হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১ সপ্তাহ আগে

আপডেট : ১ সপ্তাহ আগে

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল

বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহনে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে। মঙ্গলবার ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে জানানো হয়। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।

ধর্ম উপদেষ্টা জানান, ১৪৪৬ হিজরির ৯ জিলহজ (চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের ৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট পরিচালিত হবে।

তিনি জানান, এ বছর ৮৭ হাজার ১০০ হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। অনলাইন প্ল্যাটফর্মে বাড়িভাড়ার রিকোয়েস্ট সাবমিট ও উক্ত রিকোয়েস্ট অনুমোদন না হওয়ায় ১০ হাজার ৪৮৭ জন হজ যাত্রী যেতে না পারার শঙ্কা প্রকাশ করেন ধর্ম মন্ত্রণালয়। তবে কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে হজযাত্রী না যেতে পারলে সেই দায় এজেন্সির বলে জানান তিনি।

উল্লেখ্য, এবছর হজযাত্রীদের পরিবহন ব্যবস্থাপনার অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মোট হজযাত্রীর ৪৩ হাজার ৫৫০ জন (৫০ শতাংশ) এবং সৌদিয়া এয়ারলাইনস (৩৫ শতাংশ) এবং ফ্লাইনাস এয়ারলাইনস (১৫ শতাংশ) অবশিষ্ট ৪৩ হাজার ৫৫০ জন হজযাত্রী পরিবহন করবে। চলতি বছর হজের খরচ গত বছরের তুলনায় ১ লাখ টাকার বেশি কমানো হয়েছে।

সরকার দুটি প্যাকেজ ঘোষণা করেছে : প্যাকেজ-১ : মসজিদুল হারাম থেকে ৩ কিমি দূরত্বে আবাসন খরচ : ৪,৭৮,২৪২ টাকা। প্যাকেজ-২ : মসজিদুল হারাম থেকে ১.৫ কিমি দূরত্বে আবাসন। খরচ : ৫,৭৫, ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৪,৮৩,১৫৬ টাকা।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: আলী রীয়াজ

গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: আলী রীয়াজ

সারাদেশে ডিম-মুরগির উৎপাদন পহেলা মে থেকে বন্ধ ঘোষণা

সারাদেশে ডিম-মুরগির উৎপাদন পহেলা মে থেকে বন্ধ ঘোষণা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা

বৈঠকে বাংলাদেশ-পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা

মন্তব্য করুন