুলিশের কাছে যেতে উৎসাহিত করে। পুলিশের মাধ্যমে যৌন নির্যাতন-পরবর্তী সেবা কেন্দ্রে গেলে পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া যায়।
মিয়া বলেন, “বন্দিদশায় আমার সবচেয়ে বড় ভয় ছিল ধর্ষণ—কিন্তু মুক্ত হওয়ার পর নিজ বাসাতেই সেই ভয় বাস্তব হয়ে দেখা দিল।” অভিযুক্তকে প্রাথমিকভাবে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি দেওয়া হয় এবং তদন্ত চলমান রয়েছে। ইসরায়েলি গণমাধ্যমে সাক্ষাৎকারে মিয়া পুরো ঘটনা জনসমক্ষে তুলে ধরেন এবং বলেন, “আমি লুকাতে চাই না, বরং চাই সত্য প্রকাশ হোক।”
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ, মেসেজ, ও পারিবারিক পর্যবেক্ষণ তদন্তের আওতায় আনা হয়েছে। পুলিশের তদন্তের পাশাপাশি বিষয়টি নিয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি হচ্ছে।
ভোরের আকাশ//হ.র