স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১০:১৪ এএম
ছবি- সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো এবার ফুটবল মাঠের বাইরেও ইতিহাস গড়েছেন। পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই পর্তুগিজ ফরোয়ার্ড বিশ্বের প্রথম সক্রিয় ফুটবলারের মর্যাদায় বিলিয়নিয়ার হয়ে উঠেছেন।
যুক্তরাষ্ট্রের আর্থিক তথ্য সংস্থা ব্লুমবার্গের মতে, রোনালদোর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১৪০ কোটি মার্কিন ডলার, যা তার ক্যারিয়ারের আয়, বিনিয়োগ ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্টসহ গণনা করা হয়েছে। ২০০২ থেকে ২০২৩ সালের মধ্যে রোনালদো শুধুমাত্র বেতন থেকে ৫৫ কোটি ডলারের বেশি উপার্জন করেছেন। এছাড়া নাইকিসহ বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তার দীর্ঘমেয়াদি চুক্তি তাকে বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ ডলার আয় দেয়।
২০২২ সালে রোনালদো ইউরোপীয় ফুটবলকে বিদায় দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেন, যেখানে তার চুক্তি করমুক্ত ২০ কোটি মার্কিন ডলার বেতনধারার। সম্প্রতি তিনি আরও দুই বছরের নতুন চুক্তি করেছেন, যার মোট মূল্য ৪০ কোটি ডলার।
ফোর্বস সাময়িকীর তালিকায় তিন বছর ধরে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদ হিসেবে শীর্ষে থাকা রোনালদো কেবল ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়ই নন, বরং তিনি ফুটবলের সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন হিসেবেও স্বীকৃত।
ভোরের আকাশ/তা.কা