নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫ ০৩:১২ পিএম
ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচন চায় জাগপা
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি তাসমিয়া প্রধান বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভারতের প্রভাবমুক্ত ও অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করতে প্রধান নির্বাচন কমিশনারকে আহ্বান জানেছি। পাশাপাশি আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন সিইসি। সোমবার (২৪ মার্চ) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভারতীয় প্রভাবমুক্ত একটা নির্বাচন। গত ১৬ বছরে আমরা দেখেছি বাহিরের হস্তক্ষেপ হয়েছে। সামনের নির্বাচন এমন হবে না এটা আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে সামনের নির্বাচনটি অত্যন্ত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে।
বৈঠকে জাগপার প্রতিনিধি দলে আরও ছিলেন-দলের সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগরের আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার ও যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু।
ভোরের আকাশ/এসএইচ