আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ১২:১৯ এএম
ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে রাশিয়ার সেনারা মধ্যরাত থেকে ব্যাপক হামলা চালাচ্ছে। হামলায় ব্যবহার করা হচ্ছে ড্রোন ও মিসাইল।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এটি ২০২২ সালের পূর্ণমাত্রার হামলার পর রাজধানী ও আশপাশের এলাকায় সবচেয়ে বড় হামলা।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, হামলায় তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ বছর বয়সী এক বালিকা রয়েছে। যদিও ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে এ বালিকার মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিল সাইবিহা বলেছেন, রাশিয়া কিয়েভে ‘বড়’ হামলা চালিয়েছে এবং এতে শতাধিক ড্রোন ও মিসাইল ব্যবহৃত হয়েছে। তিনি রাশিয়াকে শাস্তিমূলক নিষেধাজ্ঞা দিয়ে যুদ্ধ থামানোর আহ্বান জানিয়েছেন।
আজকের হামলায় জাপোরিজিয়া ও অন্যান্য অঞ্চলেও লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জাপোরিজিয়ায় অন্তত ১৬ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
কিয়েভে অসংখ্য ড্রোন লক্ষ্যবস্তুতে চলে আসায় প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ইউক্রেনের সেনারা মিসাইল ছোড়েছে, যা কয়েক ঘণ্টা ধরে শোনা গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাশিয়ার হামলায় একটি কার্ডিওলজি হাসপাতালেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এদিকে, অনেক কিয়েভবাসী জীবন রক্ষার্থে ভূর্গভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন।
সূত্র: রয়টার্স
ভোরের আকাশ // হ.র