রাজনৈতিক অস্থিরতায় বাতিল বাংলাদেশ-নেপাল দ্বিতীয় প্রীতি ম্যাচ
নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বাতিল হয়েছে বাংলাদেশ-নেপাল সিরিজের দ্বিতীয় প্রীতি ম্যাচ। আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় ম্যাচটি হওয়ার কথা থাকলেও নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে আয়োজকরা তা স্থগিত করার সিদ্ধান্ত নেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান।নেপালে সামাজিক মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জেন-জিদের আন্দোলন সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হন। পরিস্থিতি অচল হয়ে পড়ায় ক্রীড়া কার্যক্রমও বন্ধ হয়ে যায়।এ অবস্থায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা বিপাকে পড়েছেন। অধিনায়ক জামাল ভূঁইয়াসহ দলের সদস্যরা কাঠমান্ডুর একটি হোটেলে অবস্থান করছেন। সোমবার বিকেলে নিরাপত্তা ঝুঁকির কারণে তারা অনুশীলনেও যেতে পারেননি।উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। দ্বিতীয় ম্যাচ দিয়েই সিরিজের সমাপ্তি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতা সে পরিকল্পনায় ভাটা টেনে দিয়েছে। ফলে অসম্পূর্ণ থেকেই শেষ হলো প্রীতি সিরিজ, আর বাংলাদেশ দলকে এখন নিরাপদে দেশে ফেরার অপেক্ষায় থাকতে হচ্ছে।ভোরের আকাশ//হ.র