ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৫ ১২:২০ পিএম
পথে পথে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল
দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। মঙ্গলবার সকাল ১০টা ৪২ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
খালেদা জিয়ার গাড়িবহর সকাল ১১টায় বিমানবন্দর থেকে বের হয়। এ সময় নেতা-কর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। কারও হাতে ফুল, কেউ ব্যানার-প্ল্যাকার্ড, অনেকেই আবার খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরে আছেন।
নানা স্লোগান দিয়ে নেত্রীকে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত বরণ করছেন নেতাকর্মীরা। ‘খালেদা জিয়ার আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘খালেদা, জিয়া’, ‘তারেক, রহমান’, ‘খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা।
রাজধানীর ক্ষিলখেত এলাকায় অবস্থান করছে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বিভিন্ন জেলা থেকে আগত ও ঢাকার বিভিন্ন ইউনিটের ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। তারা পিকআপ কিংবা বাসে করে গান বাজাতে-বাজাতে দলের পতাকা, দেশের পতাকা উপস্থিত হয়েছেন নেত্রীকে স্বাগত জানাতে। কেউ-কেউ মাথায় দলের পতাকা লাগিয়ে এসেছেন।
ভোরের আকাশ/এসএইচ