সংগৃহীত ছবি
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (২০ জুলাই) এক তথ্য বিবরণিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি। সিরিজের বাকি ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।
উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পায় টিম টাইগার্স। ১১১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। মুস্তাফিজের রেকর্ড গড়া বোলিং আর পারভেজ হোসেন ইমনের ঝড়ো ফিফটিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
অনেক বছর পর জাতীয় ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুরের হোম অব ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টির কিছু অংশ মাঠে বসে উপভোগ করেছেন তিনি। খেলা দেখার ফাঁকে তিনি কথা বলেছেন একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে।সাক্ষাৎকারের এক পর্যায়ে সাংবাদিক সাকিব আল হাসানের প্রসঙ্গ টানেন। মির্জা ফখরুলকে জিজ্ঞেস করেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে সাকিব আল হাসান আরেকবার জাতীয় দলের হয়ে খেলতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব ইতিবাচক বার্তাই দিয়েছেন। মির্জা ফখরুল বলেন, সেটা সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। আর সে তখন ক্রিকেটে থাকবে কিনা তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে।পরে মির্জা ফখরুলের কাছে জানতে চাওয়া হয় তার প্রিয় ক্রিকেটার কে? টিভি স্ক্রিনে যাদের দেখে থাকেন তাদের মধ্যে। জবাবে তিনি বলেন, আমার প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম।এদিন অবশ্য খেলা দেখতে মাঠে হাজির হয়েছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমও। সঙ্গে ছিল তার পুত্র সন্তান মায়ান।উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৯ বছর পর টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগাররা। সফরকারীদের দেয়া ১১১ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় লিটন দাসের দল। ভোরের আকাশ/এসএইচ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২০ জুলাই) এক তথ্য বিবরণিতে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি। সিরিজের বাকি ম্যাচগুলোতেও জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা।উল্লেখ্য, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৭ উইকেটে জয় পায় টিম টাইগার্স। ১১১ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২৭ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। মুস্তাফিজের রেকর্ড গড়া বোলিং আর পারভেজ হোসেন ইমনের ঝড়ো ফিফটিতে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ।ভোরের আকাশ/এসএইচ
দীর্ঘদিনের গুঞ্জন ও অনিশ্চয়তার পর অবশেষে ২০২৬ সালের মার্চে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে ফিনালিসিমা ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল সংস্থা। মহাদেশীয় শীর্ষ দুই দলের এই রোমাঞ্চকর মুখোমুখি লড়াইকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে থাকবে বলে আশা করা হচ্ছে।আর্জেন্টিনা ও স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ও রাফায়েল লুজানের সমঝোতার মাধ্যমে ১৭ থেকে ২৫ মার্চের মধ্যে ফাইনালের সময় নির্ধারণের ঘোষণা আসে। এই ম্যাচটি হবে ২০২৪ সালের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে মুখোমুখি লড়াই। যদিও ২০২৬ সালের বিশ্বকাপের কয়েক মাস আগে এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা, আর্জেন্টিনা ইতোমধ্যেই লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে, কিন্তু স্পেনসহ ইউরোপের কিছু দল এখনো বাছাইপর্বে রয়েছেন।স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, এই ফিনালিসিমা ম্যাচটির সময় নির্ধারণ করা হবে বিশ্বকাপ প্লে-অফের জন্য নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর মাঝে। এএফএ, আরএফইএ, উয়েফা এবং ফিফা এই টুর্নামেন্টকে সফল করার ব্যাপারে আগ্রহী এবং ব্যস্ত সূচি থাকা সত্ত্বেও রোমাঞ্চ ও মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতিশ্রুতি দিয়েছে।ফিনালিসিমা মূলত ১৯৮৫ ও ১৯৯৩ সালে আয়োজিত আর্তেমিও ফ্রাঞ্চি কাপের পরিবর্তে চালু হয়। সর্বশেষ ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ইতালিকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল। তার আগে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ১৯৮৬ সালে এই ট্রফি জিতেছিলেন।গত মে মাসে ফিফা ও উয়েফার ৭৫তম কংগ্রেসে ফিনালিসিমার আসন্ন সংস্করণের ব্যাপারে আলোচনাও শুরু হয়, যা ফুটবল বিশ্বে নতুন রোমাঞ্চ ও আকর্ষণের জন্ম দেবে বলে মনে করা হচ্ছে।ফুটবলপ্রেমীদের জন্য এটি নতুন এক দৃষ্টিনন্দন লড়াইয়ের প্রারম্ভ হতে যাচ্ছে, যেখানে আর্জেন্টিনার লিওনেল মেসির উত্তরসূরী হিসেবে বিবেচিত লামিনে ইয়ামাল এবং স্পেনের তারকারা মাঠে মুখোমুখি হবেন।ভোরের আকাশ//হ.র
মাত্রই শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে লিটন দাসের দল। এবার ঘরের মাঠে নতুন আরেক সিরিজ। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ছিল গতকাল রোববার। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা সফরকারী দল রান করতে পারে কেবল ১১০। বাংলাদেশি বোলারদের মারাত্মক বোলিংয়ের মুখে রানই করতে পারেনি দলের ব্যাটাররা। টানা ৩ সিরিজ ও ৯ ম্যাচ ধরে টসে জয়হীন লিটন দাসের টসভাগ্য গতকাল পক্ষে এসেছে। শ্রীলঙ্কায় সিরিজ জেতার সেই উইনিং কম্বিনেশন ধরে রাখেনি বাংলাদেশ। শরিফুল ইসলামের পরিবর্তে নেওয়া হয় তাসকিন আহমেদকে। শেখ মেহেদী প্রথম ওভারেই বাংলাদেশকে এনে দিতে পারতেন উইকেট। ক্যাচ মিস করে পরের ওভারে বল হাতে অ্যকশনে এসেই তাসকিনের শিকার সাইম আইয়ুব। ৬ রানে থাকা সাইম আইয়ুবকে তাসকিনের ডেলিভারিতে ক্যাচ নিয়ে ফেরান মোস্তাফিজুর রহমান। পরের ওভারে ঠিকই উইকেটের দেখা পান শেখ মেহেদী।দলের পক্ষে ফখর জামান ৪৪, আব্বাস আফ্রিদি ২২, খুশদিল শাহ ১৭ রান করেন। বাংলাদেশের তাসকিন ২২ রানে ৩টি, মোস্তাফিজ মাত্র ৬ রানে ২টি এবং মেহেদি হাসান ৩৭ রানে ও তানজিম হাসান সাকিব ২০ রানে ১টি করে উইকেট পান। নির্ধারিত ওভারের ৩ বল আগেই ১১০ রানে গুঁটিয়ে যায় পাকিস্তান। সিরিজে এগিয়ে যেতে ১১১ রানের সহজ টার্গেট পেল বাংলাদেশ।গত মে-জুনে লাহোরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচই জেতে পাকিস্তান। এবার অবশ্য হোম ভেন্যুতে টাইগারদের প্রতিশোধ নেওয়ার পালা। এ পর্যন্ত ২২ ম্যাচে পাকিস্তানের ১৯ জয়ের বিপরিতে বাংলাদেশের জয় মাত্র ৩টি।ভোরের আকাশ/এসএইচ