এস.এম সিপার, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫ ০১:১১ এএম
ছবি-ভোরের আকাশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পিরোজপুর জেলা শাখার নবগঠিত কমিটির সঙ্গে পিরোজপুরে কর্মরত গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে পিরোজপুর প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।
সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ এবং পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনা হয়। এতে রাজনীতির স্বচ্ছতা, গণতান্ত্রিক আন্দোলন, জনগণের অধিকার এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহবায়ক এলিজা জামান ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক ও কালের কন্ঠের নির্বাহী সম্পাদক সাঈদ খান।
নেতৃবৃন্দরা বলেন, সাংবাদিকরা সমাজের প্রতিচ্ছবি তুলে ধরেন। তাঁদের কলম ও ক্যামেরার মাধ্যমে অন্যায়, দুর্নীতি ও জনগণের সমস্যাগুলো প্রকাশ পায়। ফলে সমাজ ও রাষ্ট্র সঠিক পথে এগিয়ে যেতে পারে। রাজনৈতিক কর্মকাণ্ডে গণমাধ্যমকে অংশীদার হিসেবে গণ্য করে বিএনপি সর্বদা সাংবাদিকদের পাশে থাকবে বলেও নেতারা উল্লেখ করেন।
ভোরের আকাশ/এসএইচ