নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫ ১০:০১ এএম
গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র্যালি আজ
গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র্যালি করবে বিএনপি।
বুধবার (১০ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় র্যালি শুরু হবে। এটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামটরে গিয়ে শেষ হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ঢাকা ছাড়াও দেশের সব মহানগরে আজ এই কর্মসূচি পালন করবেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ ও সংহতি র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
ভোরের আকাশ/এসএইচ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১ সপ্তাহ আগে
আপডেট : ১ সপ্তাহ আগে
গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির র্যালি আজ
গাজা ও রাফায় ইজরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে র্যালি করবে বিএনপি।
বুধবার (১০ এপ্রিল) বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল ৪টায় র্যালি শুরু হবে। এটি কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মগবাজার হয়ে বাংলামটরে গিয়ে শেষ হবে। বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ঢাকা ছাড়াও দেশের সব মহানগরে আজ এই কর্মসূচি পালন করবেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। প্রতিবাদ ও সংহতি র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
ভোরের আকাশ/এসএইচ