গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়াল

গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩ দিন আগে

আপডেট : ১ ঘন্টা আগে

গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়াল

গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়াল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় আরও অন্তত ২৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি। এই সহিংসতায় গাজায় মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে প্রায় ৫১ হাজারে। গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ১৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২৩ জন নিহত হয়েছেন বলে বেশ কয়েকটি চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডজুড়ে আরও হামলা ও হতাহতের খবর আসা অব্যাহত রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মাস আগে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫১ হাজার ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৬ হাজার ৩৪৩ জন আহত হয়েছেন।

হামাস জানিয়েছে, ইসরায়েলি সৈন্যদের পাহারায় থাকা তাদের সংগঠনের এক ফিলিস্তিনি বন্দির অবস্থান সম্পর্কে তারা এখন আর কিছু জানে না। ওই এলাকায় ইসরায়েলের সরাসরি বোমাবর্ষণের পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

জাতিসংঘ জানিয়েছে, দীর্ঘ এই যুদ্ধের ফলে গাজার ৮৫ শতাংশ মানুষ নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন। একইসঙ্গে ধ্বংস হয়েছে গাজার ৬০ শতাংশ অবকাঠামো। মানবিক বিপর্যয়ের মাত্রা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। খাবার, পানি, ওষুধ এবং আশ্রয়ের সংকট মারাত্মক পর্যায়ে পৌঁছেছে।

এর আগেও, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উঠেছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এছাড়া, গাজায় চলমান আগ্রাসনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যার অভিযোগে মামলাও চলছে।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি

খামেনিকে সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ৬৪

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে নিহত ৬৪

দিল্লিতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ‘আটকা কয়েকজন’

দিল্লিতে ভবন ধসে ৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ‘আটকা কয়েকজন’

যুক্তরাজ্য থেকে ‘পালালেন’ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাজ্য থেকে ‘পালালেন’ ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

তরমুজ বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

তরমুজ বোঝাই ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ৫২

নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ৫২

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৩৯ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স

নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে  ১২৪

নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ১২৪

মন্তব্য করুন