ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১১:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচ সামনে রেখে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ইংলিশ বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। রবিবার (৬ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছে সমর্থকদের উদ্দেশে এক ভিডিওবার্তা দিয়েছেন তিনি।
ভিডিওবার্তায় হামজা বলেন, “আসসালামু আলাইকুম। ইনশা আল্লাহ আমরা সফল হবো। ৯ তারিখ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবো। ইনশা আল্লাহ সবাই আমাদের সাপোর্ট দেবেন।”
শনিবার রাতেই ইংল্যান্ড থেকে রওনা হয়ে রবিবার সকাল ১১টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী সদস্য কামরুল হাসান হিলটন। আনুষ্ঠানিকতা শেষ করে দ্রুত টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যান হামজা। কয়েক ঘণ্টা বিশ্রামের পর বিকেলেই অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এর আগে মার্চ উইন্ডোতে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে চাপিয়ে খেলতে দেশে এসেছিলেন এই মিডফিল্ডার। তখন সিলেটসহ হবিগঞ্জে তার আগমন ঘিরে ছিল ব্যাপক উচ্ছ্বাস। মার্চ ও জুনে অনুষ্ঠিত ম্যাচগুলোয় স্টেডিয়ামে বসে ছেলের খেলা দেখেছিলেন হামজার বাবা-মাও।
তবে এবার একাই এসেছেন তিনি। ঢাকায় ৯ অক্টোবরের ম্যাচ শেষে পরদিনই রওনা দেবেন হংকংয়ের উদ্দেশে। ১৪ অক্টোবর হংকংয়ে ম্যাচ খেলেই ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা রয়েছে তার।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী— ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই এবং ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ। ৪ জুন ঢাকায় অনুষ্ঠিত সেই ম্যাচেই ভুটানের বিপক্ষে গোল করেছিলেন তিনি। আসন্ন ৯ অক্টোবরের ম্যাচটি হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে তার চতুর্থ ম্যাচ।
ভোরের আকাশ//হ.র