নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫ ০৫:২৬ এএম
ছবি: সংগৃহীত
চার দিনের সফরে আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান।
তার সফরে অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হবে। সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য জোরদার ও জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টি গুরুত্ব পাবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া, ২৩ আগস্ট ঢাকা আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পরদিন তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসবেন।
বৈঠক শেষে একাধিক সমঝোতা স্মারক সই হতে পারে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/এসএইচ