ছবি : সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া পোশাক নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে। শুরুর দিকে এ অভিনেত্রী টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখে, ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।
এরপর থেকে একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে জয় করেছেন দর্শক হৃদয়।
তবে এবার অভিনয় নয়, বরং ব্যক্তিগত জীবনের এক ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেই সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণের কিছু মুহূর্ত নেটদুনিয়ায় শেয়ার করেন শবনম ফারিয়া। সেখানে তাকে দেখা যায় কালো রঙের টি-শার্ট ও ছোট প্যান্টে, হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরাবন্দী হতে। তবে সেই ছবি নেটিজেনদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ ফারিয়ার স্বাধীনতা ও ভ্রমণ উপভোগের প্রশংসা করলেও, অনেকেই পোশাক নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।
ফারিম মিহা নামের একজন মন্তব্য করেছেন, এটাই আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে। অন্য একজন লিখেছেন, আপা দেখি হাফ প্যান্ট পরে। দেবদাস নামের এক নেটিজেনের ভাষ্য, এই হইছে এদের আসল পরিচয়, এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া পোশাক নিয়ে আবারও আলোচনার কেন্দ্রে। শুরুর দিকে এ অভিনেত্রী টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে মিডিয়া জগতে পা রাখে, ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন।এরপর থেকে একের পর এক জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয় করে জয় করেছেন দর্শক হৃদয়।তবে এবার অভিনয় নয়, বরং ব্যক্তিগত জীবনের এক ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেই সমালোচনার মুখে পড়েছেন তিনি।সম্প্রতি শ্রীলঙ্কা ভ্রমণের কিছু মুহূর্ত নেটদুনিয়ায় শেয়ার করেন শবনম ফারিয়া। সেখানে তাকে দেখা যায় কালো রঙের টি-শার্ট ও ছোট প্যান্টে, হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় ক্যামেরাবন্দী হতে। তবে সেই ছবি নেটিজেনদের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ কেউ ফারিয়ার স্বাধীনতা ও ভ্রমণ উপভোগের প্রশংসা করলেও, অনেকেই পোশাক নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।ফারিম মিহা নামের একজন মন্তব্য করেছেন, এটাই আসল রূপ, দেশে থাকলে শুধু ভণ্ডামি করে। অন্য একজন লিখেছেন, আপা দেখি হাফ প্যান্ট পরে। দেবদাস নামের এক নেটিজেনের ভাষ্য, এই হইছে এদের আসল পরিচয়, এদের নষ্টামি দেখলে মনটা কয় বাকিটা ইতিহাস।ভোরের আকাশ/মো.আ.
ভারতের কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রি থেকে ‘ব্যান’ করা হয়েছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে, এমন খবর ছড়িয়েছে সম্প্রতি। গুঞ্জনটি ছড়ানোর পরই মুখ খুললেন রাশমিকা; স্পষ্ট করলেন বিষয়টি।সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকা জানালেন, ইন্ডাস্ট্রির সঙ্গে তার সম্পর্কে ছড়ানো খবরের সঙ্গে বাস্তবতার মিল নেই।রাশমিকা বলেন, ‘বাইরের মানুষ জানে না ভেতরে কী চলছে। আমরা সব সময় ব্যক্তিগত জীবন ক্যামেরার সামনে আনতে পারি না বা অনলাইনে শেয়ার করি না। তাই অনেকে যা বলেন, তা সব সময় সত্য নয়। তবে পেশাগত সমালোচনা আমরা শুনি এবং নিজেদের উন্নতির জন্য তা কাজে লাগাই।রাশমিকা তার অভিনয় জীবন শুরু করেন কন্নড় ছবির হাত ধরে। তারপর তিনি পুরো ভারতজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। গত কয়েক বছরে তিনি হিন্দি, তেলুগু এবং তামিল ছবিতে কাজ করেছেন। তবে দীর্ঘ সময় ধরে রাশমিকা কন্নড় ছবিতে কাজ না করার কারণে কর্ণাটকে তাকে ‘ব্যান’ করা হয়েছে, এমন গুঞ্জন আরও জোরালো হয়। এ বিষয়ে রাশমিকার ভাষ্য, ‘আমাকে কেউ ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করেনি। এসব শুধু ভুল বোঝাবুঝি।এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে এমনিতেও আলোচনায় রাশমিকা। সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন। গত ৩ অক্টোবর বিজয়ের বাড়িতে পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বাগদান অনুষ্ঠিত হয়। শোনা যাচ্ছে, আগামী ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে পারে, যদিও এ বিষয়ে দুজনেই প্রকাশ্যে কিছু বলেননি।ভোরের আকাশ/তা.কা
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায়। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের মতামত প্রকাশ করে সমসাময়িক কনটেন্ট নির্মাতাদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।সাক্ষাৎকারের একটি ক্লিপ নিজের ফেসবুক পেজে শেয়ার করে পিয়া লিখেছেন, “আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না।”পিয়া জানান, সমাজে ইতিবাচক প্রভাব ফেলাই একজন মিডিয়া কর্মীর মূল দায়িত্ব হওয়া উচিত।“যদি আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, তাহলে এটা আপনার দায়িত্ব সমাজকে গঠন করা, নোংরা কনটেন্ট ছড়িয়ে সমাজকে দূষিত করা নয়। শুধু ভিউ বা ট্রেন্ডের জন্য আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না,” — বলেন তিনি।জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী আরও যোগ করেন, “যদি আপনি একজন পাবলিক ফিগার হন, মনে রাখবেন মানুষ আপনাকে অনুসরণ করে। আপনার প্রতিটি কথা, প্রতিক্রিয়া তাদের প্রভাবিত করে। তাই সব বেহুদা প্রশ্নের উত্তর দেওয়া জরুরি নয়। ভুল বার্তা ছড়ানো কখনোই দায়িত্বশীলতার পরিচয় নয়।”প্রেজেন্টার ও সাংবাদিকদের প্রতিও পরামর্শ দিয়েছেন পিয়া জান্নাতুল। তার ভাষায়, “প্রেজেন্টারদের বলব, এটা আপনাদের ৮০ শতাংশ দায়িত্ব কী প্রশ্ন করছেন তা ভেবে নেওয়া। প্রডিউসার বা অন্য কেউ বললেও, সচেতন থাকা জরুরি। কারণ দর্শক মনে রাখে না কে প্রশ্ন করতে বলেছিল—তারা মনে রাখে আপনি প্রশ্ন করেছিলেন।”শেষে সবাইকে আহ্বান জানিয়ে পিয়া বলেন, “আসুন, আমরা সবাই একটু দায়িত্ব নিই। যা তৈরি করছি, তা যেন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে, দূষণ নয়।”উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জেতেন পিয়া জান্নাতুল। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়েও তিনি দারুণ সাফল্য পেয়েছেন। ‘চোরাবালি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বর্তমানে তিনি আইন পেশায়ও যুক্ত—সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ করছেন পিয়া।ভোরের আকাশ//হর
সময়টা যেন খুব একটা ভালো যাচ্ছে না বলিউড জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের। একাধারে একের পর এক সিনেমা থেকে বাদ পড়ছেন দীপিকা। অন্যদিকে, গত দু'বছরে হাতে তেমন উল্লেখযোগ্য কোনো ছবি নেই রণবীরেরও। যদিও কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।এর মাঝে জীবনে এসেছে কন্যা দুয়ার জন্ম। মেয়ের বয়স সবে এক বছর হলো। এমন কঠিন বা ব্যস্ত সময়ের মাঝেই একেবারে নতুন রূপে ধরা দিলেন এই তারকা দম্পতি। হিজাব পরেছেন দীপিকা, আর শেখদের মতো ঐতিহ্যবাহী পোশাক ও লম্বা দাড়িতে দেখা যাচ্ছে রণবীরকে।রণবীর ও দীপিকার এমন ভিন্নধর্মী সাজপোশাক দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো কৌতূহল প্রকাশ করেছেন নেটিজেনরা। অনেকেই আবার আবেগে আপ্লুত হয়ে প্রশংসা করেছেন।জানা গেছে, সম্প্রতি আবু ধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই সুপারস্টার জুটি। সেই প্রমোশনাল ভিডিওটিতে দীপিকা ও রণবীর ঘুরে ঘুরে শহরটির বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান দর্শকদের দেখাচ্ছেন।বিশেষত, মেয়ে হওয়ার পর এটিই এই দম্পতির প্রথম একসঙ্গে কাজ। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়েই পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন এই তারকা অভিনেত্রী।অভিনেত্রীর নতুন এই রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন তার ভক্তরা। কেউ কেউ কমেন্ট বক্সে লিখেছেন, ‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে।’ আবার কারো কারো মতে, ‘হিজাবে যেন আরও সুন্দর লাগছে দীপিকাকে।’ সবমিলিয়ে, রণবীর-দীপিকার নতুন এই লুক এখন নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।ভোরের আকাশ/তা.কা