লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ০২:৫৫ এএম
কোষ্ঠকাঠিন্য দূর করতে খাওয়ার জন্য ৫টি ফল
কোষ্ঠকাঠিন্য শুধু অস্বস্তিকরই নয়, বরং পেট ব্যথা, পেট ফাঁপা এবং অন্যান্য সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। নিয়মিত মলত্যাগ না হলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়। খাদ্যাভ্যাস, অনিয়মিত খাবারের সময়, দীর্ঘক্ষণ বসে থাকা, অপর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ ইত্যাদি কোষ্ঠকাঠিন্যের কারণ হতে পারে। এই সমস্যার জন্য প্রাকৃতিক প্রতিকার হিসেবে সঠিক ফল খাওয়া খুবই কার্যকর। চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ফল কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে-
১. কলা
ফাইবার সমৃদ্ধ কলা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের জন্য ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পাকা কলা অন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়। তবে সতর্ক থাকতে হবে, কাঁচা কলায় থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ কোষ্ঠকাঠিন্যের বিপরীত প্রভাব ফেলতে পারে।
২. কমলা
কমলায় প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন সি থাকে, যা পেটের জন্য উপকারী। এটি হালকা রেচক হিসেবে কাজ করে এবং কিছু গবেষণায় দেখা গেছে, কমলার ফ্ল্যাভোনয়েড ‘ন্যারিনজেনিন’ কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করতে পারে।
৩. নাশপাতি
নাশপাতিতে ফাইবার ছাড়াও ফ্রুক্টোজ এবং সরবিটল থাকে, যা মল নরম করতে ও মলত্যাগ সহজ করতে সাহায্য করে। নিয়মিত নাশপাতি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে।
৪. আপেল
আপেল, বিশেষ করে খোসাসহ খাওয়া, অদ্রবণীয় ফাইবার সরবরাহ করে যা মলত্যাগ বৃদ্ধি করে। এছাড়া আপেলে থাকা পেকটিন নামক দ্রবণীয় ফাইবারও পেট সুস্থ রাখতে সহায়তা করে। তবে ডায়রিয়া হলে খোসা ছাড়িয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
৫. পেঁপে
পেঁপে কম ক্যালরিযুক্ত, পানি ও ফাইবারে সমৃদ্ধ একটি ফল। এতে থাকা পেপেইন এনজাইম হজমে সাহায্য করে এবং নিয়মিত পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য কমে ও পেট সুস্থ থাকে।
এই ফলগুলো নিয়মিত খাদ্যতালিকায় যোগ করলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকাংশে দূর হবে এবং পেট থাকবে সুস্থ ও স্বাচ্ছন্দ্য। তবে কোনো দীর্ঘস্থায়ী সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই উচিত।
ভোরের আকাশ//হ.র