নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১২:৫৬ এএম
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, বিক্ষোভে উত্তাল বাংলামোটর
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাতে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এই বিস্ফোরণ ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। তিনি জানান, “ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই মাসের পদযাত্রার চিত্র প্রদর্শনী বহনকারী গাড়িতে ককটেল হামলা চালানো হয়েছে, এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।”
ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে বিক্ষোভে ফেটে পড়ে এনসিপির নেতাকর্মীরা। তারা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
নেতাকর্মীরা অভিযোগ করেন, এটি পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং এর মাধ্যমে দলীয় কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে একই এলাকায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় দলীয় নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে চারজন আহত হন।
আহতরা হলেন—
পুনরায় একই জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, একের পর এক হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দলটির নেতারা দাবি করেছেন, এ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে।
ভোরের আকাশ//হ.র