ছবি: সংগৃহীত
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪১ বছরের ইতিহাস রচিত হতে যাচ্ছে আজ। দীর্ঘ চার দশকের এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের এই মহারণ মাঠে গড়াবে রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে, সংযুক্ত আরব আমিরাতে। তিন দল—ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে আয়োজিত সেই প্রথম আসরে লিগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরের আসরগুলোয় বহুবার ফাইনালে খেলেছে দুই দল, কিন্তু কখনো মুখোমুখি হয়নি শিরোপা নির্ধারণী ম্যাচে। এবারই প্রথম দুই চিরশত্রু নামছে একই ফাইনালের মঞ্চে।
ফাইনালের ইতিহাস বললে পাকিস্তানের নাম ওঠে পাঁচবার। তবে শিরোপা জিততে পেরেছে মাত্র দুইবার—২০০০ এবং ২০১২ সালে বাংলাদেশে। অন্যদিকে ভারত এশিয়া কাপে সবচেয়ে বেশি ১১ বার খেলেছে ফাইনাল এবং রেকর্ড আটবার চ্যাম্পিয়ন হয়েছে।
২০২৫ সালের এই আসরে ভারত এখনও অপরাজিত। সুপার ফোরে তারা পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। বিপরীতে পাকিস্তান ভারত ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ে।
সব মিলিয়ে আজকের ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, বরং এশীয় ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক অপেক্ষায়—দুবাইয়ে কে জিতবে এশিয়ার সিংহাসন, ভারত নাকি পাকিস্তান?
দুবাইয়ের কন্ডিশনে রাতে ডিউ থাকলে দ্বিতীয় ইনিংসে বোলিং করা কঠিন হতে পারে। ফলে টসটা গুরুত্বপূর্ণ হবে। টস জিতলে আগে বোলিং বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন অধিনায়ক।
এই ম্যাচ কেবল ক্রিকেট নয়—দুই দেশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ও প্রচণ্ড আবেগ এখানে জড়িত। ভারত টুর্নামেন্টে একক আধিপত্য দেখাচ্ছে। তবে পাকিস্তানও এবার প্রতিশোধের মুডে থাকবে। ফলে জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।
ভোরের আকাশ/মো.আ.
সংশ্লিষ্ট
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪১ বছরের ইতিহাস রচিত হতে যাচ্ছে আজ। দীর্ঘ চার দশকের এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের এই মহারণ মাঠে গড়াবে রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে, সংযুক্ত আরব আমিরাতে। তিন দল—ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে আয়োজিত সেই প্রথম আসরে লিগ পদ্ধতিতে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপরের আসরগুলোয় বহুবার ফাইনালে খেলেছে দুই দল, কিন্তু কখনো মুখোমুখি হয়নি শিরোপা নির্ধারণী ম্যাচে। এবারই প্রথম দুই চিরশত্রু নামছে একই ফাইনালের মঞ্চে।ফাইনালের ইতিহাস বললে পাকিস্তানের নাম ওঠে পাঁচবার। তবে শিরোপা জিততে পেরেছে মাত্র দুইবার—২০০০ এবং ২০১২ সালে বাংলাদেশে। অন্যদিকে ভারত এশিয়া কাপে সবচেয়ে বেশি ১১ বার খেলেছে ফাইনাল এবং রেকর্ড আটবার চ্যাম্পিয়ন হয়েছে।২০২৫ সালের এই আসরে ভারত এখনও অপরাজিত। সুপার ফোরে তারা পাকিস্তান ও বাংলাদেশকে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। বিপরীতে পাকিস্তান ভারত ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিয়েছে শিরোপা লড়াইয়ে।সব মিলিয়ে আজকের ফাইনাল শুধু একটি ম্যাচ নয়, বরং এশীয় ক্রিকেট ইতিহাসের এক অনন্য অধ্যায়। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শক অপেক্ষায়—দুবাইয়ে কে জিতবে এশিয়ার সিংহাসন, ভারত নাকি পাকিস্তান?দুবাইয়ের কন্ডিশনে রাতে ডিউ থাকলে দ্বিতীয় ইনিংসে বোলিং করা কঠিন হতে পারে। ফলে টসটা গুরুত্বপূর্ণ হবে। টস জিতলে আগে বোলিং বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারেন অধিনায়ক।এই ম্যাচ কেবল ক্রিকেট নয়—দুই দেশের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ও প্রচণ্ড আবেগ এখানে জড়িত। ভারত টুর্নামেন্টে একক আধিপত্য দেখাচ্ছে। তবে পাকিস্তানও এবার প্রতিশোধের মুডে থাকবে। ফলে জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারেন ক্রিকেটপ্রেমীরা।ভোরের আকাশ/মো.আ.
কলম্বোর রেসকার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত যুব সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতের কাছে হেরে চ্যাম্পিয়নের স্বপ্ন শেষ হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের। নির্ধারিত সময় ২-২ গোলে ড্র হলেও টাইব্রেকারে ভারত ৪-১ গোলে জয়ী হয়ে তৃতীয়বারের মতো রানার্সআপ হলো বাংলাদেশ।ম্যাচের শুরুতেই চার মিনিটে ভারত প্রথম গোল করে লিড নেয়। এরপর ২৫ মিনিটে মোহাম্মদ মানিক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে হেড দিয়ে সমতা ফেরান। ৩৮ মিনিটে আবারও এগিয়ে যায় ভারত। বাংলাদেশের গোলরক্ষক আলিফ রহমান ইমতিয়াজ কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ রক্ষা করেন।দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ কয়েকটি সুযোগ পায়, তবে গোল করতে পারেনি। ম্যাচের শেষ দিকে নাজমুল হুদার শট বারে লেগে ফিরে আসে এবং সাব্বির ইসলামের শট পোস্টের বাইরে যায়। ৮৭ মিনিটে পেনাল্টির দাবি করেছিলেন বাংলাদেশি খেলোয়াড়রা, কিন্তু তা মানা হয়নি। অতিরিক্ত সময়ে ঈশান হাবিব রিদুয়ান সমতা ফেরান।তবে টাইব্রেকারে ভারত চারটি শট থেকে চারটি গোল করে ৪-১ ব্যবধানে জয়লাভ করে। বাংলাদেশ তিনটি শট থেকে মাত্র একটি গোল করতে পারে। এই ফলাফলে বাংলাদেশ রানার্সআপ হিসেবে মাঠ ছাড়ে, আর ভারতের কাঁধে উঠে যায় যুব সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট। ভোরের আকাশ/হ.র
এশিয়া কাপ ক্রিকেটে দারুণ সুযোগ থাকার পরও পাকিস্তানের কাছে হেরে ফাইনাল খেলা হয়নি বাংলাদেশের। তবে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের যুবাদের হারিয়েই ফাইনাল নিশ্চিত করে বাংলার যুবারা। শনিবার (২৭ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।দারুণ দাপটের সঙ্গেই ফাইনালে উঠেছে লাল-সবুজের যুবারা। গ্রুপ পর্বে নেপাল ও শ্রীলঙ্কাকে ৪-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। অন্যদিকে, ছয়বারের চ্যাম্পিয়ন ভারত তাদের গ্রুপের সব ম্যাচে জয়লাভ করে এবং সেমিফাইনালে ভুটানকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়।ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, আমরা জয়ের জন্যই মাঠে নামবো। ছেলেরা যদি পরিকল্পনা অনুযায়ী খেলে এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে আমাদের বিরাট সুযোগ আছে। ভারতের শক্তির প্রশংসা করলেও তিনি প্রতিপক্ষের দুর্বলতাও চিহ্নিত করেন।ছোটন জানান, ভারত হাই লাইন অ্যাটাক করলে তাদের ডিফেন্সে ফাঁকা জায়গা তৈরি হয়, যেটি কাজে লাগানোর সুযোগ রয়েছে বাংলাদেশের।অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দেশবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন, আমরা ভালো পারফর্ম করে ফাইনালে উঠেছি। সমর্থকরা আমাদের সাপোর্ট করেছেন, আমরা তাদের প্রত্যাশা পূরণের জন্য মাঠে নামবো। ভারত শক্তিশালী দল হলেও আমরা আমাদের লক্ষ্য পূরণে দৃঢ়প্রতিজ্ঞ।টানা দুইবারের ব্যর্থতার পর আজ বাংলাদেশ দলের সামনে প্রতিশোধ নেওয়ার তৃতীয় সুযোগ। দেশবাসীর চোখ এখন কলম্বোতে, ইতিহাস গড়তে পারবে কি লাল-সবুজের কিশোররা?ভোরের আকাশ/এসএইচ
আগে থেকেই চোটগ্রস্ত লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার স্কোয়াড। এবার নতুন করে তারা বিভিন্ন মেয়াদে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড রাফায়েল রাফিনিয়া এবং গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে হারাচ্ছে। দুজনেই গত বৃহস্পতিবার লা লিগায় রেয়াল ওবেইদোর বিপক্ষে ৩-১ গোলে জয়ের ম্যাচটিতে চোট পান। নিশ্চিতভাবে তারা মিস করবেন পিএসজির বিপক্ষে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।গতকাল (শুক্রবার) নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে কাতালানরা জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ের চোটে প্রায় তিন সপ্তাহ রাফিনিয়াকে বাইরে থাকতে হতে পারে। হুয়ান গার্সিয়া চোট পেয়েছেন বাঁ হাঁটুর মেনিস্কাসে। শনিবার তার অস্ত্রোপচার করা হবে। যার কারণে এই গোলরক্ষককে মাঠের থাকতে হবে অন্তত চার থেকে ছয় সপ্তাহ। স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, গতকাল অনুশীলনের সময় তিনি চোট পান।ব্রাজিল তারকা রাফিনিয়া গত মৌসুমে বার্সেলোনার লা লিগা এবং কোপা দেল রের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি পায়ে আঘাত পান ওবেইদোর বিপক্ষে ম্যাচ চলাকালে। তাকে উঠিয়ে পরে বদলি হিসেবে নামানো হয় রবার্ট লেভান্ডফস্কিকে। এরপরই এই পোলিশ তারকা দারুণ এক হেডে গোল করেছেন। তবে রাফিনিয়াকে আসন্ন ম্যাচগুলোয় না পাওয়া হ্যান্সি ফ্লিকের জন্য বড় ধাক্কাই বটে। আগামী রোববার লা লিগায় তারা রিয়াল সোসিয়েদাদ এবং বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির মুখোমুখি হবে।চলতি মৌসুমেই এস্পানিওল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন গার্সিয়া। বয়স্ক ও অভিজ্ঞ গোলরক্ষকদের ভিড়ে তিনিই এখন প্রায় ম্যাচে প্রথম একাদশে নামছেন। গার্সিয়ার অনুপস্থিতিতে গোলপোস্টের দায়িত্ব সামলাতে পারেন ভয়চেক সিজনি। আরেক গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান চোটের কারণে আগে থেকেই মাঠের বাইরে আছেন। এ ছাড়া সম্প্রতি ইনজুরিতে ছিটকে যান মিডফিল্ডার গাভি পায়েজ এবং ফার্মিন লোপেজ। সেই তালিকায় নতুন করে যুক্ত হলেন রাফিনিয়া-গার্সিয়া।এদিকে, কাতালানদের এত দুঃসংবাদের ভীড়ে অবশ্য ভালো খবরও আছে। রিয়াল সোসিয়েদাদ ম্যাচের আগেই চোট কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে। পরবর্তী ম্যাচেই তাদের একাদশে দেখা যেতে পারে। যা কিছুটা হলেও স্বস্তি ফেরাবে ফ্লিকের মনে!ভোরের আকাশ/তা.কা