স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১১ জুলাই ২০২৫ ০৫:৩৫ এএম
টি-টোয়েন্টি সিরিজেও হারের শুরু বাংলাদেশের
ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও হারের বৃত্তে থাকল বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৬ উইকেটে সংগ্রহ করে ১৫৪ রান। জবাবে মাত্র ৬ ওভারে ৮৩ রান তুলে নেয় শ্রীলঙ্কার দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। তাদের বিধ্বংসী শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ১ ওভার হাতে রেখেই সহজ জয় তুলে নেয় লঙ্কানরা।
শুরুটা অবশ্য মন্দ ছিল না বাংলাদেশের। ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান ৫ ওভারে ৪৬ রানের জুটি গড়েন। এরপরেই ছন্দপতন। অধিনায়ক লিটন দাস ব্যাট হাতে আবারও ব্যর্থ। গুগলিতে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হন তিনি। আউট হওয়ার পরও নেন অপ্রয়োজনীয় রিভিউ, যা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
ব্যাটিং অর্ডারে নেমে স্ট্রাইক রেটের প্রশ্নে সমালোচনার মুখে পড়েছেন দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফেরা মোহাম্মদ নাঈম। তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ কেউই খেলতে পারেননি কার্যকর ইনিংস। শেষদিকে শামীম হোসেন ৫ বলে দুটি ছক্কায় ১৪ রান তুলে দলকে ১৫০ রানে পৌঁছাতে সাহায্য করেন।
বোলিংয়েও বাজে শুরু করে বাংলাদেশ। বিশেষজ্ঞ বোলার মুস্তাফিজুর রহমানকে একাদশের বাইরে রেখে ব্যাটিং লাইনআপ ভারী করলেও, মাঠে তা কোনো কাজে আসেনি। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে সুযোগ দেওয়া হলেও তিনি বোলিং কিংবা ব্যাটিং—কোনোটিতেই নজর কাড়তে পারেননি।
ম্যাচে বাংলাদেশের পক্ষে একমাত্র দর্শনীয় মুহূর্ত ছিল শামীম হোসেনের অসাধারণ ক্যাচ, যেটিতে থেমে যায় কুশল মেন্ডিসের ৭৩ রানের বিধ্বংসী ইনিংস। কিন্তু তা ম্যাচের ভাগ্য বদলাতে পারেনি।
শ্রীলঙ্কার লেন্থ বল এবং সোজা লাইনে বোলিংয়েই ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে বাংলাদেশ। অপরদিকে, শ্রীলঙ্কার দুই ওপেনার ‘লা জবাব’ ব্যাটিংয়ে প্রমাণ করেছেন, এই উইকেটে ১৫০ রানের আশপাশে স্কোর লড়াইয়ের জন্য যথেষ্ট নয়।
এই হারে টি-টোয়েন্টি সিরিজেও ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে না পারলে সিরিজ হাতছাড়া হওয়া সময়ের ব্যাপার মাত্র।
ভোরের আকাশ//হ.র