ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫ ১০:৪৭ পিএম
আফগানিস্তানের সংগ্রহ ১৫১, বাংলাদেশের সামনে ১৫২ রানের লক্ষ্য
শারজাহতে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল আফগানিস্তান। শুরুতে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলে দিয়েছিল বাংলাদেশ। তবে শেষ দিকে মোহাম্মদ নবির ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করেছে আফগানরা। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৫২ রান।
ইনিংসের শুরুতেই নাসুম আহমেদ আঘাত হানেন। তার বলে বোল্ড হয়ে ফেরেন ওপেনার ইব্রাহিম জাদরান (১০ বলে ১৫)। অন্য ওপেনার সাদিকুল্লাহ অটলও বেশিক্ষণ টিকতে পারেননি, করেছেন মাত্র ১২ বলে ১০ রান।
এরপর দারউইস রাসুলি ও মোহাম্মদ ইশাক দ্রুত বিদায় নিলে ৪০ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। সেখান থেকে দলকে সামলে তোলেন রহমানুল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই। গুরবাজ করেন দলের সর্বোচ্চ ৪০ রান।
শেষের দিকে আসে মোহাম্মদ নবির ঝড়। বিশেষ করে তাসকিন আহমেদের এক ওভারে তিনটি ছক্কা হাঁকান তিনি। যদিও সেই ওভারেই বিদায় নিতে হয় তাকে। নবির ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৮ রান। এছাড়া শরাফুদ্দিন আশরাফ অপরাজিত থাকেন ১২ বলে ১৭ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ ও তাসকিন আহমেদই ছিলেন সবচেয়ে সফল। এখন জয়ের জন্য ব্যাট হাতে নামতে হবে টাইগারদের।
ভোরের আকাশ//হ.র