ব্রাজিল কোচ আনচেলত্তিকে এক বছরের দণ্ড
কর ফাঁকির মামলায় ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি তাকে প্রায় ৩ লাখ ৮৬ হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সাড়ে আট কোটি টাকার বেশি জরিমানাও গুণতে হবে।
মামলার বিবরণীতে বলা হয়, আনচেলত্তি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে নিজের আয় থেকে প্রায় ১০ লাখ ইউরো কর ফাঁকি দেন।
তবে, এই দণ্ড কার্যকর হলেও তাকে জেলে যেতে হবে না। স্পেনের প্রচলিত আইনে এক বছরের কম সাজার ক্ষেত্রে এবং যদি ব্যক্তি আগে অপরাধ না করে থাকেন, তবে তা স্থগিত রাখা যায়।
আদালতে আনচেলত্তি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে তিনি প্রতারণা করেননি। বরং আর্থিক বিষয়গুলো তার আর্থিক পরামর্শকদের ওপর নির্ভর করে পরিচালিত হচ্ছিল। তিনি বলেন, রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে যে বেতন প্রস্তাব পেয়েছিলেন, তা 'নেট' হিসেবে বিবেচনা করেছিলেন এবং কর কাঠামো নিয়ে আলাদা করে চিন্তা করেননি।
এর আগে, আদালতে আনচেলত্তির আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান। তবে প্রসিকিউশন তার জন্য প্রায় পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার দাবি জানায়।
বর্তমানে ৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২1 সালের ডিসেম্বরে পুরোনো করের সব পাওনা পরিশোধ করে দেন। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর তিনি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
ক্লাব বিশ্বকাপে নিজের সেরাটা না দিতে পারলেও মেজর লিগ সকারে (এমএলএস) রীতিমতো উড়ছেন লিওনেল মেসি। টানা চার ম্যাচে জোড়া গোল করেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি। সবশেষ নিউইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়ে রেকর্ড গড়েছেন মেসি।বৃহস্পতিবার (১০ জুলাই) নিউ ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ইন্টার মায়ামি। যেখানে জোড়া গোল করেছেন মেসি। এতে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোল করলেন মেসি। ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই মায়ামিকে এগিয়ে দেন মেসি। ২৭তম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে বল পেয়ে ডি-বক্সে ঢুকে প্রথম গোলটি করেন তিনি। এরপর ৩৮তম মিনিটে মাঝমাঠ থেকে সার্জিও বুসকেটসের পাসে দারুণ এক শটে নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা।৮০ মিনিটে নিউ ইংল্যান্ডের পক্ষে কার্লেস গিল ব্যবধান কমান। তবে শেষ পর্যন্ত স্কোরলাইন ২-১-ই থাকে। ম্যাচে বলের দখলে মায়ামি এগিয়ে থাকলেও (৫৬%), নিউ ইংল্যান্ড সুযোগ তৈরিতে ছিল সক্রিয়। তারা ১৬টি শট নেয়, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে মায়ামির ১৩ শটের ৩টি লক্ষ্যে ছিল।এই জয়ে ঘরোয়া লিগে টানা চার ম্যাচ জিতেছে মায়ামি। পাশাপাশি এমএলএসের চলতি মৌসুমে টানা পাঁচ ম্যাচে অপরাজিত থাকল দলটি।উল্লেখ্য, ম্যাচটি ছিল নিউ ইংল্যান্ডের হোম গ্রাউন্ডে এবং এবার সেখানে উপস্থিত ছিল ৪৩,২৯৩ দর্শক। আগের মৌসুমে এই দুই দলের লড়াইয়ে রেকর্ড ৬৫,৬১২ দর্শক মাঠে এসেছিলেন। এ মুহূর্তে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে মায়ামি রয়েছে পাঁচ নম্বরে। তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। শীর্ষে থাকা এফসি সিনসিনাতির থেকে তারা ৭ পয়েন্ট পিছিয়ে, যদিও মায়ামি এখন পর্যন্ত তিন ম্যাচ কম খেলেছে।ভোরের আকাশ/এসএইচ
ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে ৩৩৬ রানের বড় ব্যবধানে হারের পর তৃতীয় টেস্টের আগে একাদশে পরিবর্তন এনেছে ইংল্যান্ড। লর্ডসে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে সিরিজের তৃতীয় ম্যাচ, তার একদিন আগেই স্কোয়াড ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।দলে একটি মাত্র পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে বাইরে থাকা জশ টাংয়ের জায়গায় একাদশে জায়গা পেয়েছেন জোফরা আর্চার। চার বছর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষেই শেষ টেস্ট খেলেছিলেন তিনি। এরপর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন এই পেসার।আইপিএলের আগে সেরে উঠলেও টুর্নামেন্ট চলাকালীন ফের ইনজুরিতে পড়েন আর্চার। চলতি সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি, দ্বিতীয় টেস্টে স্কোয়াডে থাকলেও একাদশে রাখা হয়নি তাকে। এবার তৃতীয় টেস্টে মাঠে নামার অপেক্ষায় তিনি।ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, “পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টেস্টে সাসেক্সের ডানহাতি পেসার জোফরা আর্চারকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারির পর এটি হতে যাচ্ছে তার ১৪তম টেস্ট।”ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার ও শোয়েব বশির। ভোরের আকাশ/হ.র
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারলেও বাংলাদেশ দলের কয়েকজন খেলোয়াড় ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কাড়তে সক্ষম হয়েছেন। এর ইতিবাচক প্রতিফলন দেখা গেছে আইসিসির সাম্প্রতিক র্যাঙ্কিং হালনাগাদে।উইকেটকিপার ব্যাটার জাকের আলি তিন ম্যাচে যথাক্রমে ৫১, ২৪ ও ২৭ রান করে র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৫৯ নম্বরে।এছাড়া সিরিজে টানা দুটি ফিফটি করে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। শেষ দুই ম্যাচে করেছেন সমান ৫১ রান। ব্যক্তিগত উন্নতির ধারায় ব্যাটারদের তালিকায় তিনি এগিয়েছেন বেশ কয়েক ধাপ।অন্যদিকে, প্রথম ম্যাচে ৬২ রানের ইনিংস খেলা তানজিদ হাসান তামিম এগিয়েছেন ১৯ ধাপ, বর্তমানে আছেন ৮৫ নম্বরে।তবে ব্যাটিং র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ৮ ধাপ পিছিয়ে লিটন অবস্থান করছেন ৭৮ নম্বরে। শান্ত নেমেছেন ৬ ধাপ, এখন অবস্থান ৩৪ নম্বরে।বোলারদের তালিকায় উন্নতি করেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। সিরিজে ৬ উইকেট নিয়ে তিনি ১৮ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৯২ নম্বরে। তাসকিন আহমেদ এগিয়েছেন ২ ধাপ, অবস্থান করছেন ২৬ নম্বরে। অন্যদিকে মুস্তাফিজুর রহমান পিছিয়েছেন ১১ ধাপ, এখন তার অবস্থান ৪৬ নম্বরে। ভোরের আকাশ/হ.র
কর ফাঁকির মামলায় ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি তাকে প্রায় ৩ লাখ ৮৬ হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় সাড়ে আট কোটি টাকার বেশি জরিমানাও গুণতে হবে।মামলার বিবরণীতে বলা হয়, আনচেলত্তি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কর্মরত থাকাকালীন সময়ে নিজের আয় থেকে প্রায় ১০ লাখ ইউরো কর ফাঁকি দেন।তবে, এই দণ্ড কার্যকর হলেও তাকে জেলে যেতে হবে না। স্পেনের প্রচলিত আইনে এক বছরের কম সাজার ক্ষেত্রে এবং যদি ব্যক্তি আগে অপরাধ না করে থাকেন, তবে তা স্থগিত রাখা যায়।আদালতে আনচেলত্তি দাবি করেন, ইচ্ছাকৃতভাবে তিনি প্রতারণা করেননি। বরং আর্থিক বিষয়গুলো তার আর্থিক পরামর্শকদের ওপর নির্ভর করে পরিচালিত হচ্ছিল। তিনি বলেন, রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে যে বেতন প্রস্তাব পেয়েছিলেন, তা 'নেট' হিসেবে বিবেচনা করেছিলেন এবং কর কাঠামো নিয়ে আলাদা করে চিন্তা করেননি।এর আগে, আদালতে আনচেলত্তির আইনজীবীরা তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান। তবে প্রসিকিউশন তার জন্য প্রায় পাঁচ বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার দাবি জানায়।বর্তমানে ৬৬ বছর বয়সী আনচেলত্তি ২০২1 সালের ডিসেম্বরে পুরোনো করের সব পাওনা পরিশোধ করে দেন। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর তিনি ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান। ভোরের আকাশ/হ.র