× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুস্থ থাকলে ভোটে বিএনপির নেতৃত্ব দেবেন খালেদা জিয়া

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১২:১৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শারীরিকভাবে সুস্থ থাকলে বিএনপির ভোট ও নির্বাচনী প্রচার-প্রচারণার নেতৃত্ব দেবেন দলটির চেয়ারপাসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ৮১ বছর বয়সি বেগম খালেদা জিয়া। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে দেশব্যাপী তার জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায় বিএনপি- এমনটাই ধারণা করছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা।

বিশ্লেষকরা ভাবছেন, চার দশক ধরে বিএনপির নেতৃত্ব দেওয়া মানুষটি বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য প্রতিবারই অদ্বিতীয় অবদান রেখে চলছেন। যতবার গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে, প্রতিবার ‘আপোষহীননেত্রী’ খ্যাত বেগম খালেদা জিয়া অবদান রেখেছেন। দেশপ্রেমিক খালেদা জিয়ার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এগোতে চায় দলটি- এমনটাই ভাবছেন দেশের রাজনীতিবিদরা।

১৯৮১ সালের ৩০ মে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর রাজনীতির অঙ্গনে পা রাখেন গৃহবধূ খালেদা জিয়া। প্রথমে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ১৯৯৬ সালে ১৫ ফেব্রুয়ারি এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে তিন দফা বিএনপি সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন খালেদা জিয়া। খালেদা জিয়া ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। তিনি একমাত্র ব্যক্তি যিনি তিনবার গণতান্ত্রিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

বিশ্লেষকরা বলেন, এতেই বোঝা যায়, দেশপ্রেমিক খালেদা জিয়ার জনপ্রিয়তা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতের পরে তিনি জনগণ ও দলের স্বার্থে রাজনীতিতে আসেন। অথচ রাজনীতির প্রতি তার কোনো আগ্রহ ছিল না। কিন্তু দেশ তার কাছে ছিল পরিবারের চেয়েও বড় কিছু।

এ প্রসঙ্গে বিবিসি বাংলাকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।

নির্বাচনে খালেদা জিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত বা পুনরুদ্ধার করার জন্য খালেদা জিয়া প্রতিবার অবদান রেখেছেন। স্বৈরাচারের অত্যাচারেও উনি আপোষ করেননি। এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ। কেন কীভাবে উনি শারীরিকভাবে অসুস্থ হলেন, মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো।

তিনি আরও বলেন, আমরা দেখেছিলাম একজন সুস্থ মানুষ জেলখানায় গিয়েছেন। কিন্তু যখন বেরিয়ে এসেছেন অসুস্থ হয়ে। তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে। সব ঘটনা দেশবাসী জানেন। তারপরেও যে মানুষটির এত বড় অবদান রয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার। আমি সেই দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি বা বিশ্বাস করতে চাই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে যেই প্রত্যাশিত, জনপ্রত্যাশিত যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, উনার শারীরিক সক্ষমতা যদি এলাও করে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন।

রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মো. মাহবুবুর রহমান ভোরের আকাশকে বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন খুবই চ্যালেঞ্জিং হবে। যদি বিএনপি চেয়ারপারসনের শারীরিক সুস্থতা থাকে আর দল তার জনপ্রিয়তাকে কাজে লাগাতে পারে, তাহলে সেটা নিশ্চয়ই দলের জন্য মঙ্গলজনক। বেগম খালেদা জিয়া বিশ্বের ইতিহাসে একজন ক্যারিসম্যাটিক লিডার। তার ব্যক্তিগত আকর্ষণ, আত্মবিশ্বাস এবং দক্ষতার মাধ্যমে দেশবাসীকে গভীরভাবে আকৃষ্ট, অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করতে পারেন। ১৯৯১ ও ২০০১ সালে মানুষের হৃদয়ে যে স্থান করে নিয়েছে এখনো তার স্থান সবার হৃদয়ে রয়েছে। কাজেই, বেগম খালেদা জিয়ার ইমেজ ও দেশত্বাবোধকে ভোটের মাঠে বিএনপির অনেক কাজে দিবে বলে মনে করছেন এই রাজনৈতিক বিশ্লেষক।

মাহবুবুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার ক্যারিসম্যাটিক নেতৃত্ব ও চারিত্রিক গুণাবলীর কারণেই তিনি আপোসহীন। তিনি তার প্রবল আত্মবিশ্বাসের মধ্যদিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল সংগ্রাম করেছেন। দেশ যখনই স্বৈরাচার ও ফ্যাসিস্টদের কবলে পড়েছে, তখনই তিনি কঠোর পদক্ষেপ ও জনগণের মাঝে প্রেরণা সৃষ্টি করে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্ষম হয়েছেন।

তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে সংগ্রাম করেছেন। ৯০ সালের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও গত ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনার দেশ ও জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করায় তাকে দীর্ঘ ৬ বছর কারাবরণ করতে হয়েছে। একইসঙ্গে ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চলাকালে প্রতিনিয়ত দলে শীর্ষ নেতৃবৃন্দের পরামর্শ দিতেন এই সাহসী নেত্রী। তিনি একজন মাঠের মানুষ, রাজনৈতিক অঙ্গনের সবার প্রিয় মানুষ, তাকে নির্বাচনী কাজে লাগাতে পারলে বিএনপি ভোটে এগিয়ে থাকিবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এই রাজনৈতিক বিশ্লেষক। বিএনপি মনে করছে, সংসদ নির্বাচনের ভোটের নেতৃত্বে রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। দীর্ঘ ১০ বছর পর তিনি সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন।

বিএনপির একাধিক সূত্র জানায়, খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেটপ্রুফ মিনিবাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে।

বিএনপির জেষ্ঠ্যে নেতারা জানান, এই মিনিবাসেই খালেদা জিয়া দেশজুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল। সফরে বিভিন্ন জেলায় যাত্রাবিরতি ও জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে প্রচারণার সূচি, ভ্রমণপথ ও জনসভাস্থল নির্ধারণের কাজ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই খালেদা জিয়ার নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। প্রাথমিকভাবে ফেনী-১ আসনে খালেদা জিয়া প্রার্থী হতে পারেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন।

দলীয় সূত্র আরও জানায়, সশরীরে প্রচারণায় অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে; তবে শারীরিক অসুবিধার কারণে যদি তা সম্ভব না হয়, প্রযুক্তির সহায়তায় খালেদা জিয়া প্রচারণায় অংশ নেবেন।

বিএনপির এক জেষ্ঠ্যে নেতা বলেন, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া নিজেই মাঠে থাকতে চান। তার মাঠে নামা মানেই কর্মীদের মধ্যে নতুন প্রাণ ফিরে আসবে। ২০১৫ সালে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রচারে অংশ নেওয়ার পর এবারই প্রথম খালেদা জিয়াকে পূর্ণমাত্রায় প্রচারণায় দেখা যাবে। বর্তমানে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিবেচনায় প্রতিটি পদক্ষেপে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এদিকে, ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে প্রচারণার সূচি, ভ্রমণপথ ও জনসভাস্থল নির্ধারণের কাজ। দলীয় প্রচার কমিটি জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই খালেদা জিয়ার নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

গত ৩০ জুলাই ফেনী জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ফেনী থেকে প্রার্থী হবেন।

ভোরের আকাশ/এসএইচ

  • শেয়ার করুন-
অপূর্ণাঙ্গই থাকছে জুলাই সনদ

অপূর্ণাঙ্গই থাকছে জুলাই সনদ

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

সোনারগাঁয়ে জিএম সাদরিলের গণসংযোগ

সোনারগাঁয়ে জিএম সাদরিলের গণসংযোগ

পিরোজপুরে ‎প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়ালি সাক্ষাৎ

পিরোজপুরে ‎প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে তারেক রহমানের ভার্চুয়ালি সাক্ষাৎ

আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চাই: সিইসি

আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চাই: সিইসি

 ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

ভোট গ্রহণ কর্মকর্তার তালিকা প্রস্তুতিতে ব্যস্ত নির্বাচন কমিশন

 গাজা যুদ্ধবিরতি: মিসরে ইসরায়েল-হামাসের পরোক্ষ আলোচনা শুরু

গাজা যুদ্ধবিরতি: মিসরে ইসরায়েল-হামাসের পরোক্ষ আলোচনা শুরু

 নির্বাচনের ২৪ ঘণ্টা না যেতেই বিসিবি পরিচালনায় পরিবর্তন!

নির্বাচনের ২৪ ঘণ্টা না যেতেই বিসিবি পরিচালনায় পরিবর্তন!

 খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খেলে কী হয়? জানুন আশ্চর্য সব উপকারিতা

খালি পেটে অ্যাপল সিডার ভিনেগার খেলে কী হয়? জানুন আশ্চর্য সব উপকারিতা

 যে ৭ অভ্যাস নীরবে নষ্ট করছে আপনার কিডনি

যে ৭ অভ্যাস নীরবে নষ্ট করছে আপনার কিডনি

সংশ্লিষ্ট

সুস্থ থাকলে ভোটে বিএনপির নেতৃত্ব দেবেন খালেদা জিয়া

সুস্থ থাকলে ভোটে বিএনপির নেতৃত্ব দেবেন খালেদা জিয়া

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে আমরা আশাবাদী: মির্জা ফখরুল

তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে আমরা আশাবাদী: মির্জা ফখরুল

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তুরস্ক: আমীর খসরু

নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী তুরস্ক: আমীর খসরু