স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ১২:০৯ এএম
আইসিসি থেকে র্যাঙ্কিংয়ে সুখবর পেলেন সাকিব-হৃদয়
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও বাংলাদেশ দলের কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কাড়তে সক্ষম হয়েছেন। এর ইতিবাচক প্রতিফলন দেখা গেছে আইসিসির সাম্প্রতিক র্যাঙ্কিং হালনাগাদে।
উইকেটকিপার ব্যাটার জাকের আলি তিন ম্যাচে যথাক্রমে ৫১, ২৪ ও ২৭ রান করে র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৫৯ নম্বরে।
এছাড়া সিরিজে টানা দুটি ফিফটি করে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। শেষ দুই ম্যাচে করেছেন সমান ৫১ রান। ব্যক্তিগত উন্নতির ধারায় ব্যাটারদের তালিকায় তিনি এগিয়েছেন বেশ কয়েক ধাপ।
অন্যদিকে, প্রথম ম্যাচে ৬২ রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিম এগিয়েছেন ১৯ ধাপ, বর্তমানে আছেন ৮৫ নম্বরে।
তবে ব্যাটিং র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ৮ ধাপ পিছিয়ে লিটন অবস্থান করছেন ৭৮ নম্বরে। শান্ত নেমেছেন ৬ ধাপ, এখন অবস্থান ৩৪ নম্বরে।
বোলারদের তালিকায় উন্নতি করেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। সিরিজে ৬ উইকেট নিয়ে তিনি ১৮ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৯২ নম্বরে। তাসকিন আহমেদ এগিয়েছেন ২ ধাপ, অবস্থান করছেন ২৬ নম্বরে। অন্যদিকে মুস্তাফিজুর রহমান পিছিয়েছেন ১১ ধাপ, এখন তার অবস্থান ৪৬ নম্বরে।
ভোরের আকাশ/হ.র