নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ১১:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রায় সাত বছর পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন।
বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে যান। সেখানে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খালেদা জিয়া স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় দীর্ঘদিন জনসম্মুখে উপস্থিত হননি। ২০১৮ সালে কারাবন্দি হওয়ার আগে সর্বশেষ তিনি স্বামীর সমাধিতে গিয়েছিলেন।
এদিনের এই সফরকে বিএনপি নেতাকর্মীরা দলের চেয়ারপারসনের রাজনৈতিক পুনরুত্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন। ৫ আগস্টের পর এটাই প্রথমবারের মতো কোনো পারিবারিক বা চিকিৎসা সংক্রান্ত কাজের বাইরে বাইরে বেরোলেন খালেদা জিয়া।
ভোরের আকাশ//হ.র