ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ০১:২২ এএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন শেষ হয়েছে মাত্র কয়েক ঘণ্টা আগে। ইতিমধ্যে সভাপতি ও দুই সহ-সভাপতির নামও চূড়ান্ত হয়েছে। কিন্তু নির্বাচনের ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই পরিচালনা পর্ষদে পরিবর্তনের ঘটনা ঘটেছে— যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত নির্বাচনে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও দুইজনকে মনোনয়ন দেওয়া হয়— ইশফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তবে এই দুইজনের কেউই ক্রিকেট কিংবা ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ নন, এমন মন্তব্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সমালোচনার ঝড় ওঠে যখন প্রকাশ্যে আসে ইশফাক আহসানের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা। বর্তমান এনএসসি চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ‘জুলাই বিপ্লব’-এর অন্যতম অগ্রপথিক হিসেবেও পরিচিত। তার প্রতিষ্ঠান থেকেই বিসিবিতে এমন মনোনয়ন আসায় প্রশ্ন ওঠে এনএসসির নিরপেক্ষতা নিয়ে।
সমালোচনার পরিপ্রেক্ষিতে এনএসসি পরিচালক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করেছেন, “ইশফাক আহসানের পরিবর্তে নতুন একজন পরিচালককে মনোনয়ন দেওয়া হবে। আগামীকালই নতুন মনোনয়নপত্র ইস্যু করা হবে।”
এনএসসির মনোনীত পরিচালক পরিবর্তনের ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে ক্রিকেট অঙ্গনে। কারণ, নির্বাচনের মাত্র এক দিনের মাথায় এমন পরিবর্তন বাংলাদেশের কোনো ক্রীড়া ফেডারেশনে খুব একটা দেখা যায়নি।
এর আগে চলতি বছরেই এনএসসি ফারুক আহমেদকে পরিচালক পদ থেকে প্রত্যাহার করেছিল, যার ফলে তিনি বিসিবির সভাপতির পদও হারান। পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল।
এবারের নির্বাচনে বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর হিসেবে অংশ নিয়ে পরিচালক নির্বাচিত হন এবং পরবর্তীতে পুনরায় বিসিবি সভাপতি পদে আসীন হন।
অন্যদিকে, যিনি সভাপতি পদ হারিয়ে আদালতে রিট করেছিলেন এবং এনএসসি ও বিসিবি নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন, সেই ফারুক আহমেদ এবার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হয়ে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন। বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে সভাপতি থেকে বিদায় নেওয়ার পর সহ-সভাপতির দায়িত্ব গ্রহণের ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।
ভোরের আকাশ//হ.র