এক রাতে রাজধানীর পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগারগাঁও, মিরপুর, হাতিরঝিল, পল্লবী ও বিমানবন্দর এলাকায় হামলা হয়। এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়।পুলিশ বলছে, ঘটনাগুলোর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।আগারগাঁওশনিবার (১৫ নভেম্বর) রাত ৯টা ১০ মিনিটে আগারগাঁওয়ের এডিবি ভবনের পাশে ডিউটিরত পুলিশ সদস্যদের খুব কাছেই ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, এডিবি ভবনের সামনের সড়কে হঠাৎ একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন পাশেই আমাদের পুলিশ ডিউটি করছিল। মোটরসাইকেলে এসে অতর্কিতভাবে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। আমরা সিসি ফুটেজ সংগ্রহ করেছি। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে আমরা কাজ করছি।মিরপুর ও হাতিরঝিলশনিবার সোয়া ৭টার মধ্যে মিরপুর ও হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে হাতিরঝিল এলাকায় ককটেল বিস্ফোরণে একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হলেও মিরপুরে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।মিরপুরের বিআরটিএ কার্যালয়ের ভেতরে সন্ধ্যা ৬টায় বিস্ফোরণ ঘটে। এর কিছুক্ষণ পর হাতিরঝিল মধুবাগ ব্রিজের ওপর থেকে নিচের সড়কে ককটেল নিক্ষেপ করা হয়। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ফুয়াদ আহমেদ বলেন, সংবাদ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরণটি তদন্ত করা হচ্ছে।পল্লবীসন্ধ্যা ৭টা ২০ মিনিটে পল্লবী মেট্রো স্টেশনের ১৭৭ নম্বর পিলারের নিচে পরপর একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে।স্থানীয়রা জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। হঠাৎ বিস্ফোরণে মেট্রো স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন।পল্লবী থানা পুলিশ জানায়, ‘ঘটনার পরপরই টিম ঘটনাস্থলে গেছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।’বিমানবন্দর রেলস্টেশনশনিবার রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বলেন, রাতে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে। আমরা জেনেছি দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।ভোরের আকাশ/এসএইচ
১৬ নভেম্বর ২০২৫ ০৯:৫০ এএম
বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।শনিবার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ।তিনি বলেন, রাতে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশ দেখছে। আমরা জেনেছি দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।এর আগে আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সামনেসহ পল্লবী, হাতিরঝিল, মৌচাক ও মিরপুরসহ পাঁচস্থানে হাতবোমা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল থেকে রাত ৮টা ২০ মিনিটের মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। এর মধ্যে রাত ৮টা ২০ মিনিটের দিকে এডিবি ভবনের সামনে একটি হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।ভোরের আকাশ/এসএইচ
১৬ নভেম্বর ২০২৫ ১০:০৫ এএম
নিউ ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, পথচারী আহত
রাজধানীর নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এতে এক পথচারী আহত হয়েছেন।রোববার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আব্দুল বাসির (৫০)। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আব্দুল বাসির। তিনি হেঁটে বাংলামোটরে তাঁর অফিসে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণে আহত হন।স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ১৩ নভেম্বর নির্ধারিত ছিল। এই রায়ের প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করা হয় এবং কার্যক্রম সীমিত করা হয়।৭ নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়েছে। আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণার কথা রয়েছে। রাজনৈতিক উত্তেজনার কারণে আওয়ামী লীগ অনলাইনে আবার কর্মসূচি ঘোষণা করেছে।পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং আহত আবদুল বাসিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নজরদারির মধ্যে রাখা হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
১৬ নভেম্বর ২০২৫ ১০:১৫ এএম
টিএসসিতে ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (টিএসসি) এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায়।বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের দিক থেকে টিএসসির দিকে এই ককটেল দুটি নিক্ষেপ করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল দুটি ছোড়ে। টিএসসির সামনে ককটেল দুটি বিস্ফোরিত হয়। ককটেল বিস্ফোরণের পরেই ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দেন তারা।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে কেউ একজন ককটেলগুলো ছুড়েছে। আমরা প্রক্টোরিয়াল টিম পাঠিয়েছি। পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। আমরা সিসিটিভি ফুটেজ চেক করছি।ভোরের আকাশ/এসএইচ
১২ নভেম্বর ২০২৫ ১০:২৪ পিএম
রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, চার বাসে আগুন
রাজধানীর আট স্থানে ককটেল বিস্ফোরণ ও চার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসব ঘটনায় হতাহতের খবর না পাওয়া গেলেও আতঙ্ক দেখা যায় অনেকের মাঝে। সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অন্তত আট স্থানে ককটেল বিস্ফোরণ ও তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে সকালে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং কবি ও চিন্তক ফরহাদ মজহারের খাদ্যপণ্যের প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে ককটেল ছোড়া হয়। এ ছাড়া সকালে ধানমন্ডির দুটি স্থান ও মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়। এরপর সন্ধ্যায় মৌচাক, শেরেবাংলা নগর, মিরপুর-১০ ও খিলগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া বাসে আগুন দেওয়া হয় বাড্ডা, শাহজাদপুর, ধানমন্ডি ও যাত্রাবাড়ী এলাকায়। আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিশেষ কোনো দিন টার্গেট করে এসব অপতৎপরতা চালানো হচ্ছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলেই মনে হচ্ছে। কারণ এর আগেও বিভিন্ন সময়ে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। তিনি জানান, সকাল ৭টার দিকে মোহাম্মদপুর এলাকায় প্রবর্তনার সামনের সড়কে ও সীমানা প্রাচীরের ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।এদিকে, প্রায় একই সময়ে ধানমন্ডি ২৭ নম্বরের মাইডাস সেন্টারের সামনে এবং ৯/এ নম্বর সড়কে ইবনে সিনা হাসপাতালের সামনে দুটি করে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, দুই ঘটনাতেই মোটরসাইকেলে আসা দুজন করে ব্যক্তি ককটেল ছোড়েন। এতে কিছুটা আতঙ্ক ছড়ালেও কেউ আহত হননি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।এর আগে ভোর পৌনে ৪টার দিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, সিসি ক্যামেরা দেখে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সে সঙ্গে থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।এদিকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মিরপুর ১০ নম্বরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানতে পারেনি পুলিশ। এছাড়া সন্ধ্যা ৬টায় মৌচাক ক্রসিংয়ের সামনে মগবাজার মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল ছোড়া হয়। আর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ওপর ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।শেরেবাংলা নগর থানার ওসি ইমাউল হক জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে বেতার ভবনের সামনের সড়কে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।চার বাসে আগুন সোমবার সকালে আধা ঘণ্টার ব্যবধানে বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এবং যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনের একটি বাসে আগুনের খবর পাওয়া গেছে।ফায়ার সার্ভিস সদরদপ্তর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মো. শাহজাহান জানান, শাহজাদপুর এলাকায় সকাল পৌনে ৬টার দিকে যাত্রীবাহী ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আর সকাল সোয়া ৬টার দিকে বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আগুন দেওয়া হয় আকাশ পরিবহনের একটি বাসে।ভোরের আকাশ/এসএইচ
১১ নভেম্বর ২০২৫ ০৮:০২ এএম
এনসিপির প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সোমবার (১০ নভেম্বর) রাত ১১দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, রাত ১১টার দিকে এনসিপির কার্যালয় লক্ষ্য করে ৫টি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে ৪টি ককটেল বিস্ফোরিত হয়। একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় এনসিপির নেতাকর্মীরা দুজনকে আটক করেন। পরে পুলিশ আটক ব্যক্তিদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।ভোরের আকাশ/এসএইচ
১১ নভেম্বর ২০২৫ ০১:০৯ এএম
আবারও এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এই বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন।তিনি জানান, “আমাদের কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এ ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।”বিস্ফোরণে ইমন হাওলাদার নামের একজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কলাবাগান থানার যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।এর আগে গত ২ জুলাই রাতে একই স্থানে এনসিপির পদযাত্রার প্রদর্শনী গাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই এলাকায় সম্প্রতি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করেও ককটেল নিক্ষেপ করা হয়েছিল।ঘটনার পুনরাবৃত্তি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভোরের আকাশ/হ.র
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) রাতে রূপায়ন ট্রেড সেন্টারের সামনে এই বিস্ফোরণ ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। তিনি জানান, “ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই মাসের পদযাত্রার চিত্র প্রদর্শনী বহনকারী গাড়িতে ককটেল হামলা চালানো হয়েছে, এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।”ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে বিক্ষোভে ফেটে পড়ে এনসিপির নেতাকর্মীরা। তারা দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।নেতাকর্মীরা অভিযোগ করেন, এটি পূর্ব পরিকল্পিত সন্ত্রাসী হামলা এবং এর মাধ্যমে দলীয় কার্যক্রমে বাধা দেওয়ার চেষ্টা চলছে।উল্লেখ্য, এর আগে ২৩ জুন রাত সাড়ে ১০টার দিকে একই এলাকায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় দলীয় নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে চারজন আহত হন।আহতরা হলেন—এনসিপি শ্রমিক উইংয়ের শফিকুল ইসলামযুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রবহাজারীবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব সুমন হোসেনঢাকা মহানগর এনসিপির সদস্য আসিফ উদ্দিন সম্রাট।পুনরায় একই জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, একের পর এক হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দলটির নেতারা দাবি করেছেন, এ ঘটনায় দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে।ভোরের আকাশ//হ.র
০২ জুলাই ২০২৫ ০২:৫৬ পিএম
এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ জুন) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে এ বিস্ফোরণ ঘটে।দলটির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত। তিনি বলেন, “বিস্ফোরণের সময় সদস্য সচিব আখতার হোসেন অফিসের নিচে অবস্থান করছিলেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে।”বিস্ফোরণে আহত হয়েছেন কেন্দ্রীয় শ্রমিক সংগঠক শফিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাজারিবাগ থানার সিনিয়র যুগ্ম সদস্য সচিব সুমন হোসেন এবং ধানমন্ডি থানার সংগঠক আব্দুর রব। বিষয়টি নিশ্চিত করেছেন যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।উল্লেখ্য, এর আগের দিন রবিবারও (২২ জুন) এনসিপি কার্যালয়ের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত একটি গাড়ি থেকে বাংলামোটর মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের সামনে ককটেল ছুড়ে মারলে তা বিস্ফোরিত হয়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।পরপর দু’দিনের এই ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।ভোরের আকাশ//হ.র