ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪৪ পিএম
টি-টোয়েন্টিতে ভারত-পাকিস্তান: কী বলছে পরিসংখ্যান?
৪১ বছর পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত আর পাকিস্তান। শিরোপা লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? টি-টোয়েন্টি ফরম্যাটে কোন দল এগিয়ে?
দুই প্রতিবেশী ভারত-পাকিস্তান ফাইনাল। কে জিতবে স্নায়ুর এই লড়াই? টকশোতে গণক বনে যাওয়া সঞ্জয় মাঞ্জরেকার কিংবা শোয়েব আখতার নন; এআই কী বলে জেনে নেওয়া যাক।
গুগল জেমিনির উত্তর, ‘এই ম্যাচের ভবিষ্যদ্বাণী করা অবিশ্বাস্য রকমের কঠিন। কারণ, চাপ ও প্রতিদ্বন্দ্বিতা প্রায়ই অপ্রত্যাশিত ফলাফলের দিকে যায়। তবে সম্ভাব্য বিজয়ী ভারত।’ চ্যাটজিপিটি জয়ের শতাংশ ধরে অনুমান করেছে, ‘ফর্ম, ভারসাম্য ও সামগ্রিক গভীরতা বিবেচনা করলে আমার ভবিষ্যদ্বাণী হলো ভারত জিতবে ফাইনাল। ব্যাটিং গভীরতা, বোলিং বৈচিত্র্য এবং গতির দিক থেকেও এগিয়ে তারা।
সাম্প্রতিক পরিসংখ্যান নিঃসন্দেহে ভারতের পক্ষে। এবারের আসরে দুইবারের দেখায় দুইবারই পাকিস্তানকে হেসেখেলে হারিয়েছে ভারত। ফাইনালে তাই তারাই ফেবারিট।
শুধু সাম্প্রতিক ফর্মের বিচারেই নয়। টি-টোয়েন্টিতে ভারত সবসময়ই পাকিস্তানের বিপক্ষে এগিয়ে। পরিসংখ্যান তাই বলছে।
ভারত-পাকিস্তান টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে মোট ১৫ বার। পাকিস্তান জিতেছে মাত্র ৩ ম্যাচ, ভারতের জয় ১১টিতে। একটি ম্যাচ হয়েছে টাই।
সবশেষ পাঁচ ম্যাচে ভারত জিতেছে চারটিতেই, পাকিস্তানের জয় একটি। তবে শুধু সবশেষ চার ম্যাচের হিসেব ধরলে পাকিস্তান একটিও জিততে পারেনি ভারতের বিপক্ষে।
তবে একটি পরিসংখ্যান পাকিস্তানকে আশা জাগাতে পারে। ভারতের বিপক্ষে পাকিস্তান সবশেষ জিতেছিল ২০২২ সালের সেপ্টেম্বরে, এই ফাইনালের ভেন্যু দুবাইয়েই।
ভোরের আকাশ/মো.আ.